ETV Bharat / state

আলিপুরদুয়ারে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 207 - COVID 19 news

আলিপুরদুয়ার জেলায় বর্তমানে কোরোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন 28 জন ।

কোরোনার খবর
কোরোনার খবর
author img

By

Published : Jul 13, 2020, 6:13 AM IST

আলিপুরদুয়ার, 13 জুলাই : গতকাল আলিপুরদুয়ারে একসঙ্গে 11 জনের শরীরে ভাইরাসের সংক্রমণের হদিস মিলেছে ৷ তবে রাজ্যের অন্য জেলাগুলির তুলনায় আলিপুরদুয়ারে কোরোনার সংক্রমণ অনেকটাই কম বলে জানিয়েছে জেলা স্বাস্থ্যবিভাগ ।

গতকাল জেলায় যে 11 জন কোরোনা পজ়িটিভ হয়েছেন, তাঁদের নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 207 । যদিও ইতিমধ্যেই 179 জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন । রবিবার পর্যন্ত জেলায় কোরোনায় আক্রান্ত হয়ে একজনেরও মৃত্যু হয়নি বলে জানিয়েছে জেলা স্বাস্থ্যবিভাগ ।

বর্তমানে জেলায় কোরোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন 28 জন । এরা সকলেই আলিপুরদুয়ারের তপসিখাতায় কোরোনা হাসপাতালে চিকিৎসাধীন । তবে যে 28 জন কোরোনায় আক্রান্ত বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন, তাঁরাও সকলে দ্রুত কোরোনাকে জয় করবে বলে আশাবাদী স্বাস্থ্যবিভাগ ।

রবিবার পর্যন্ত আলিপুরদুয়ার জেলায় কোরোনা আক্রান্ত হয়ে যে ২৮ জন তপসিখাতার কোরোনা হাসপাতালে ভরতি রয়েছেন তাঁদের মধ্যে আলিপুরদুয়ার পৌর এলাকার 8 জন রয়েছেন ৷ আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের ৬ জন, ফালাকাটায় 5 জন, কালচিনিতে 2 জন, কুমারগ্রামে 1 জন ও মাদারিহাটে 9 জন রয়েছেন ।

আলিপুরদুয়ার জেলা উপ-মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ন গোস্বামী জানিয়েছেন, "জেলায় কোরোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে । তবে মানুষকে আরও সচেতন হতে হবে । মানুষ যত সচেতন হবে কোরোনা ততই নিয়ন্ত্রনে আসবে ।"

আলিপুরদুয়ার, 13 জুলাই : গতকাল আলিপুরদুয়ারে একসঙ্গে 11 জনের শরীরে ভাইরাসের সংক্রমণের হদিস মিলেছে ৷ তবে রাজ্যের অন্য জেলাগুলির তুলনায় আলিপুরদুয়ারে কোরোনার সংক্রমণ অনেকটাই কম বলে জানিয়েছে জেলা স্বাস্থ্যবিভাগ ।

গতকাল জেলায় যে 11 জন কোরোনা পজ়িটিভ হয়েছেন, তাঁদের নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 207 । যদিও ইতিমধ্যেই 179 জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন । রবিবার পর্যন্ত জেলায় কোরোনায় আক্রান্ত হয়ে একজনেরও মৃত্যু হয়নি বলে জানিয়েছে জেলা স্বাস্থ্যবিভাগ ।

বর্তমানে জেলায় কোরোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন 28 জন । এরা সকলেই আলিপুরদুয়ারের তপসিখাতায় কোরোনা হাসপাতালে চিকিৎসাধীন । তবে যে 28 জন কোরোনায় আক্রান্ত বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন, তাঁরাও সকলে দ্রুত কোরোনাকে জয় করবে বলে আশাবাদী স্বাস্থ্যবিভাগ ।

রবিবার পর্যন্ত আলিপুরদুয়ার জেলায় কোরোনা আক্রান্ত হয়ে যে ২৮ জন তপসিখাতার কোরোনা হাসপাতালে ভরতি রয়েছেন তাঁদের মধ্যে আলিপুরদুয়ার পৌর এলাকার 8 জন রয়েছেন ৷ আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের ৬ জন, ফালাকাটায় 5 জন, কালচিনিতে 2 জন, কুমারগ্রামে 1 জন ও মাদারিহাটে 9 জন রয়েছেন ।

আলিপুরদুয়ার জেলা উপ-মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ন গোস্বামী জানিয়েছেন, "জেলায় কোরোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে । তবে মানুষকে আরও সচেতন হতে হবে । মানুষ যত সচেতন হবে কোরোনা ততই নিয়ন্ত্রনে আসবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.