ETV Bharat / state

আলিপুরদুয়ারে কোরোনা মুক্তদের নিয়ে গঠিত হল কোরোনা ওয়ারিওর ক্লাব

author img

By

Published : Jul 11, 2020, 8:21 PM IST

কোরোনা আক্রান্তদের মনোবল বাড়ানো ও কনটেইমেন্ট জ়োনগুলিতে গিয়ে মানুষকে সচেতন করবে কোরোনা ওয়ারিয়র ক্লাবের সদস্যরা ৷ এই কাজের জন্য তাঁদের সান্মানিক ভাতা দেওয়া হবে বলে জানা গেছে ।

Corona Warrior Club
কোরোনা ওয়ারিওর ক্লাব

আলিপুরদুয়ার , 11 জুলাই : কোরোনা জয়ীদের নিয়ে আলিপুরদুয়ারে গঠিত হল কোরোনা ওয়ারিয়র ক্লাব । কোরোনা আক্রান্ত রোগীদের মনোবল বাড়াতে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এই ক্লাব গঠন করা হয় ৷ ভারত-ভুটান সীমান্তের এই প্রান্তীয় জেলায় ইতিমধ্যেই যাঁরা কোরোনা মুক্ত তাঁদের নিয়েই এই ক্লাব গঠন করা হয়েছে ।


শনিবার জেলার ছয়টি ব্লকের পাশাপাশি আলিপুরদুয়ার পৌরসভার 20 টি ওয়ার্ডকে নিয়েও গঠন করা হয়েছে কোরোনা ওয়ারিয়র ক্লাব । জেলা স্বাস্থ্যবিভাগ জানিয়েছে , কোরোনা জয় করে ফিরে আসা রোগীদের নিয়ে গড়ে তোলা এই ক্লাবের কাজ হবে বর্তমানে যাঁরা করোনায় আক্রান্ত তাঁদের মনোবল বৃদ্ধি করা । প্রয়োজনে তপসিখাতা কোরোনা হাসপাতালে গিয়ে সমস্ত নিয়ম কানুন মেনে আক্রান্তদের সঙ্গে কথা বলবেন কোরোনা বিজয়ীরা । বর্তমানে যাঁরা ওই হাসপাতালে চিকিৎসারত তাঁদের কী করা উচিত , কী উচিত নয় , কীভাবে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা যায় সেই সমস্ত বিষয়ে তাঁদের উপদেশ দেবেন ওয়ারিয়র ক্লাবের সদস্যরা । ব্লক ভিত্তিক কোরোনা ওয়ারিয়র ক্লাবের সদস্যরা কনটেইনমেন্ট জ়োনে গিয়ে প্রচার চালাবেন । কনটেইনমেন্ট জ়োনের পালনীয় নিয়মকানুন সম্পর্কে এলাকার মানুষকে অবগত করবেন ওয়ারিয়র ক্লাবের সদস্যরা ।

আলিপুরদুয়ার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরা বলেন , "মুখ্যমন্ত্রীর নির্দেশে কোরোনা জয়ীদের নিয়ে ওয়ারিয়র ক্লাব গঠন করা হয়েছে । কোরোনা আক্রান্তদের সচেতন করার পাশাপাশি কনটেইনমেন্ট জ়োনে গিয়ে তাঁরা সাধারণ মানুষকে সচেতন করবে । "

শনিবার থেকেই এই ক্লাবের সদস্যরা তাঁদের কাজ শুরু করে দিয়েছেন । এই কাজের জন্য ওয়ারিয়র ক্লাবের সদস্যদের সান্মানিক ভাতা দেওয়া হবে বলে জানা গেছে ।

আলিপুরদুয়ার , 11 জুলাই : কোরোনা জয়ীদের নিয়ে আলিপুরদুয়ারে গঠিত হল কোরোনা ওয়ারিয়র ক্লাব । কোরোনা আক্রান্ত রোগীদের মনোবল বাড়াতে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এই ক্লাব গঠন করা হয় ৷ ভারত-ভুটান সীমান্তের এই প্রান্তীয় জেলায় ইতিমধ্যেই যাঁরা কোরোনা মুক্ত তাঁদের নিয়েই এই ক্লাব গঠন করা হয়েছে ।


শনিবার জেলার ছয়টি ব্লকের পাশাপাশি আলিপুরদুয়ার পৌরসভার 20 টি ওয়ার্ডকে নিয়েও গঠন করা হয়েছে কোরোনা ওয়ারিয়র ক্লাব । জেলা স্বাস্থ্যবিভাগ জানিয়েছে , কোরোনা জয় করে ফিরে আসা রোগীদের নিয়ে গড়ে তোলা এই ক্লাবের কাজ হবে বর্তমানে যাঁরা করোনায় আক্রান্ত তাঁদের মনোবল বৃদ্ধি করা । প্রয়োজনে তপসিখাতা কোরোনা হাসপাতালে গিয়ে সমস্ত নিয়ম কানুন মেনে আক্রান্তদের সঙ্গে কথা বলবেন কোরোনা বিজয়ীরা । বর্তমানে যাঁরা ওই হাসপাতালে চিকিৎসারত তাঁদের কী করা উচিত , কী উচিত নয় , কীভাবে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা যায় সেই সমস্ত বিষয়ে তাঁদের উপদেশ দেবেন ওয়ারিয়র ক্লাবের সদস্যরা । ব্লক ভিত্তিক কোরোনা ওয়ারিয়র ক্লাবের সদস্যরা কনটেইনমেন্ট জ়োনে গিয়ে প্রচার চালাবেন । কনটেইনমেন্ট জ়োনের পালনীয় নিয়মকানুন সম্পর্কে এলাকার মানুষকে অবগত করবেন ওয়ারিয়র ক্লাবের সদস্যরা ।

আলিপুরদুয়ার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরা বলেন , "মুখ্যমন্ত্রীর নির্দেশে কোরোনা জয়ীদের নিয়ে ওয়ারিয়র ক্লাব গঠন করা হয়েছে । কোরোনা আক্রান্তদের সচেতন করার পাশাপাশি কনটেইনমেন্ট জ়োনে গিয়ে তাঁরা সাধারণ মানুষকে সচেতন করবে । "

শনিবার থেকেই এই ক্লাবের সদস্যরা তাঁদের কাজ শুরু করে দিয়েছেন । এই কাজের জন্য ওয়ারিয়র ক্লাবের সদস্যদের সান্মানিক ভাতা দেওয়া হবে বলে জানা গেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.