আলিপুরদুয়ার, 14 এপ্রিল : একেই কোরোনা সংক্রমণের ভয় । তার উপর আচমকা ইট্যালি, স্পেন, ফ্রান্সের পাঁচ পর্যটককে দেখা গেল আলিপুরদুয়ারের অসম-বাংলা সীমানার পাকড়িগুড়িতে । তাঁদের দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। পর্যটকদের গাড়ি আাটক করেন নাকা চেকিংয়ে কর্তব্যরত পুলিশকর্মীরা । পরে অবশ্য বিদেশমন্ত্রকের নির্দেশে তাঁদের দিল্লি পাঠানোর ব্যবস্থা করা হয় ।
এই পাঁচ বিদেশি পর্যটক একটি গাড়ি করে অসমের গুয়াহাটি থেকে বাগডোগরা বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন । আচমকাই আলিপুরদুয়ারের অসম-বাংলা সীমানার পাকড়িগুড়ি নাকা চেকিংয়ে তাঁদের গাড়িটিকে আটক করেন কর্তব্যরত পুলিশকর্মীরা । গাড়ি থেকে বেরিয়ে আসেন পাঁচ বিদেশি। তাঁদের দেখে প্রথমে এদিক ওদিক সরে যান পুলিশকর্মীরা । পরে তাঁদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, কেন্দ্রীয় সরকারের বিশেষ উদ্যোগে মণিপুরে আটকে থাকা ইট্যালি, স্পেন ও ফ্রান্সের পাঁচ পর্যটক নিজেদের দেশে ফিরে যাচ্ছেন । পাকড়িগুড়িতে শুরু হয় তাঁদের স্বাস্থ্য পরীক্ষার তোড়জোড়। বেশ কয়েক প্রস্থ থার্মাল স্ক্রিনিং ও জীবাণুনাশক স্প্রে করা হয় তাঁদের দেহে। ততক্ষণে অবশ্য আটকে পড়া ওই পাঁচ পর্যটক দিল্লিতে বিদেশমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে ফেলেছেন। তড়িঘড়ি ওই পর্যটকদের ছাড়ার জন্য জরুরি ফোন আসে আলিপুরদুয়ার জেলা পুলিশ কর্তাদের কাছে।
প্রায় এক ঘণ্টা পর ছাড়া পান ওই পাঁচ পর্যটক। বিদেশমন্ত্রকের তরফে তাঁদের বাগডোগরা বিমানবন্দর থেকে কলকাতা হয়ে দিল্লি উড়িয়ে নিয়ে যাওয়ার বিশেষ ব্যবস্থা করা হয়।