ETV Bharat / state

কোরোনা : নাগরিকদের দেশে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ ভুটান সরকারের - নাগরিকদের দেশে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিল রয়্যাল গভর্মেন্ট অফ ভুটান

কোরোনা আতঙ্কের জেরে তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিল রয়্যাল গভর্নমেন্ট অফ ভুটান ৷

রয়্যাল গভর্মেন্ট অফ ভুটান
রয়্যাল গভর্মেন্ট অফ ভুটান
author img

By

Published : Mar 19, 2020, 9:40 PM IST

আলিপুরদুয়ার, 19 মার্চ : কোরোনা আতঙ্কের জেরে তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিল রয়েল গভর্নমেন্ট অফ ভুটান ।

আজ সকাল থেকেই তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে নেওয়ার তোড়জোড় শুরু করে দেয় ভুটান সরকার । দীর্ঘদিন ধরে কয়েক হাজার ভুটানের নাগরিক এদেশে বাড়িভাড়া নিয়ে থাকে । ভারত-ভুটান সীমান্তের ভুটানঘাট, পাগলিভুটান, গোমটুভুটানের মতো এলাকায় তারা বসবাস করে । তবে কোরোনা আতঙ্কের জেরে ভারত-ভুটান সীমান্তের প্রবেশপথগুলিতে কড়াকড়ির জেরে বিপাকে পড়ে যায় এদেশে বসবাসকারী ভুটানের নাগরিকরা। অন্যদিকে কোরোনা সংক্রমণের ভয়ে ভুটানে বসবাসকারী ভারতীয়রা অনেক আগেই ভুটান ছেড়ে এদেশে ফিরে এসেছে ৷ ভারতে বসবাসকারী এমন অনেক ভুটানের নাগরিক আছে যাদের ভুটানে থাকার কোনও স্থায়ী ঠিকানা নেই । তাও সরকারি নির্দেশিকার জেরে তারা দেশে ফিরতে বাধ্য হচ্ছে । যদিও ভুটানে গিয়ে তারা কী করবে? কোথায় থাকবে ? সে কথা কারও জানা নেই ।

নাগরিকদের দেশে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ ভুটান সরকারের

কবে পরিস্থিতি ফের স্বাভাবিক হবে তা অবশ্য কারও জানা নেই ৷ কিন্তু এই মুহূর্তে সরকারি নির্দেশিকা মেনে ফিরে যেতে বাধ্য হচ্ছে ভুটানের নাগরিকরা ৷

আলিপুরদুয়ার, 19 মার্চ : কোরোনা আতঙ্কের জেরে তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিল রয়েল গভর্নমেন্ট অফ ভুটান ।

আজ সকাল থেকেই তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে নেওয়ার তোড়জোড় শুরু করে দেয় ভুটান সরকার । দীর্ঘদিন ধরে কয়েক হাজার ভুটানের নাগরিক এদেশে বাড়িভাড়া নিয়ে থাকে । ভারত-ভুটান সীমান্তের ভুটানঘাট, পাগলিভুটান, গোমটুভুটানের মতো এলাকায় তারা বসবাস করে । তবে কোরোনা আতঙ্কের জেরে ভারত-ভুটান সীমান্তের প্রবেশপথগুলিতে কড়াকড়ির জেরে বিপাকে পড়ে যায় এদেশে বসবাসকারী ভুটানের নাগরিকরা। অন্যদিকে কোরোনা সংক্রমণের ভয়ে ভুটানে বসবাসকারী ভারতীয়রা অনেক আগেই ভুটান ছেড়ে এদেশে ফিরে এসেছে ৷ ভারতে বসবাসকারী এমন অনেক ভুটানের নাগরিক আছে যাদের ভুটানে থাকার কোনও স্থায়ী ঠিকানা নেই । তাও সরকারি নির্দেশিকার জেরে তারা দেশে ফিরতে বাধ্য হচ্ছে । যদিও ভুটানে গিয়ে তারা কী করবে? কোথায় থাকবে ? সে কথা কারও জানা নেই ।

নাগরিকদের দেশে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ ভুটান সরকারের

কবে পরিস্থিতি ফের স্বাভাবিক হবে তা অবশ্য কারও জানা নেই ৷ কিন্তু এই মুহূর্তে সরকারি নির্দেশিকা মেনে ফিরে যেতে বাধ্য হচ্ছে ভুটানের নাগরিকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.