আলিপুরদুয়ার, 8 জুন: মঙ্গলবারের আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রসের কর্মিসভা হোক, কিংবা বুধবারের মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠান, কোনও জায়গাতেই কোচবিহার জেলার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারীর (Paresh Chandra Adhikari) দেখা পাওয়া গেল না । বুধবার কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার আদিবাসী যুবক যুবতীদের জন্য গণবিবাহের আয়োজন করে রাজ্য সরকার ৷ আলিপুরদুয়ারের কালচিনি ব্লকে আয়োজিত সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ কিন্তু, সেই অনুষ্ঠানে পরেশ ছিলেন না ৷ বদলে মুখ্যমন্ত্রীর পাশে আগাগোড়া বসে রইলেন জলপাইগুড়ির বিধায়ক তথা রাজ্যের আদিবাসী অনগ্রসর দফতরের মন্ত্রী বুলু চিকবরাইক ৷
তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পরেশের এই অনুপস্থিতি নানা মহলে প্রশ্ন উঠছে ৷ তবে কি অঙ্কিতাকাণ্ডের জেরে দলের কাছেও আজ ব্রাত্য পরেশ অধিকারী ? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও সমীকরণ ?
প্রসঙ্গত, এবারের সফরে তিনদিন ধরে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলায় ছিলেন মুখ্যমন্ত্রী। আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার কর্মীদের নিয়ে সভা করলেন তিনি ৷ বুধবার সুভাষিণী চা বাগানের মাঠে সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিল্যান্যাসও করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মন্ত্রী অরূপ রায়, মলয় ঘটক, বীরবাহা হাঁসদা, বুলু চিকবরাইকরা মুখ্যমন্ত্রীর সভায় এলেও কোচবিহার জেলার মেখলিগঞ্জের বিধায়ক তথা রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে মঞ্চে দেখা গেল না! প্রশ্ন উঠছে, তবে কি দুর্নীতির দায়ে অভিযুক্ত পরেশকে ঝেড়ে ফেলতে চাইছে রাজ্যের শাসকদল তথা সরকার?
উল্লেখ্য, পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর অবৈধভাবে চাকরি পাওয়াকে কেন্দ্র করে সম্প্রতি রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠে ৷ পরে কলকাতা হাইকোর্ট অঙ্কিতাকে চাকরি থেকে বরাখাস্ত করে এবং পরেশ অধিকারীকে CBI তদন্তের স্বার্থে ডেকে পাঠানো হয়। এমন প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর চলাকালীন মঙ্গলবার, কোচবিহারের দিনহাটার বিধায়ক উদয়ন গুহকেও তৃণমূলনেত্রীর সঙ্গে একই সভামঞ্চে দেখা গিয়েছে ৷ বুধবারের অনুষ্ঠানে হাজির ছিলেন দলের আর এক নেতা রবীন্দ্রনাথ ঘোষ ৷ ব্রাত্য শুধুই পরেশ ! সূত্রের দাবি, তাঁকে নাকি এই অনুষ্ঠানগুলিতে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণই জানানো হয়নি !