ETV Bharat / state

হিমঘরের গ্যাস চেম্বারে বিস্ফোরণে আহত 9 শ্রমিক - হিমঘরে গ্যাস চেম্বারে বিস্ফোরণ

আলিপুরদুয়ারে আলুর হিমঘরের গ্যাস চেম্বারে বিস্ফোরণ ৷ আহত হলেন নয়জন শ্রমিক ৷ দুপুর দু'টোয় দুর্ঘটনাটি ঘটে ৷

দুর্ঘটনায় আহত শ্রমিক
author img

By

Published : Nov 14, 2019, 5:56 PM IST

আলিপুরদুয়ার, 14 নভেম্বর: আলুর হিমঘরের গ্যাস চেম্বারে বিস্ফোরণের জেরে আহত হলেন 9 জন শ্রমিক । আলিপুরদুয়ার-1 ব্লকের তপসিখাতার ঘটনা । আজ দুপুর দু'টো নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷

দুপুরের খাওয়ার পর হিমঘরের বারান্দায় বিশ্রাম নিচ্ছিলেন কয়েকজন শ্রমিক ৷ হঠাৎ বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে হিমঘর চত্বর । হিমঘরের রাসায়নিক চেম্বারে বিস্ফোরণ হয় ৷ বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে ৷ গ্যাসে অসুস্থ হয়ে পড়েন হিমঘরে উপস্থিত 9 শ্রমিক । তাদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তাদের মধ্যে দুই মহিলাকর্মীকে আলিপুরদুয়ার হাসপাতাল থেকে রেফার করা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে । ঘটনাস্থানে দমকলের দু'টি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ ঘটনাস্থানে যায় আলিপুরদুয়ার থানার পুলিশও । বিকেল চারটে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয় ।

আলিপুরদুয়ার রেডক্রস সোসাইটির সচিব স্বপন আচার্য ভাদুড়ি বলেন, " ঘটনার পরই আমরা হাসপাতালে পৌঁছাই । দু'জন মহিলা শ্রমিককে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ৷"

আলিপুরদুয়ার, 14 নভেম্বর: আলুর হিমঘরের গ্যাস চেম্বারে বিস্ফোরণের জেরে আহত হলেন 9 জন শ্রমিক । আলিপুরদুয়ার-1 ব্লকের তপসিখাতার ঘটনা । আজ দুপুর দু'টো নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷

দুপুরের খাওয়ার পর হিমঘরের বারান্দায় বিশ্রাম নিচ্ছিলেন কয়েকজন শ্রমিক ৷ হঠাৎ বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে হিমঘর চত্বর । হিমঘরের রাসায়নিক চেম্বারে বিস্ফোরণ হয় ৷ বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে ৷ গ্যাসে অসুস্থ হয়ে পড়েন হিমঘরে উপস্থিত 9 শ্রমিক । তাদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তাদের মধ্যে দুই মহিলাকর্মীকে আলিপুরদুয়ার হাসপাতাল থেকে রেফার করা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে । ঘটনাস্থানে দমকলের দু'টি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ ঘটনাস্থানে যায় আলিপুরদুয়ার থানার পুলিশও । বিকেল চারটে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয় ।

আলিপুরদুয়ার রেডক্রস সোসাইটির সচিব স্বপন আচার্য ভাদুড়ি বলেন, " ঘটনার পরই আমরা হাসপাতালে পৌঁছাই । দু'জন মহিলা শ্রমিককে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ৷"

Intro:আলিপুরদুয়ার:-আলুর হিম ঘরের রাসায়নিক গ্যাস চেম্বার বিস্ফোরণের জেরে জখম ৯ জন হিমঘরের শ্রমিক।


Body:ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের তপশিখাতায়।বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ শ্রমিকরা দ্বিপ্রহরের খাওয়া সেরে হিমঘরের বারান্দায় বসে বিশ্রাম করছিলেন ।হঠাৎই সশব্দে বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে গোটা হিমঘর চত্বর ।হিমঘরের রাসায়নিক চেম্বারের বিস্ফোরণের জেরে গোটা হিম ঘর চত্বর বিষাক্ত গ্যাসে ছেয়ে যায় ।সাথে সাথেই বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ে হিমঘরে উপস্থিত থাকা ৯ জন শ্রমিক ।যুদ্ধকালীন তৎপরতায় আহত ৯ শ্রমিক কে নিয়ে হয় আলিপুরদুয়ার হাসপাতালে ।এদের মধ্যে দুই মহিলা কর্মীকে আলিপুরদুয়ার হাসপাতাল থেকে রেফার করা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে । বিস্ফোরণের খবর শুনেই আলিপুরদুয়ার থেকে ছুটে যায় দমকলের দুটি ইঞ্জিন ,আলিপুরদুয়ার থানার পুলিশ । দমকলের ইঞ্জিন গিয়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে । বিকেল চারটা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয় ।


Conclusion:আলিপুরদুয়ার রেডক্রস সোসাইটির সচিব স্বপন আচার্য ভাদুরী জানান আমরা ঘটনার কথা শুনে সাথে সাথে হাসপাতালে পৌঁছে যাই ।ইতিমধ্যেই দুজন মহিলাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালেপাঠানো হয়েছে
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.