ETV Bharat / state

Buxa Dooars Community Health Unit : স্বাধীনতার পর প্রথম বক্সা পাহাড়ে সরকারি স্বাস্থ্য পরিষেবা - আলিপুরদুয়ারে 2600 ফুট উপরে স্বাস্থ্যকেন্দ্র

স্বাধীনতার পর থেকে পাহাড়বাসীর জন্য কোনও স্বাস্থ্যকেন্দ্র ছিল না ৷ কেউ অসুস্থ হলে, কোনও গর্ভবতী মায়ের জরুরি প্রয়োজনে 2 হাজার 600 ফুট উপর থেকে বিপজ্জনক দীর্ঘ রাস্তা পেরিয়ে নিয়ে যেতে হত আলিপুরদুয়ার হাসপাতালে ৷

Buxa Dooars Community Health Unit
বক্সা ডুয়ার্স কমিউনিটি হেলথ ইউনিট
author img

By

Published : Nov 28, 2021, 9:41 AM IST

Updated : Nov 28, 2021, 11:04 AM IST

কালচিনি, 28 নভেম্বর : স্বাধীনতার পর এই প্রথম দুর্গম পাহাড়বাসীর হাতের কাছে স্বাস্থ্য পরিষেবা ৷ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2 হাজার 600 ফুট উপরে আলিপুরদুয়ারে কালচিনি ব্লকের প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে শনিবার উদ্বোধন হল 'বক্সা ডুয়ার্স কমিউনিটি হেলথ ইউনিট' Buxa Dooars Community Health Unit । উদ্বোধন করেন আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা ৷ এছাড়া উপস্থিত ছিলেন কালচিনি বিডিও প্রশান্ত বর্মন, কালচিনি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুভাষকুমার কর্মকার ।

একদিকে বক্সার জঙ্গল (Buxa Forest), অন্যদিকে ভুটান (Bhutan) ৷ এর মাঝে আলিপুরদুয়ার কালচিনি ব্লকের বক্সা পাহাড় ৷ এখানে 13টি গ্রামের প্রায় 3 হাজার মানুষের বসবাস ৷ কিন্তু এতদিন পর্যন্ত তাঁদের জন্য কোনও স্বাস্থ্যকেন্দ্র ছিল না । কেউ অসুস্থ হলে বা প্রসব বেদনা উঠলে পাহাড়ের সরু আঁকা বাঁকা পথ বেয়ে সানতালবাড়িতে কাঁধে করে নিয়ে আসতেন গ্রামের মানুষ ৷ তারপর সেখান থেকে গাড়িতে 26 কিলোমিটার দূরে অবস্থিত আলিপুরদুয়ার জেলা হাসপাতালে (Alipurduar District Hospital) নিয়ে আসতে হত ।

আরও পড়ুন : Mamata Banerjee : উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

তাই বক্সা পাহাড়ে প্রথম এই স্বাস্থ্যকেন্দ্র উদ্বোধনে স্বভাবতই উচ্ছ্বসিত দুর্গম পাহাড়বাসী । এদিন আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা জানান, বক্সা ডুয়ার্স প্রত্যন্ত গ্রাম অঞ্চল ৷ দীর্ঘদিন ধরে এখানকার মানুষ একটি স্বাস্থ্যকেন্দ্রের দাবি জানিয়ে আসছিলেন ৷ তিনি বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পাহাড়ে বিভিন্ন জায়গায় নানাবিধ উন্নয়নমূলক কাজকর্ম হচ্ছে ৷ তাঁর অনুপ্রেরণাতেই স্থানীয় মানুষদের জন্য এই কমউনিটি হেলথ ইউনিটের উদ্বোধন করা হল ৷" জেলাশাসক আশ্বাস দিলেন আপাতত ছোট করে শুরু হলেও পরে একে আরও বড় করা হবে ৷ ইতিমধ্যে 15-16 লাখ টাকা অনুমোদন করা হয়েছে ৷

স্বাধীনতার পর প্রথম বক্সা-ডুয়ার্সের প্রত্যন্ত পাহাড়বাসীর জন্য স্বাস্থ্যকেন্দ্র

আপাতত এই স্বাস্থ্যকেন্দ্রে তিনটি শয‍্যা রয়েছে ৷ এমনকি এসি ঘরেরও ব্যবস্থা করা হয়েছে ৷ সপ্তাহে একদিন একজন চিকিৎসক এসে আউটডোর পরিষেবা দেবেন এখানে ৷ পাশাপাশি থাকবেন আশা, এএনএম স্বাস্থ্যকর্মীরা ৷ গর্ভবতী মায়েদের আর আশঙ্কাজনক অবস্থায় নিচে যেতে হবে না ৷ সঙ্গে বাচ্চাদের প্রয়োজনীয় টিকাকরণের বন্দোবস্ত নিশ্চিত করা হবে, জানালেন জেলাশাসক সুরেন্দ্রকুমার ৷

স্থানীয় বাসিন্দা ইন্দ্রশংকর থাপা জানালেন, এতে গ্রামবাসীদের খুবই সুবিধে হবে ৷ এখানে বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিনেশন দেওয়ার কাজও শুরু হয়েছে ৷ আর দীর্ঘপথ পেরিয়ে অন্য কোথাও যেতে হবে না ৷ আরেক এলাকাবাসী পাসাং ইয়াংমু ডুকপাও আনন্দ প্রকাশ করে বলেন, ‘‘এখন আর বিপজ্জনক রাস্তা পেরিয়ে যখন আশঙ্কাজনক রোগীদের নিয়ে ছুটোছুটি করতে হবে না ৷’’

আরও পড়ুন : Alipurduar Vaccine : আলিপুরদুয়ারে ভ্যাকসিন না পেয়ে পথ অবরোধ

কালচিনি, 28 নভেম্বর : স্বাধীনতার পর এই প্রথম দুর্গম পাহাড়বাসীর হাতের কাছে স্বাস্থ্য পরিষেবা ৷ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2 হাজার 600 ফুট উপরে আলিপুরদুয়ারে কালচিনি ব্লকের প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে শনিবার উদ্বোধন হল 'বক্সা ডুয়ার্স কমিউনিটি হেলথ ইউনিট' Buxa Dooars Community Health Unit । উদ্বোধন করেন আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা ৷ এছাড়া উপস্থিত ছিলেন কালচিনি বিডিও প্রশান্ত বর্মন, কালচিনি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুভাষকুমার কর্মকার ।

একদিকে বক্সার জঙ্গল (Buxa Forest), অন্যদিকে ভুটান (Bhutan) ৷ এর মাঝে আলিপুরদুয়ার কালচিনি ব্লকের বক্সা পাহাড় ৷ এখানে 13টি গ্রামের প্রায় 3 হাজার মানুষের বসবাস ৷ কিন্তু এতদিন পর্যন্ত তাঁদের জন্য কোনও স্বাস্থ্যকেন্দ্র ছিল না । কেউ অসুস্থ হলে বা প্রসব বেদনা উঠলে পাহাড়ের সরু আঁকা বাঁকা পথ বেয়ে সানতালবাড়িতে কাঁধে করে নিয়ে আসতেন গ্রামের মানুষ ৷ তারপর সেখান থেকে গাড়িতে 26 কিলোমিটার দূরে অবস্থিত আলিপুরদুয়ার জেলা হাসপাতালে (Alipurduar District Hospital) নিয়ে আসতে হত ।

আরও পড়ুন : Mamata Banerjee : উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

তাই বক্সা পাহাড়ে প্রথম এই স্বাস্থ্যকেন্দ্র উদ্বোধনে স্বভাবতই উচ্ছ্বসিত দুর্গম পাহাড়বাসী । এদিন আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা জানান, বক্সা ডুয়ার্স প্রত্যন্ত গ্রাম অঞ্চল ৷ দীর্ঘদিন ধরে এখানকার মানুষ একটি স্বাস্থ্যকেন্দ্রের দাবি জানিয়ে আসছিলেন ৷ তিনি বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পাহাড়ে বিভিন্ন জায়গায় নানাবিধ উন্নয়নমূলক কাজকর্ম হচ্ছে ৷ তাঁর অনুপ্রেরণাতেই স্থানীয় মানুষদের জন্য এই কমউনিটি হেলথ ইউনিটের উদ্বোধন করা হল ৷" জেলাশাসক আশ্বাস দিলেন আপাতত ছোট করে শুরু হলেও পরে একে আরও বড় করা হবে ৷ ইতিমধ্যে 15-16 লাখ টাকা অনুমোদন করা হয়েছে ৷

স্বাধীনতার পর প্রথম বক্সা-ডুয়ার্সের প্রত্যন্ত পাহাড়বাসীর জন্য স্বাস্থ্যকেন্দ্র

আপাতত এই স্বাস্থ্যকেন্দ্রে তিনটি শয‍্যা রয়েছে ৷ এমনকি এসি ঘরেরও ব্যবস্থা করা হয়েছে ৷ সপ্তাহে একদিন একজন চিকিৎসক এসে আউটডোর পরিষেবা দেবেন এখানে ৷ পাশাপাশি থাকবেন আশা, এএনএম স্বাস্থ্যকর্মীরা ৷ গর্ভবতী মায়েদের আর আশঙ্কাজনক অবস্থায় নিচে যেতে হবে না ৷ সঙ্গে বাচ্চাদের প্রয়োজনীয় টিকাকরণের বন্দোবস্ত নিশ্চিত করা হবে, জানালেন জেলাশাসক সুরেন্দ্রকুমার ৷

স্থানীয় বাসিন্দা ইন্দ্রশংকর থাপা জানালেন, এতে গ্রামবাসীদের খুবই সুবিধে হবে ৷ এখানে বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিনেশন দেওয়ার কাজও শুরু হয়েছে ৷ আর দীর্ঘপথ পেরিয়ে অন্য কোথাও যেতে হবে না ৷ আরেক এলাকাবাসী পাসাং ইয়াংমু ডুকপাও আনন্দ প্রকাশ করে বলেন, ‘‘এখন আর বিপজ্জনক রাস্তা পেরিয়ে যখন আশঙ্কাজনক রোগীদের নিয়ে ছুটোছুটি করতে হবে না ৷’’

আরও পড়ুন : Alipurduar Vaccine : আলিপুরদুয়ারে ভ্যাকসিন না পেয়ে পথ অবরোধ

Last Updated : Nov 28, 2021, 11:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.