ETV Bharat / state

চা বাগানের জলাশয় থেকে উদ্ধার বাইসনের দেহ - Bison's body recovered from Baksa

ব্যাঘ্র প্রকল্পের অদূরে একটি চা বাগানের ভিতরে জলাশয় থেকে পূর্ণবয়স্ক একটি স্ত্রী বাইসনের দেহ উদ্ধার করল বনদপ্তর ৷ আজ বিকেল প্রায় সাড়ে তিনটে নাগাদ দেহটি উদ্ধার হয় ৷

Bison
মৃত বাইসন
author img

By

Published : Apr 17, 2020, 12:47 AM IST

আলিপুরদুয়ার , 16 এপ্রিল : বক্সা টাইগার রিজ়ার্ভ সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হল বাইসনের দেহ ৷ ব্যাঘ্র প্রকল্পের অদূরেই একটি চা বাগানের ভিতরে জলাশয় থেকে পূর্ণবয়স্ক ওই স্ত্রী বাইসনের দেহ উদ্ধার করে বনদপ্তর । বাইসনটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

আজ বিকেল প্রায় সাড়ে তিনটে নাগাদ কালচিনি ব্লকের সেন্ট্রাল ডুয়ার্স চা বাগানের ভিতরে বাইসনটির দেহ প্রথম দেখতে পান এলাকার কয়েকজন ।তাঁরাই হ‍্যামিল্টনগঞ্জ রেঞ্জে খবর পাঠায় । পরে হ‍্যামিলণ্টনগঞ্জ রেঞ্জের বনকর্মী ও আধিকারিকরা এসে বাইসনের দেহটি উদ্ধার করে । দেহটি ময়নাতদন্তের জন‍্য রাজাভাতখাওয়া প্রাণী চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে ।

ঠিক কী কারণে বাইসনটির মৃত্যু হল তা নিয়ে এখনও নিশ্চিত নয় বনদপ্তর ৷ তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বিষাক্ত কিছুর কামড়েই বাইসনটির মৃত্যু হয়েছে ।

এদিকে, বক্সা অরণ্য সংলগ্ন এলাকায় পশু মৃত্যুর ঘটনা এই প্রথম নয় ৷ দিন কয়েক আগেও বক্সার আশপাশের এলাকা থেকে একটি চিতাবাঘের দেহ উদ্ধার হয়েছিল ৷ স্বাভাবিক মৃত্যু নাকি চোরা শিকারিদের আনাগোনা বেড়েছে এলাকায় তা নিয়ে প্রশ্ন উঠছে ৷ সেক্ষেত্রে , বনদপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

আলিপুরদুয়ার , 16 এপ্রিল : বক্সা টাইগার রিজ়ার্ভ সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হল বাইসনের দেহ ৷ ব্যাঘ্র প্রকল্পের অদূরেই একটি চা বাগানের ভিতরে জলাশয় থেকে পূর্ণবয়স্ক ওই স্ত্রী বাইসনের দেহ উদ্ধার করে বনদপ্তর । বাইসনটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

আজ বিকেল প্রায় সাড়ে তিনটে নাগাদ কালচিনি ব্লকের সেন্ট্রাল ডুয়ার্স চা বাগানের ভিতরে বাইসনটির দেহ প্রথম দেখতে পান এলাকার কয়েকজন ।তাঁরাই হ‍্যামিল্টনগঞ্জ রেঞ্জে খবর পাঠায় । পরে হ‍্যামিলণ্টনগঞ্জ রেঞ্জের বনকর্মী ও আধিকারিকরা এসে বাইসনের দেহটি উদ্ধার করে । দেহটি ময়নাতদন্তের জন‍্য রাজাভাতখাওয়া প্রাণী চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে ।

ঠিক কী কারণে বাইসনটির মৃত্যু হল তা নিয়ে এখনও নিশ্চিত নয় বনদপ্তর ৷ তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বিষাক্ত কিছুর কামড়েই বাইসনটির মৃত্যু হয়েছে ।

এদিকে, বক্সা অরণ্য সংলগ্ন এলাকায় পশু মৃত্যুর ঘটনা এই প্রথম নয় ৷ দিন কয়েক আগেও বক্সার আশপাশের এলাকা থেকে একটি চিতাবাঘের দেহ উদ্ধার হয়েছিল ৷ স্বাভাবিক মৃত্যু নাকি চোরা শিকারিদের আনাগোনা বেড়েছে এলাকায় তা নিয়ে প্রশ্ন উঠছে ৷ সেক্ষেত্রে , বনদপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.