বীরপাড়া, 19 জানুয়ারি : ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার করল বীরপাড়া থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার এক রাউন্ড গুলি ও আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করে তারা।
মাদারিহাট-বীরপাড়া ব্লকের ডক্টর কুটির সংলগ্ন এলাকা থেকে জয়গাঁ থানার সুনসুনি বাজারের বাসিন্দা রবিউল হুসেন নামে এক ব্যাক্তির কাছ থেকে গুলি সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় । তাকে গ্রেপ্তার করে পুলিশ । তারা জানিয়েছে, কী কারণে এই অস্ত্র আনা হয়েছিল গোটা বিষয়টি তদন্তের পর জানা যাবে৷
আরও পড়ুন : মহিলা শিক্ষকের অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেইল, প্রিন্সিপালকে চুনকালি মাখিয়ে গণধোলাই
তবে অভিযুক্তকে জেরা করে এর সঙ্গে অস্ত্রপাচার চক্রের কোনও যোগ আছে কি না, তা খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ ৷ কারণ সামনেই নির্বাচন ৷