ETV Bharat / state

Pulak Roy at Alipurduar : মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি দেখতে আলিপুরদুয়ারে মন্ত্রী পুলক রায় - Trinamool Congress

আগামী 7 জুন আলিপুরদুয়ার শহরে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ তার আগে শুক্রবার সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন পঞ্চায়েতমন্ত্রী পুলক রায় (Bengal Minister Pulak Roy Visits Preparations for Mamata Banerjee Rally) ৷

bengal-minister-pulak-roy-visits-preparations-for-mamata-banerjee-rally
Pulak Roy at Alipurduar : মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি দেখতে আলিপুরদুয়ারে মন্ত্রী পুলক রায়
author img

By

Published : Jun 3, 2022, 8:59 PM IST

জলপাইগুড়ি, 3 জুন : মুখ্যমন্ত্রীর সভার আগে প্রস্তুতি খতিয়ে দেখলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী পুলক রায় (Bengal Minister Pulak Roy Visits Preparations for Mamata Banerjee Rally) । আগামী 7 জুন আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডে সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ সেই সভার প্রস্তুতি খতিয়ে দেখতে আসেন পঞ্চায়েত মন্ত্রী ৷

এদিন আলিপুরদুয়ার সার্কিট হাউজে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়, রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ মন্ত্রী বুলুচিক বড়াইক তিন জেলাকে নিয়ে বৈঠক করেন । আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলার পঞ্চায়েত দফতর ও জন স্বাস্থ্য কারিগরি দফতরের কাজের অগ্রগতি নিয়েও মন্ত্রীরা বৈঠক করেন । বৈঠক কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান, আলিপুরদুয়ারের জেলশাসক সুরেন্দ্র কুমার মিনা, জলপাইগুড়ির অতিরিক্ত জেলাশাসক তেজস্বী রানা উপস্থিত ছিলেন ।

Bengal Minister Pulak Roy Visits Preparations for Mamata Banerjee Rally
বৈঠকে মন্ত্রী পুলক রায়

এদিন দুই মন্ত্রী প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করেন । সঙ্গে ছিলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া গোপ, আলিপুরদুয়ারের সভাপতি প্রকাশ চিক বড়াইক-সহ তৃণমূল (Trinamool Congress) নেতা মৃদুল গোস্বামী, সৌরভ চক্রবর্তী-সহ জেলার নেতৃবৃন্দ । এদিন জেলা পুলিশ প্রশাসনের সাথেও বৈঠক করেন মন্ত্রীরা ।

এদিন পঞ্চায়েত ও জন স্বাস্থ্য কারিগরী মন্ত্রী পুলক রায় বলেন, ‘‘তিন জেলার কাজের অগ্রগতি কেমন, তা খতিয়ে দেখা হল ৷ পাশাপাশি মুখ্যমন্ত্রীর জলস্বপ্নের প্রকল্পের কাজ কতদূর হয়েছে, তা আলোচনা হয়েছে । এছাড়া আগামী 7, 8 জুন দুইদিনের সফরে মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারে আসছেন, তার প্রস্তুতি নেওয়া হচ্ছে ।’’

আরও পড়ুন : Pulak Ray on Central Gov: শ্রমিকদের 7029 কোটি টাকা বকেয়া নিয়ে সরব মন্ত্রী

জলপাইগুড়ি, 3 জুন : মুখ্যমন্ত্রীর সভার আগে প্রস্তুতি খতিয়ে দেখলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী পুলক রায় (Bengal Minister Pulak Roy Visits Preparations for Mamata Banerjee Rally) । আগামী 7 জুন আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডে সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ সেই সভার প্রস্তুতি খতিয়ে দেখতে আসেন পঞ্চায়েত মন্ত্রী ৷

এদিন আলিপুরদুয়ার সার্কিট হাউজে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়, রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ মন্ত্রী বুলুচিক বড়াইক তিন জেলাকে নিয়ে বৈঠক করেন । আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলার পঞ্চায়েত দফতর ও জন স্বাস্থ্য কারিগরি দফতরের কাজের অগ্রগতি নিয়েও মন্ত্রীরা বৈঠক করেন । বৈঠক কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান, আলিপুরদুয়ারের জেলশাসক সুরেন্দ্র কুমার মিনা, জলপাইগুড়ির অতিরিক্ত জেলাশাসক তেজস্বী রানা উপস্থিত ছিলেন ।

Bengal Minister Pulak Roy Visits Preparations for Mamata Banerjee Rally
বৈঠকে মন্ত্রী পুলক রায়

এদিন দুই মন্ত্রী প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করেন । সঙ্গে ছিলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া গোপ, আলিপুরদুয়ারের সভাপতি প্রকাশ চিক বড়াইক-সহ তৃণমূল (Trinamool Congress) নেতা মৃদুল গোস্বামী, সৌরভ চক্রবর্তী-সহ জেলার নেতৃবৃন্দ । এদিন জেলা পুলিশ প্রশাসনের সাথেও বৈঠক করেন মন্ত্রীরা ।

এদিন পঞ্চায়েত ও জন স্বাস্থ্য কারিগরী মন্ত্রী পুলক রায় বলেন, ‘‘তিন জেলার কাজের অগ্রগতি কেমন, তা খতিয়ে দেখা হল ৷ পাশাপাশি মুখ্যমন্ত্রীর জলস্বপ্নের প্রকল্পের কাজ কতদূর হয়েছে, তা আলোচনা হয়েছে । এছাড়া আগামী 7, 8 জুন দুইদিনের সফরে মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারে আসছেন, তার প্রস্তুতি নেওয়া হচ্ছে ।’’

আরও পড়ুন : Pulak Ray on Central Gov: শ্রমিকদের 7029 কোটি টাকা বকেয়া নিয়ে সরব মন্ত্রী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.