ETV Bharat / state

শরণার্থী শিবিরগামী প্রতিনিধি দলকে বাংলা সীমান্তে আটকাল অসম পুলিশ - অসমের রিফিউজি ক্যাম্প

অসমের শরণার্থী শিবিরে ঢোকার আগেই বাংলা সীমান্তে আটকানো হল দিল্লির প্রতিনিধি দলের সদস্যদের বাস ৷ আজ বাংলা-অসম সীমান্তের শিমূলটাপু এসে পৌঁছাতেই আটকানো হয় বাসটি ৷

Alipurduar
ছবি
author img

By

Published : Feb 28, 2020, 6:25 PM IST

Updated : Feb 28, 2020, 7:02 PM IST

আলিপুরদুয়ার, 28 ফেব্রুয়ারি : NRC, CAA-র বিরোধিতা করে 'সংবিধান বাঁচাও, নাগরিকতা বাঁচাও' যাত্রা এসে পৌঁছাল আলিপুরদুয়ারে ৷ দিল্লির রাজঘাট থেকে অসমের ডিটেনশন সেন্টারের দিকে যাচ্ছে ওই প্রতিনিধি দল ৷ 23 ফেব্রুয়ারি যাত্রা শুরু হয়েছিল ৷ আজ অসম সীমান্তের শিমূলটাপু এসে পৌঁছাতেই ওই প্রতিনিধি দলকে আটকে দেয় অসম পুলিশ ।

দেশের সাত রাজ্যের 17 জন বিভিন্ন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মানুষকে নিয়ে একটি বাস আজ অসম সীমান্তে এসে পৌঁছাল ৷ তাঁদের গন্তব্য অসমের গোয়ালপাড়া শরণার্থী শিবিরে ৷ দিল্লীর রাজঘাট থেকে 23 ফেব্রুয়ারি রওনা হয়ে এই প্রতিনিধি দলটি বিহার, উত্তরপ্রদেশ হয়ে বাংলায় প্রবেশ করে । 17 জনের এই দলটিতে দিল্লি, পঞ্জাব, গুজরাত, তামিলনাড়ু ,হরিয়াণা,হিমাচলপ্রদেশের প্রতিনিধিরা হাজির আছেন ।

কী বলছেন কর্মসূচির প্রতিনিধিরা

পশ্চিমবঙ্গের রাস্তায় একাধিক স্থানে এই যাত্রার প্রতিনিধিদের গাড়ি পুলিশ আটকে দিলেও শেষ পর্যন্ত এই প্রতিনিধি দলকে পরে ছেড়ে দেওয়া হয় । তবে অসম-বাংলা সীমান্তে পৌঁছাতেই প্রতিনিধি দলের সদস্যদের অসমের দিকে ঢুকতে বাধা দেওয়া হয় । গাড়িটি বাংলার শেষ সীমান্ত পাকড়িগুড়ি পার করে অসমের শিমূলটাপু পৌঁছাতেই গাড়িটিকে আটকে দেয় অসম পুলিশ ।

প্রতিনিধি দলের অন্যতম সদস্য ফয়জ়ল খান জানান, "প্রধানমন্ত্রী মোদি বলছেন দেশে কোনও ডিটেনশন ক্যাম্প নেই । অথচ রিপোর্ট বলছে অসমের গোয়ালপাড়াতে রিফিউজি ক্যাম্পে মানুষদের কুকুর ছাগলের মতো রাখা হচ্ছে । আমার চাই প্রধানমন্ত্রী দেশের মানুষকে যে মিথ্যা কথা বলছে তা দেশবাসী জানুক । "

আলিপুরদুয়ার, 28 ফেব্রুয়ারি : NRC, CAA-র বিরোধিতা করে 'সংবিধান বাঁচাও, নাগরিকতা বাঁচাও' যাত্রা এসে পৌঁছাল আলিপুরদুয়ারে ৷ দিল্লির রাজঘাট থেকে অসমের ডিটেনশন সেন্টারের দিকে যাচ্ছে ওই প্রতিনিধি দল ৷ 23 ফেব্রুয়ারি যাত্রা শুরু হয়েছিল ৷ আজ অসম সীমান্তের শিমূলটাপু এসে পৌঁছাতেই ওই প্রতিনিধি দলকে আটকে দেয় অসম পুলিশ ।

দেশের সাত রাজ্যের 17 জন বিভিন্ন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মানুষকে নিয়ে একটি বাস আজ অসম সীমান্তে এসে পৌঁছাল ৷ তাঁদের গন্তব্য অসমের গোয়ালপাড়া শরণার্থী শিবিরে ৷ দিল্লীর রাজঘাট থেকে 23 ফেব্রুয়ারি রওনা হয়ে এই প্রতিনিধি দলটি বিহার, উত্তরপ্রদেশ হয়ে বাংলায় প্রবেশ করে । 17 জনের এই দলটিতে দিল্লি, পঞ্জাব, গুজরাত, তামিলনাড়ু ,হরিয়াণা,হিমাচলপ্রদেশের প্রতিনিধিরা হাজির আছেন ।

কী বলছেন কর্মসূচির প্রতিনিধিরা

পশ্চিমবঙ্গের রাস্তায় একাধিক স্থানে এই যাত্রার প্রতিনিধিদের গাড়ি পুলিশ আটকে দিলেও শেষ পর্যন্ত এই প্রতিনিধি দলকে পরে ছেড়ে দেওয়া হয় । তবে অসম-বাংলা সীমান্তে পৌঁছাতেই প্রতিনিধি দলের সদস্যদের অসমের দিকে ঢুকতে বাধা দেওয়া হয় । গাড়িটি বাংলার শেষ সীমান্ত পাকড়িগুড়ি পার করে অসমের শিমূলটাপু পৌঁছাতেই গাড়িটিকে আটকে দেয় অসম পুলিশ ।

প্রতিনিধি দলের অন্যতম সদস্য ফয়জ়ল খান জানান, "প্রধানমন্ত্রী মোদি বলছেন দেশে কোনও ডিটেনশন ক্যাম্প নেই । অথচ রিপোর্ট বলছে অসমের গোয়ালপাড়াতে রিফিউজি ক্যাম্পে মানুষদের কুকুর ছাগলের মতো রাখা হচ্ছে । আমার চাই প্রধানমন্ত্রী দেশের মানুষকে যে মিথ্যা কথা বলছে তা দেশবাসী জানুক । "

Last Updated : Feb 28, 2020, 7:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.