জলপাইগুড়ি, 15 নভেম্বর: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আলিপুরদুয়ার জুডিশিয়াল থার্ড কোর্ট। 2009 সালে আলিপুরদুয়ার শহরের দু'টি সোনার দোকানে চুরির অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে (arrest warrant against union minister of state Nisith Pramanik by Alipurduar Court) ।
আলিপুরদুয়ার আদালতের সরকারি আইনজীবী প্রশান্ত নারায়ণ মজুমদার বলেন, "নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বারাসত আদালতে কেস চলে গিয়েছিল। ফের কেসটা আলিপুরদুয়ারে আসে । 11/11/2022 তারিখে জামিনের আবেদন করেন অন্যান্য অভিযুক্তরা । কিন্তু নিশীথের হয়ে কেউ মুভ করেননি। 2009 সালের দুটো মামলা নিশীথের বিরুদ্ধে ছিল।"
আরও পড়ুন: ডায়মন্ড হারবারে অভিষেকের বৈঠকস্থলের অদূরে চলল গুলি
সরকারি আইনজীবী জানিয়েছেন, GR973/09 কেসে ভারতীয় দণ্ডবিধির 457,411,380 ধারায় ও GR1040/09 কেসে ভারতীয় দণ্ডবিধির 461397,411 ধারায় নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে কেস হয়েছিল । যেহেতু নিশীথ প্রামাণিক সাংসদ তাই বারাসতে নির্দিষ্ট আদালতে এই কেস চলে গিয়েছিল । কিন্তু হাইকোর্টের নির্দেশ কেসটি ফের আলিপুরদুয়ার আদালতে আসে (arrest warrant against Nisith Pramanik)।
জানা গিয়েছে, 2009 সালে আলিপুরদুয়ার শহরের দু'টি সোনার দোকানে চুরির অভিযোগে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে আলিপুরদুয়ার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছিল । তিনি 2019 সালে কোচবিহারের সাংসদ হওয়ার পর মামলাটি বারাসতের এমপি আদালতে স্থানান্তরিত হয় ।