ETV Bharat / state

প্রধানমন্ত্রী আবাস যোজনা পাইয়ে দিতে ঘুষ নেওয়ার অভিযোগ BJP নেত্রীর বিরুদ্ধে

অভিযুক্ত BJP-র উপপ্রধান যুথিকা দাসের বিরুদ্ধে BDO-র কাছে অভিযোগ দায়ের করেছে শেফালি দাস ।

author img

By

Published : May 27, 2020, 9:49 PM IST

ছবি
ছবি

আলিপুরদুয়ার, 27 মে : প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাইয়ে দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগ উঠল BJP-র মহিলা উপপ্রধানের বিরুদ্ধে । ইতিমধ্য়েই অভিযুক্ত উপপ্রধান যুথিকা দাসকে শোকজ় করেছে জেলা নেতৃত্ব । আলিপুরদুয়ারের কুমারগ্রামের ঘটনা ।

কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েতের কুমারগ্রামদুয়ার এলাকার বাসিন্দা শেফালি দাস । তিনি বিপিএল তালিকাভুক্ত। কয়েকদিন আগেই শেফালি দেবীর নামে গ্রাম পঞ্চায়েত থেকে প্রধানমন্ত্রী গ্রামীণ গৃহ আবাস প্রকল্পে ঘর তৈরির টাকা বরাদ্দ করা হয়। অভিযোগ, এরপর সেই টাকা পাইয়ে দেওয়ার জন্য তাঁর কাছ থেকে 20,000 টাকা ঘুষ চান পঞ্চায়েতের উপপ্রধান যুথিকা দাস। শেফালী দেবী বলেন, "ওই টাকা পাইয়ে দেওয়ার জন্য উপপ্রধান আমার কাছে 20 হাজার টাকা চেয়েছিল। আমি 15 হাজার টাকা দিয়েছি । বাকি পাঁচ হাজার টাকা দেওয়ার জন্য উপপ্রধান আমাকে প্রতিদিন চাপ দিচ্ছে । সেই টাকা এখনও পর্যন্ত দিতে না পারায় তিনি আমাকে বলেন, আমি আর ঘর পাব না। এরপরই গ্রামের সকলকে বিষয়টি জানাই। গ্রামবাসী আমাকে BDO-র কাছে নিয়ে যায় । তাঁর কাছে আমরা লিখিত অভিযোগ জানিয়েছি ।"

যদিও অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন যুথিকা দাস । তাঁর বক্তব্য, "যা বলার দলের জেলা নেতৃত্বকে বলব। আমার বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত করা হচ্ছে।" এদিকে এই ঘটনার জেরে দলীয়ভাবে তাঁকে শোকজ় করেছে BJP জেলা নেতৃত্ব। এবিষয়ে, জেলা BJP-র সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, "দু'দিনের মধ্যে উত্তর না দিলে ওই মহিলা উপপ্রধানকে তাঁর পদ থেকে অপসারন করা হবে । এমনকি দল থেকেও বহিষ্কার করা হতে পারে ।"

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সদস্য প্রেমানন্দ দাস বলেন, "গ্রাম পঞ্চায়েতের BJP-র নেতারা কাটমানি খাচ্ছেন। অভিযুক্তর উপযুক্ত শাস্তি চাই।"

ঘটনায় কুমারগ্রামের BDO-র কাছে ওই মহিলা উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে স্থানীয়রা । এবিষয়ে কুমারগ্রামের BDO মিহির কর্মকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে । কিন্তু কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আলিপুরদুয়ার, 27 মে : প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাইয়ে দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগ উঠল BJP-র মহিলা উপপ্রধানের বিরুদ্ধে । ইতিমধ্য়েই অভিযুক্ত উপপ্রধান যুথিকা দাসকে শোকজ় করেছে জেলা নেতৃত্ব । আলিপুরদুয়ারের কুমারগ্রামের ঘটনা ।

কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েতের কুমারগ্রামদুয়ার এলাকার বাসিন্দা শেফালি দাস । তিনি বিপিএল তালিকাভুক্ত। কয়েকদিন আগেই শেফালি দেবীর নামে গ্রাম পঞ্চায়েত থেকে প্রধানমন্ত্রী গ্রামীণ গৃহ আবাস প্রকল্পে ঘর তৈরির টাকা বরাদ্দ করা হয়। অভিযোগ, এরপর সেই টাকা পাইয়ে দেওয়ার জন্য তাঁর কাছ থেকে 20,000 টাকা ঘুষ চান পঞ্চায়েতের উপপ্রধান যুথিকা দাস। শেফালী দেবী বলেন, "ওই টাকা পাইয়ে দেওয়ার জন্য উপপ্রধান আমার কাছে 20 হাজার টাকা চেয়েছিল। আমি 15 হাজার টাকা দিয়েছি । বাকি পাঁচ হাজার টাকা দেওয়ার জন্য উপপ্রধান আমাকে প্রতিদিন চাপ দিচ্ছে । সেই টাকা এখনও পর্যন্ত দিতে না পারায় তিনি আমাকে বলেন, আমি আর ঘর পাব না। এরপরই গ্রামের সকলকে বিষয়টি জানাই। গ্রামবাসী আমাকে BDO-র কাছে নিয়ে যায় । তাঁর কাছে আমরা লিখিত অভিযোগ জানিয়েছি ।"

যদিও অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন যুথিকা দাস । তাঁর বক্তব্য, "যা বলার দলের জেলা নেতৃত্বকে বলব। আমার বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত করা হচ্ছে।" এদিকে এই ঘটনার জেরে দলীয়ভাবে তাঁকে শোকজ় করেছে BJP জেলা নেতৃত্ব। এবিষয়ে, জেলা BJP-র সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, "দু'দিনের মধ্যে উত্তর না দিলে ওই মহিলা উপপ্রধানকে তাঁর পদ থেকে অপসারন করা হবে । এমনকি দল থেকেও বহিষ্কার করা হতে পারে ।"

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সদস্য প্রেমানন্দ দাস বলেন, "গ্রাম পঞ্চায়েতের BJP-র নেতারা কাটমানি খাচ্ছেন। অভিযুক্তর উপযুক্ত শাস্তি চাই।"

ঘটনায় কুমারগ্রামের BDO-র কাছে ওই মহিলা উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে স্থানীয়রা । এবিষয়ে কুমারগ্রামের BDO মিহির কর্মকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে । কিন্তু কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.