ETV Bharat / state

আলিপুরদুয়ারে আইসোলেশন ওয়ার্ড তৈরির কাজ

author img

By

Published : Apr 8, 2020, 11:53 PM IST

মার্চ মাসের 26 তারিখ থেকেই আলিপুরদুয়ার জংশন লোকোশেডে ট্রেনের কামরাগুলিতে শুরু হয়েছে আইসোলেশন ওয়ার্ড তৈরির কাজ । আগামী কয়েকদিনের মধ্যে কাজ শেষ হবে বলে আলিপুরদুয়ার ডিভিশন সূত্রের খবর ৷

Alipurduar
আলিপুরদুয়ার

আলিপুরদুয়ার , 8 এপ্রিল : কোরোনা আক্রান্ত-মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে ৷ এই অবস্থায় কোরোনা আক্রান্তের চিকিৎসায় এগিয়ে এসেছে ভারতীয় রেল ৷ কেন্দ্রীয় রেল মন্ত্রকের নির্দেশে ট্রেনের কামরাগুলিকে আইসোলেশন ওয়ার্ডে পরিবর্তন করা হচ্ছে ৷ আলিপুরদুয়ার জংশন লোকোশেডে একের পর এক যাত্রীবাহী ট্রেনের কামরা বদলে যাচ্ছে কোরোনা আইসোলেশন ওয়ার্ডে ।

যুদ্ধকালীন তৎপরতায় ট্রেনের কামরাগুলিকে আইসোলেশন কোচে পরিবর্তন করার কাজ চলছে ৷ আলিপুরদুয়ার ডিভিশন সূত্রের খবর , মার্চ মাসের 26 তারিখ থেকেই আলিপুরদুয়ার জংশন লোকোশেডে ট্রেনের কামরাতে শুরু হয়েছে আইসোলেশন ওয়ার্ড তৈরির কাজ । প্যাসেঞ্জার ট্রেন থেকে শুরু করে দুরপাল্লা ট্রেনের স্লিপার ও বাতানুকূল কামরা সবগুলিতেই এই কাজ চলছে । আগামী কয়েক দিনের মধ্যে কাজ শেষ হবে ।

আলিপুরদুয়ার ডিভিশনে 20টি কামরাকে আইসোলেশন ওয়ার্ডে বদলে ফেলা হয়েছে । সমস্ত কামরার মাঝের বার্থ খুলে দেওয়া হয়েছে । ট্রেনের কামরার জানালাগুলিতে লাগানো হয়েছে মশা প্রতিরোধক বিশেষ জাল । প্রতি কামরার আইসোলেশনে থাকা রোগীদের জন্য থাকছে পৃথক অক্সিজেন সিলিন্ডার । ট্রেনের শৌচালয়গুলিকে নতুনভাবে তৈরির করা হচ্ছে । ট্রেনের কামরাগুলিতে আইসোলেশন ওয়ার্ড নির্মাণের জন্য বাইরে থেকে আনা হয়েছে একটি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারের দল । দিনরাত সেই দলের কর্মীরা কাজ করে চলছেন । ট্রেনের প্রতিটি কামরাকে দিনে একবার করে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে । ট্রেনের আইসোলেশনের দায়িত্বে থাকা ডাক্তার ও নার্সদের জন্য থাকছে পৃথক কামরা । ট্রেনের কামরাতেই (আইসোলেশন) থাকবে চিকিৎসার সমস্ত সুবিধা ।

আলিপুরদুয়ার , 8 এপ্রিল : কোরোনা আক্রান্ত-মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে ৷ এই অবস্থায় কোরোনা আক্রান্তের চিকিৎসায় এগিয়ে এসেছে ভারতীয় রেল ৷ কেন্দ্রীয় রেল মন্ত্রকের নির্দেশে ট্রেনের কামরাগুলিকে আইসোলেশন ওয়ার্ডে পরিবর্তন করা হচ্ছে ৷ আলিপুরদুয়ার জংশন লোকোশেডে একের পর এক যাত্রীবাহী ট্রেনের কামরা বদলে যাচ্ছে কোরোনা আইসোলেশন ওয়ার্ডে ।

যুদ্ধকালীন তৎপরতায় ট্রেনের কামরাগুলিকে আইসোলেশন কোচে পরিবর্তন করার কাজ চলছে ৷ আলিপুরদুয়ার ডিভিশন সূত্রের খবর , মার্চ মাসের 26 তারিখ থেকেই আলিপুরদুয়ার জংশন লোকোশেডে ট্রেনের কামরাতে শুরু হয়েছে আইসোলেশন ওয়ার্ড তৈরির কাজ । প্যাসেঞ্জার ট্রেন থেকে শুরু করে দুরপাল্লা ট্রেনের স্লিপার ও বাতানুকূল কামরা সবগুলিতেই এই কাজ চলছে । আগামী কয়েক দিনের মধ্যে কাজ শেষ হবে ।

আলিপুরদুয়ার ডিভিশনে 20টি কামরাকে আইসোলেশন ওয়ার্ডে বদলে ফেলা হয়েছে । সমস্ত কামরার মাঝের বার্থ খুলে দেওয়া হয়েছে । ট্রেনের কামরার জানালাগুলিতে লাগানো হয়েছে মশা প্রতিরোধক বিশেষ জাল । প্রতি কামরার আইসোলেশনে থাকা রোগীদের জন্য থাকছে পৃথক অক্সিজেন সিলিন্ডার । ট্রেনের শৌচালয়গুলিকে নতুনভাবে তৈরির করা হচ্ছে । ট্রেনের কামরাগুলিতে আইসোলেশন ওয়ার্ড নির্মাণের জন্য বাইরে থেকে আনা হয়েছে একটি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারের দল । দিনরাত সেই দলের কর্মীরা কাজ করে চলছেন । ট্রেনের প্রতিটি কামরাকে দিনে একবার করে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে । ট্রেনের আইসোলেশনের দায়িত্বে থাকা ডাক্তার ও নার্সদের জন্য থাকছে পৃথক কামরা । ট্রেনের কামরাতেই (আইসোলেশন) থাকবে চিকিৎসার সমস্ত সুবিধা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.