ETV Bharat / state

আলিপুরদুয়ারে ব্রাউন সুগার সহ গ্রেফতার পাচারকারী - ব্রাউন সুগার হয় গ্রেফতার প্রচারকারী

রবিবার সকালে জঁয়গাও-এর ঝর্ণা বস্তি এলাকায় অভিযান চালায় পুলিশ ৷ গ্রেফতার করা হয় বাপি ইসলাম নামের একজনকে পাচারকারীকে ৷ পুলিশ জানিয়েছে, প্রতিবেশী দেশ ভুটান এবং জঁয়গাও এলাকায় এই ব্রাউন সুগার পাচারের ছক কষেছিল বাপি ।

আলিপুরদুয়ারে উদ্ধার 80 গ্রাম ব্রাউন সুগার
আলিপুরদুয়ারে উদ্ধার 80 গ্রাম ব্রাউন সুগার
author img

By

Published : Jun 6, 2021, 7:09 PM IST

আলিপুরদুয়ার, 6 জুন : পাচারের আগেই আলিপুরদুয়ারে উদ্ধার 80 গ্রাম ব্রাউন সুগার ৷ ধৃত পাচারকারী ৷ গোপন সূত্রে খবর পেয়ে রবিবার অভিযান চালায় জঁয়গা থানার পুলিশ ৷ তখনই অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হয় এই ব্রাউন সুগার ৷ পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া এই ব্রাউন সুগারের বাজার মূল্য প্রায় 2 লাখ টাকা ৷

রবিবার সকালে জঁয়গাও-এর ঝর্ণা বস্তি এলাকায় অভিযান চালায় পুলিশ ৷ গ্রেফতার করা হয় বাপি ইসলাম নামের একজনকে পাচারকারীকে ৷ পুলিশ জানিয়েছে, প্রতিবেশী দেশ ভুটান এবং জঁয়গাও এলাকায় এই ব্রাউন সুগার পাচারের ছক কষেছিল বাপি ।

আলিপুরদুয়ারে উদ্ধার 80 গ্রাম ব্রাউন সুগার

আরও পড়ুন : WTC Final 2021 : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কি রাহানের অ্যাসিড টেস্ট ?

জঁয়গাও থানার ওসি অভিষেক ভট্টাচার্য বলেন, ‘‘ব্রাউন সুগার অসম থেকে এই রাজ্যে আনা হয়েছিল ৷ ভুটান এবং পার্শ্ববর্তী এলাকায় পাচারের উদ্দেশ্যে ছিল পাচারকারীর ।’’ তবে এই চক্রে আরও অনেকে যুক্ত আছে বলে পুলিশের অনুমান ৷ বাপি ইসলামকে পুলিশি রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে বাকি পাচারকারীদের খোঁজ করছে পুলিশ । ধৃতকে রবিবার জলপাইগুড়ি কোর্টে তোলা হয় ।

আলিপুরদুয়ার, 6 জুন : পাচারের আগেই আলিপুরদুয়ারে উদ্ধার 80 গ্রাম ব্রাউন সুগার ৷ ধৃত পাচারকারী ৷ গোপন সূত্রে খবর পেয়ে রবিবার অভিযান চালায় জঁয়গা থানার পুলিশ ৷ তখনই অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হয় এই ব্রাউন সুগার ৷ পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া এই ব্রাউন সুগারের বাজার মূল্য প্রায় 2 লাখ টাকা ৷

রবিবার সকালে জঁয়গাও-এর ঝর্ণা বস্তি এলাকায় অভিযান চালায় পুলিশ ৷ গ্রেফতার করা হয় বাপি ইসলাম নামের একজনকে পাচারকারীকে ৷ পুলিশ জানিয়েছে, প্রতিবেশী দেশ ভুটান এবং জঁয়গাও এলাকায় এই ব্রাউন সুগার পাচারের ছক কষেছিল বাপি ।

আলিপুরদুয়ারে উদ্ধার 80 গ্রাম ব্রাউন সুগার

আরও পড়ুন : WTC Final 2021 : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কি রাহানের অ্যাসিড টেস্ট ?

জঁয়গাও থানার ওসি অভিষেক ভট্টাচার্য বলেন, ‘‘ব্রাউন সুগার অসম থেকে এই রাজ্যে আনা হয়েছিল ৷ ভুটান এবং পার্শ্ববর্তী এলাকায় পাচারের উদ্দেশ্যে ছিল পাচারকারীর ।’’ তবে এই চক্রে আরও অনেকে যুক্ত আছে বলে পুলিশের অনুমান ৷ বাপি ইসলামকে পুলিশি রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে বাকি পাচারকারীদের খোঁজ করছে পুলিশ । ধৃতকে রবিবার জলপাইগুড়ি কোর্টে তোলা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.