ETV Bharat / state

জঙ্গল থেকে লোকালয়ে বেরিয়ে গর্ভবতী হাতির মৃত্যু

author img

By

Published : Apr 22, 2021, 12:21 PM IST

জঙ্গল থেকে বেরিয়ে মৃত্যু হল এক গর্ভবতী হাতির আলিপুরদুয়ারের পানবাড়ির ঘটনা ৷ গতকাল রাতে একটি হাতির দল জঙ্গল থেকে লোকালয়ে বেরিয়ে আসে ৷ স্থানীয়দের দাবি হাতিটি কাদার মধ্যে পড়ে যাওয়ার কারণেই মারা গিয়েছে ৷ বন দফতর হাতির মৃত্যুর তদন্ত শুরু করেছে ৷

a-pregnant-elephant-died-after-come-outs-from-jungle-in-alipurduar
জঙ্গল থেকে লোকালয়ে বেরিয়ে গর্ভবতী হাতির মৃত্যু

পানবাড়ি (আলিপুরদুয়ার), 22 এপ্রিল : আলিপুরদুয়ারের পানবাড়িতে উদ্ধার হল একটি হাতির দেহ । বৃহস্পতিবার সকাল ছ’টা নাগাদ হাতির দেহটি দেখতে পায় স্থানীয়রা । হাতি পা ফিচলে পড়ে গিয়েছিল বলে জানা গিয়েছে ৷ বুধবার রাতে বক্সা ব্যাঘ্র প্রকল্পের পানবাড়ির জঙ্গল থেকে এক দল হাতি বেরিয়ে পড়ে ৷ সেই হাতির দল পানবাড়ির জনবসতিতে হানা দেয় ৷ রাতেই স্থানীয় বাসিন্দারা বনদফতরকে খবর দেয় ৷ তবে, অভিযোগ উঠেছে বন দফতর থেকে হাতি তাড়াতে কোনও দল পাঠানো হয়নি ৷

জঙ্গল থেকে লোকালয়ে বেরিয়ে গর্ভবতী হাতির মৃত্যু

আরও পড়ুন : টাইম কলের জলে তৃষ্ণা মেটাল দাঁতাল

বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ হাতির দলটি লোকালয় থেকে ফের বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ফিরে যায় । তবে, সব হাতি চলে গেলেও একটি হাতি পা পিছলে পড়ে যায় এবং কিছুক্ষণের মধ‍্যে হাতিটির মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয়রা ৷ হাতিটিকে দেখে মনে হচ্ছে গর্ভবতী বলে মনে হয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের । সন্তান সম্ভবা থাকার কারণেই ঠিক মতো চলা ফেরা করতে পারছিল না সে । পড়ে যাওয়ার কারণেই ঘটনাস্থলে হাতিটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে বনকর্মীরা । তবে, হাতিটির মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে বন দফতর ৷

পানবাড়ি (আলিপুরদুয়ার), 22 এপ্রিল : আলিপুরদুয়ারের পানবাড়িতে উদ্ধার হল একটি হাতির দেহ । বৃহস্পতিবার সকাল ছ’টা নাগাদ হাতির দেহটি দেখতে পায় স্থানীয়রা । হাতি পা ফিচলে পড়ে গিয়েছিল বলে জানা গিয়েছে ৷ বুধবার রাতে বক্সা ব্যাঘ্র প্রকল্পের পানবাড়ির জঙ্গল থেকে এক দল হাতি বেরিয়ে পড়ে ৷ সেই হাতির দল পানবাড়ির জনবসতিতে হানা দেয় ৷ রাতেই স্থানীয় বাসিন্দারা বনদফতরকে খবর দেয় ৷ তবে, অভিযোগ উঠেছে বন দফতর থেকে হাতি তাড়াতে কোনও দল পাঠানো হয়নি ৷

জঙ্গল থেকে লোকালয়ে বেরিয়ে গর্ভবতী হাতির মৃত্যু

আরও পড়ুন : টাইম কলের জলে তৃষ্ণা মেটাল দাঁতাল

বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ হাতির দলটি লোকালয় থেকে ফের বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ফিরে যায় । তবে, সব হাতি চলে গেলেও একটি হাতি পা পিছলে পড়ে যায় এবং কিছুক্ষণের মধ‍্যে হাতিটির মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয়রা ৷ হাতিটিকে দেখে মনে হচ্ছে গর্ভবতী বলে মনে হয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের । সন্তান সম্ভবা থাকার কারণেই ঠিক মতো চলা ফেরা করতে পারছিল না সে । পড়ে যাওয়ার কারণেই ঘটনাস্থলে হাতিটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে বনকর্মীরা । তবে, হাতিটির মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে বন দফতর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.