মাদারিহাট, 16 জুন : কিশোরীকে গণধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল পুলিশ । আলিপুরদুয়ারের মাদারিহাটের খয়েরবাড়ির জঙ্গলের ঘটনা ।
গতকাল ওই কিশোরী বান্ধবীর বাড়ি যাচ্ছিল। অভিযোগ, টোটোয় যাওয়ার সময় মাঝপথে তাতে ওঠে আরও তিনজন । কিশোরী বলে, তারা সবাই ওই টোটোচালকেরই বন্ধু । কিশোরীর অভিযোগ, খয়েরবাড়ির জঙ্গলে তাকে ধর্ষণ করে চারজন । অভিযুক্তরা ধর্ষণের ভিডিয়ো করে রাখে বলেও অভিযোগ কিশোরীর ।
কিশোরীর চিৎকার শুনে ঘটনাস্থানে যান জঙ্গলে টহলরত বনকর্মীরা । দু'জন পালিয়ে গেলেও বাকিদের ধরে ফেলেন তাঁরা । চিৎকার চেঁচামেচি শুনে ঘটনাস্থানে যান স্থানীয় বাসিন্দারা । ধৃতদের গাছে বেঁধে মারধর করে স্থানীয়রা । পরে বনকর্মীদের মাধ্যমে পুলিশের হাতে অভিযুক্তদের তুলে দেওয়া হয় । বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ।
মাদারিহাট থানার OC অনির্বাণ মজুমদার বলেন, "ওই কিশোরীকে উদ্ধার করা হয়েছে । পাশাপাশি দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে । তাদের নাম রাজীব রায় ও জাকির হোসেন । দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে । তারা হল দীপ রায়, সহিদুল হোসেন ।"
শেষ পাওয়া খবর, ঘটনার তদন্তভার নিয়েছে CID ।