ETV Bharat / state

আলিপুরদুয়ারে কিশোরীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার 8 নাবালক - আলিপুরদুয়ারে গণধর্ষণ কাণ্ড

আলিপুরদুয়ারে গণধর্ষণ কাণ্ডে জড়িত অভিযুক্ত আট নাবালক গ্রেপ্তার । নাবালকদের জলপাইগুড়ি জুভেইনাল কোর্টে তোলা হয়েছে ।

Arrested 8 minor boy for gang rape
Arrested 8 minor boy for gang rape
author img

By

Published : Jul 12, 2020, 9:52 PM IST

আলিপুরদুয়ার, 12 জুলাই : বছর 14-র এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার 8 নাবালক । রবিবার হাসিমারা ফাঁড়ির পুলিশ অভিযুক্ত 8 নাবালককে গ্রেপ্তার করে । জলপাইগুড়ি জুভেইনাল কোর্টে নাবালকদের পাঠানো হয় ।

এপ্রিলের শেষে গণধর্ষণের ঘটনাটি ঘটে । জানা গেছে, লকডাউন চলাকালীন ওই কিশোরী ও তার বান্ধবী চা বাগানে ঘুরতে বেড়িয়েছিল । তখনই ওই এলাকার প্রভাবশালী পরিবারের 8 অভিযুক্ত নাবালক ওই কিশোরী ও তার বান্ধবীর উপর হামলা করে । যদিও ওই নাবালকদের খপ্পর থেকে বান্ধবীটি পালিয়ে যেতে পারলেও, কিশোরী বেরোতে পারেনি ।

তবে ওই ঘটনার পর প্রায় দেড়মাস হয়ে গেলেও লোকলজ্জার ভয় আর প্রভাবশালী অভিভাবকদের হুমকির জন্য পুলিশের কাছে মুখ খুলতে পারেনি কিশোরীর পরিবার । দিন কয়েক হল ওই কিশোরীর দেহে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করে তার পরিবার । তারপরই রবিবার হাসিমারা পুলিশ ফাঁড়িতে ওই অভিযুক্তদের বিরুদ্ধে তার মেয়েকে গণধর্ষণের বিষয়ে লিখিত অভিযোগ করেন ওই কিশোরীর মা ।

দায়ের করা অভিযোগের ভিত্তিতে সাথে সাথেই অভিযুক্ত 8 নাবালককে গ্রেপ্তার করে পুলিশ । আজ ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ । কিশোরীর মুখে গোটা ঘটনার বিস্তারিত শুনে স্তম্ভিত হয়েছেন জেলার পুলিশ কর্তারাও ।

জেলার পুলিশ সুপার অমিতাভ মাইতি জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে । আমরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছি । অভিযুক্ত নাবালকদের জলপাইগুড়ি জুভেইনাল আদালতে পাঠানো হয়েছে ।

আলিপুরদুয়ার, 12 জুলাই : বছর 14-র এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার 8 নাবালক । রবিবার হাসিমারা ফাঁড়ির পুলিশ অভিযুক্ত 8 নাবালককে গ্রেপ্তার করে । জলপাইগুড়ি জুভেইনাল কোর্টে নাবালকদের পাঠানো হয় ।

এপ্রিলের শেষে গণধর্ষণের ঘটনাটি ঘটে । জানা গেছে, লকডাউন চলাকালীন ওই কিশোরী ও তার বান্ধবী চা বাগানে ঘুরতে বেড়িয়েছিল । তখনই ওই এলাকার প্রভাবশালী পরিবারের 8 অভিযুক্ত নাবালক ওই কিশোরী ও তার বান্ধবীর উপর হামলা করে । যদিও ওই নাবালকদের খপ্পর থেকে বান্ধবীটি পালিয়ে যেতে পারলেও, কিশোরী বেরোতে পারেনি ।

তবে ওই ঘটনার পর প্রায় দেড়মাস হয়ে গেলেও লোকলজ্জার ভয় আর প্রভাবশালী অভিভাবকদের হুমকির জন্য পুলিশের কাছে মুখ খুলতে পারেনি কিশোরীর পরিবার । দিন কয়েক হল ওই কিশোরীর দেহে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করে তার পরিবার । তারপরই রবিবার হাসিমারা পুলিশ ফাঁড়িতে ওই অভিযুক্তদের বিরুদ্ধে তার মেয়েকে গণধর্ষণের বিষয়ে লিখিত অভিযোগ করেন ওই কিশোরীর মা ।

দায়ের করা অভিযোগের ভিত্তিতে সাথে সাথেই অভিযুক্ত 8 নাবালককে গ্রেপ্তার করে পুলিশ । আজ ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ । কিশোরীর মুখে গোটা ঘটনার বিস্তারিত শুনে স্তম্ভিত হয়েছেন জেলার পুলিশ কর্তারাও ।

জেলার পুলিশ সুপার অমিতাভ মাইতি জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে । আমরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছি । অভিযুক্ত নাবালকদের জলপাইগুড়ি জুভেইনাল আদালতে পাঠানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.