আলিপুরদুয়ার, 9 এপ্রিল: বিশ্ব স্বাস্থ্য সংস্থা-র গাইডলাইন্স মেনেই তৈরি হয়েছে হ্যান্ড স্যানিটাইজ়ার । তবে চার লাখ লিটার স্যানিটাইজ়ার এখনও পড়ে ফ্যাক্টরিতেই ।
রাজ্য সরকারের বেঁধে দেওয়া নিয়ম মেনেই 200ml-এর হ্যান্ড স্যানিটাইজ়ারের বোতল তৈরি করেছিল প্ল্যান্ট কর্তৃপক্ষ । যার বাজারমূল্য মাত্র একশো টাকা । এছাড়াও তৈরি করা হয়েছে পাঁচ লিটারের কন্টেনার । তবে সরকারি নির্দেশ এটাই যে, সংস্থাটি আলিপুরদুয়ার জেলার বাইরেও কোনও সংস্থাকে স্যানিটাইজ়ার সরবরাহ করতে পারবে না । কিন্তু হ্যান্ড স্যানিটাইজ়ার তৈরি নিয়ে আলিপুরদুয়ারের আবগারি দপ্তরের সঙ্গে জেলা স্বাস্থ্য বিভাগের মতভেদ তৈরি হওয়ায় তা সাধারণ মানুষের কাছে এখনও পৌঁছাতে পারেনি । আবগারি সুপারিন্টেন্ডেন্ট টি. ডব্লিউ ভুটিয়া বলেন, "এখন মদ তৈরিতে নিষেধাজ্ঞা জারি হয়েছে । তাই জেলার এক মাত্র দেশি মদ তৈরির প্ল্যান্টে স্যানিটাইজ়ার তৈরির বরাত দেওয়া হয়েছিল । তারমধ্যে সাকুল্যে আট হাজার হ্যান্ড স্যানিটাইজ়ার তৈরি করে জেলা স্বাস্থ্য বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে ।"
পড়ে থাকা ওই স্যানিটাইজ়ার কি সাধারণ মানুষ আদৌ পাবে ? জেলাবাসীর এই প্রশ্নের কোনও উত্তর দিতে পারেননি সংশ্লিষ্ট দুই দপ্তরের আধিকারিকরা । সরকারি মদের প্ল্যান্টে তৈরি হয়ে পড়ে থাকা ওই হ্যান্ড স্যানিটাইজ়ার কিনতে চেয়ে বেশ কিছু ওষুধের দোকান ও ব্যবসায়ীরা আবেদন করেছে । কিন্তু সরকারি নির্দেশিকা না থাকায় সুলভ মূল্যের স্যানিটাইজ়ার বাজারজাত করতে পারছে না কর্তৃপক্ষ ।
এথেলবাড়ির ওই সরকারি দেশি মদের প্ল্যান্টের কর্ণধার শুভদীপ রায় বলেছেন, "আমরা সরকারি নির্দেশ অক্ষরে অক্ষরে মানতে বাধ্য । সরকারের নির্দেশ মেনেই দেশি মদের পরিবর্তে সুলভ মূল্যের হ্যান্ড স্যানিটাইজ়ার তৈরি করেছি । এখন কীভাবে সেগুলো সাধারণ মানুষের হাতে পৌঁছাবে তা সরকার ঠিক করবে ।" এই বিষয়ে জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী বলেছেন, "আবগারি দপ্তরের নির্দেশে ওই প্ল্যান্ট কর্তৃপক্ষ কত স্যানিটাইজ়ার প্রস্তুত করেছে তা আমরা জানি না । ওই হ্যান্ড স্যানিটাইজ়ার কীভাবে বাজারে বিক্রি হবে তা আমরা ঠিক করে দেব না । আমাদের যতটুকু প্রয়োজন ছিল তা আমরা হাতে পেয়েছি ।"
আবগারি সুপারিন্টেন্ডেন্ট টি ডব্লিউ ভুটিয়া জানিয়েছেন, "উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনে কাজ করা হচ্ছে । আমাদের তৈরি স্যানিটাইজ়ার যাতে সাধারণ মানুষের হাতে পৌঁছায় সেই বিষয়ে চেষ্টা করা হচ্ছে ।"