ETV Bharat / state

2000 দলীয় কর্মী সমর্থকরা একসাথে সিনেমা হলে শহিদ দিবস লাইভ দেখলেন

কোরোনা পরিস্থিতিতে সরকারি স্বাস্থ্যবিধিকে তোয়াক্কা না করে দুই হাজার কর্মী সমর্থক একসঙ্গে সিনেমা হলে বসে শহিদ দিবস পালন করলেন । এমনই অভিযোগ তুলল আলিপুরদুয়ারের বিরোধী পক্ষ ।

2000 party workers together watched Shahid Diwas Live
2000 party workers together watched Shahid Diwas Live
author img

By

Published : Jul 22, 2020, 2:09 AM IST

আলিপুরদুয়ার, 21 জুলাই : কোরোনা সংক্রমণের সরকারিস্বাস্থ্যবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে গোটা সিনেমা হল বুক করে পালন করা হল তৃণমূলেরশহিদ দিবস । কালচিনি ব্লকের জয়গাঁওয়ের ঘটনা।

রাজ্যেরবিরোধী দলগুলোর অভিযোগ, রাজ্যসরকারের ক্ষমতায় থাকার জন্যই কোরোনা সচেতনতাকে উপেক্ষা করেই বাড়তি সুবিধা দেওয়াহয়েছে তৃণমূলকে । 2 হাজারতৃণমূলের কর্মীসমর্থক নেতারা সিনেমার পর্দায় লাইভ অনুষ্ঠান দেখল কলকাতার শহিদদিবসের ।

অন্যদিকেবেশিরভাগ তৃণমূলের কর্মী সমর্থকদের মুখে মাস্ক ছিল না বলে অভিযোগ তুলেছে বিরোধীরা। কালচিনি ব্লকের জয়গাঁও সংলগ্ন এলাকার বাসিন্দারা এদিনের অনুষ্ঠানে যোগ দেয় ।

আলিপুরদুয়ার জেলা তৃণমূলেরসভাপতি মৃদুল গোস্বামী বলেছেন, জেলায় খুব ভাল একটি অনুষ্ঠান হয়েছে জয়গাঁওতে । কোরোনার সমস্তনিয়মকানুন মেনে এই অনুষ্ঠান করা হয়েছে । স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া, সকলকে মাস্ক পরিয়ে হল ঘরে প্রবেশ করানহয়েছে । হলের দরজা খোলা ছিল। একসাথে একবারে সকলকে হল ঘরে প্রবেশ করানো হয়নি ।

আলিপুরদুয়ার জেলা BJP-র সভাপতি গঙ্গা প্রসাদ শর্মা জানান, “ওটা ওনাদের দলীয় অনুষ্ঠান । তবেকোরোনা পরিস্থিতিতে বিধিনিষেধ মানা উচিৎ ছিল । এত লোক একটি হল ঘরে। তাও আবারঅনেকের মুখে মাস্ক ছিল না বলে খবর আছে। সাধারণ মানুষের কথা চিন্তা করে কোরোনারবিধিনিষেধ মানলে ভালো হত ।

আলিপুরদুয়ার, 21 জুলাই : কোরোনা সংক্রমণের সরকারিস্বাস্থ্যবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে গোটা সিনেমা হল বুক করে পালন করা হল তৃণমূলেরশহিদ দিবস । কালচিনি ব্লকের জয়গাঁওয়ের ঘটনা।

রাজ্যেরবিরোধী দলগুলোর অভিযোগ, রাজ্যসরকারের ক্ষমতায় থাকার জন্যই কোরোনা সচেতনতাকে উপেক্ষা করেই বাড়তি সুবিধা দেওয়াহয়েছে তৃণমূলকে । 2 হাজারতৃণমূলের কর্মীসমর্থক নেতারা সিনেমার পর্দায় লাইভ অনুষ্ঠান দেখল কলকাতার শহিদদিবসের ।

অন্যদিকেবেশিরভাগ তৃণমূলের কর্মী সমর্থকদের মুখে মাস্ক ছিল না বলে অভিযোগ তুলেছে বিরোধীরা। কালচিনি ব্লকের জয়গাঁও সংলগ্ন এলাকার বাসিন্দারা এদিনের অনুষ্ঠানে যোগ দেয় ।

আলিপুরদুয়ার জেলা তৃণমূলেরসভাপতি মৃদুল গোস্বামী বলেছেন, জেলায় খুব ভাল একটি অনুষ্ঠান হয়েছে জয়গাঁওতে । কোরোনার সমস্তনিয়মকানুন মেনে এই অনুষ্ঠান করা হয়েছে । স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া, সকলকে মাস্ক পরিয়ে হল ঘরে প্রবেশ করানহয়েছে । হলের দরজা খোলা ছিল। একসাথে একবারে সকলকে হল ঘরে প্রবেশ করানো হয়নি ।

আলিপুরদুয়ার জেলা BJP-র সভাপতি গঙ্গা প্রসাদ শর্মা জানান, “ওটা ওনাদের দলীয় অনুষ্ঠান । তবেকোরোনা পরিস্থিতিতে বিধিনিষেধ মানা উচিৎ ছিল । এত লোক একটি হল ঘরে। তাও আবারঅনেকের মুখে মাস্ক ছিল না বলে খবর আছে। সাধারণ মানুষের কথা চিন্তা করে কোরোনারবিধিনিষেধ মানলে ভালো হত ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.