ETV Bharat / sports

Tokyo Olympics: টোকিয়ো অলিম্পিকস থেকে ছিটকে গেলেন মেরি কম

ফ্লাইওয়েট ক্যাটাগরিতে বৃহস্পতিবার বাউন্ডিতে রিও অলিম্পিকসের ব্রোঞ্জ পদকপ্রাপ্ত ইংগ্রিট ভ্যালেন্সিয়ার কাছে হেরে টোকিয়ো অলিম্পিকস থেকে ছিটকে গেলেন ভারতীয় বক্সার মেরি কম

Tokyo Olympics
টোকিয়ো অলিম্পিক থেকে ছিটকে গেলেন মেরি কম
author img

By

Published : Jul 29, 2021, 4:17 PM IST

Updated : Jul 29, 2021, 7:36 PM IST

টোকিয়ো, 29 জুলাই: ফ্লাইওয়েট ক্যাটাগরিতে বৃহস্পতিবার বাউন্ডিতে রিও অলিম্পিকসের ব্রোঞ্জ পদকপ্রাপ্ত কলোম্বিয়ার ইংগ্রিট ভ্যালেন্সিয়ার কাছে হেরে টোকিয়ো অলিম্পিকস থেকে ছিটকে গেলেন ভারতীয় বক্সার মেরি কম । ছ'বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কম প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেন ৷ ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে লড়াই করেও অবশেষে পরাজিত হন মেরি কম ৷

চ্যাম্পিয়ন্সের মতো টোকিয়ো অলিম্পিকসে শুরু করলেও প্রি-কোয়ার্টার ফাইনালে পরাজিত হন মেরি কম ৷ ভ্যালেন্সিয়া জেতেন 3-2 ব্যবধানে ৷ ওমেনস ফ্লাইওয়েটের 51 কেজি বিভাগে দুরন্ত জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছোলেন ভ্যালেন্সিয়া ৷ প্রথম তিনটি রাউন্ডের দুটিতে জয়ী হন মেরি কম ৷ হারের পর তিনি বলেন, "আমি ঠিক বুঝলাম না কী হল ৷ আমরা উভয়েই খুব কঠিন লড়াই দিয়েছি ৷ তবে এভাবে পরাজিত হওয়াটা মেনে নিতে পারছি না ৷ "

আরও পড়ুন: প্রতিপক্ষকে উড়িয়ে চ্যাম্পিয়নের মতোই টোকিয়োয় যাত্রা শুরু মেরি কমের

2012 সালের অলিম্পিকস পদক জয়ী মেরি কম প্রথমে আক্রমণ করলেও, দ্বিতীয় রাউন্ডে ভ্যালেন্সিয়া জিতে যান ৷ তৃতীয় রাউন্ডে মেরি কম ছন্দে ফিরলেও জয় অধরাই থেকে যায় ৷

টোকিয়ো, 29 জুলাই: ফ্লাইওয়েট ক্যাটাগরিতে বৃহস্পতিবার বাউন্ডিতে রিও অলিম্পিকসের ব্রোঞ্জ পদকপ্রাপ্ত কলোম্বিয়ার ইংগ্রিট ভ্যালেন্সিয়ার কাছে হেরে টোকিয়ো অলিম্পিকস থেকে ছিটকে গেলেন ভারতীয় বক্সার মেরি কম । ছ'বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কম প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেন ৷ ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে লড়াই করেও অবশেষে পরাজিত হন মেরি কম ৷

চ্যাম্পিয়ন্সের মতো টোকিয়ো অলিম্পিকসে শুরু করলেও প্রি-কোয়ার্টার ফাইনালে পরাজিত হন মেরি কম ৷ ভ্যালেন্সিয়া জেতেন 3-2 ব্যবধানে ৷ ওমেনস ফ্লাইওয়েটের 51 কেজি বিভাগে দুরন্ত জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছোলেন ভ্যালেন্সিয়া ৷ প্রথম তিনটি রাউন্ডের দুটিতে জয়ী হন মেরি কম ৷ হারের পর তিনি বলেন, "আমি ঠিক বুঝলাম না কী হল ৷ আমরা উভয়েই খুব কঠিন লড়াই দিয়েছি ৷ তবে এভাবে পরাজিত হওয়াটা মেনে নিতে পারছি না ৷ "

আরও পড়ুন: প্রতিপক্ষকে উড়িয়ে চ্যাম্পিয়নের মতোই টোকিয়োয় যাত্রা শুরু মেরি কমের

2012 সালের অলিম্পিকস পদক জয়ী মেরি কম প্রথমে আক্রমণ করলেও, দ্বিতীয় রাউন্ডে ভ্যালেন্সিয়া জিতে যান ৷ তৃতীয় রাউন্ডে মেরি কম ছন্দে ফিরলেও জয় অধরাই থেকে যায় ৷

Last Updated : Jul 29, 2021, 7:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.