টোকিয়ো, 29 জুলাই: ফ্লাইওয়েট ক্যাটাগরিতে বৃহস্পতিবার বাউন্ডিতে রিও অলিম্পিকসের ব্রোঞ্জ পদকপ্রাপ্ত কলোম্বিয়ার ইংগ্রিট ভ্যালেন্সিয়ার কাছে হেরে টোকিয়ো অলিম্পিকস থেকে ছিটকে গেলেন ভারতীয় বক্সার মেরি কম । ছ'বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কম প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেন ৷ ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে লড়াই করেও অবশেষে পরাজিত হন মেরি কম ৷
চ্যাম্পিয়ন্সের মতো টোকিয়ো অলিম্পিকসে শুরু করলেও প্রি-কোয়ার্টার ফাইনালে পরাজিত হন মেরি কম ৷ ভ্যালেন্সিয়া জেতেন 3-2 ব্যবধানে ৷ ওমেনস ফ্লাইওয়েটের 51 কেজি বিভাগে দুরন্ত জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছোলেন ভ্যালেন্সিয়া ৷ প্রথম তিনটি রাউন্ডের দুটিতে জয়ী হন মেরি কম ৷ হারের পর তিনি বলেন, "আমি ঠিক বুঝলাম না কী হল ৷ আমরা উভয়েই খুব কঠিন লড়াই দিয়েছি ৷ তবে এভাবে পরাজিত হওয়াটা মেনে নিতে পারছি না ৷ "
আরও পড়ুন: প্রতিপক্ষকে উড়িয়ে চ্যাম্পিয়নের মতোই টোকিয়োয় যাত্রা শুরু মেরি কমের
2012 সালের অলিম্পিকস পদক জয়ী মেরি কম প্রথমে আক্রমণ করলেও, দ্বিতীয় রাউন্ডে ভ্যালেন্সিয়া জিতে যান ৷ তৃতীয় রাউন্ডে মেরি কম ছন্দে ফিরলেও জয় অধরাই থেকে যায় ৷