টোকিয়ো, 10 অগস্ট : অলিম্পিকসে সোনার পদক তো এমনিই আসেনি ৷ তার জন্য অনেক কিছু বিসর্জন দিতে হয়েছে জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়াকে ৷ এমনকী সাধের লম্বা চুলও কেটে ফেলেছেন অলিম্পিকসের জন্য ৷ গতকাল দিল্লিতে সংবর্ধনা সভায় লম্বা চুল কেটে ফেলার রহস্য ফাঁস করেছেন নীরজ ৷ বলেছেন, স্টাইল তো পরেও করা যাবে ৷ চুলের থেকে অলিম্পিকসের প্রাধান্য অনেক বেশি ৷ তাই চুল কেটে ফেলেছেন ৷
টোকিয়ো অলিম্পিকসে নীরজের কাঁধ ছাপানো ট্রেডমার্ক লম্বা চুল দেখা যায়নি ৷ যোগ্যতা অর্জন পর্বের দিন নীরজকে দেখে অনেকেই অবাক হয়েছিলেন ৷ লম্বা চুলের নীরজ উধাও ৷ তার পরিবর্তে ঘাড়ের পাশে ছোট ছোট কর কাটা চুল ৷ অলিম্পিকসের আগে নিজের চুলের স্টাইল কেন বদলে ফেললেন ? নীরজ বলেছেন, "গত বেশ কয়েকটা টুর্নামেন্টে দেখলাম চুল নিয়ে সমস্যা হচ্ছে ৷ চুলগুলো মুখ চোখের উপর পড়ত ৷ ভীষণ ঘাম হত ৷ টুপি পরে, ফেট্টি বেঁধেও কাজ হয়নি ৷ তাই টোকিয়ো আসার আগে চুল কেটে ফেলি ৷ ভাবলাম স্টাইল তো পরেও করা যাবে ৷ এখন অলিম্পিকসের প্রাধান্য বেশি ৷"
আরও পড়ুন : Felicitation of Tokyo Olympics Medalist : প্রতিপক্ষকে ভয় পেলে চলবে না, সংবর্ধনায় বললেন নীরজ
অলিম্পিকস প্রতি চারবছর অন্তর আসে ৷ তাই এখন চুল কেটে ফেললেও বড় হতে অসুবিধে হবে না ৷ এটা ভেবেই সাধের চুল কেটে ফেলেছিলেন নীরজ ৷ তার ফল অবশ্য তিনি পেয়েছেন ৷ অলিম্পিকসে ট্র্যাকে অ্যান্ড ফিল্ডে প্রথমবার সোনার পদক জিতে ইতিহাস গড়েছেন ৷