ETV Bharat / sports

Tokyo Olympics : কুস্তিতে আরও একটি পদক ? কোয়ার্টার ফাইনালে ভিনেশ ফোগট

author img

By

Published : Aug 5, 2021, 8:08 AM IST

Updated : Aug 5, 2021, 8:48 AM IST

এবার মেয়েদের কুস্তিতে পদকের আশা দেখাচ্ছেন ভিনেশ ফোগট ৷

wrestler Vinesh Phogat
wrestler Vinesh Phogat

টোকিয়ো, 5 অগস্ট : ঠিক যেমনটা আশা করা হয়েছিল শুরুটা সেভাবেই করলেন কুস্তিগীর ভিনেশ ফোগট ৷ টোকিয়ো অলিম্পিকসের মঞ্চে নেমেই জয় পেলেন ৷ বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়া ম্যাটসসনকে হারিয়ে 53 কেজি ফ্রিস্টাইল কুস্তির কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলেন ৷ 7-1 ব্যবধানে সোফিয়াকে হারিয়ে দেন ভিনেশ ৷ প্রথম রাউন্ড জিতেই কোয়ার্টার ফাইনালে পা রাখেন ৷ আর কিছুক্ষণ পরই সেমিফাইনালে ওঠার জন্য লড়বেন ভিনেশ ৷ প্রতিপক্ষ বেলারুসের ভানেসা কালাদজিনস্কায়া ৷

রিও অলিম্পিকসের ব্যর্থতা ভুলে টোকিয়োতে অলিম্পিকস পদক জয়ের স্বপ্ন নিয়ে নেমেছেন ভিনেশ ৷ গত পাঁচবছর ধরে নিজেকে তৈরি করেছেন ৷ 2018 এশিয়ান গেমসেই তার ঝলক পাওয়া গিয়েছিল ৷ এশিয়াডে সোনাজয়ী ভিনেশ অলিম্পিকসেও পদক জয়ের অন্যতম দাবিদার ৷ ইতিমধ্যেই রুপোর পদক নিশ্চিত করেছেন কুস্তিগীর রবি দাহিয়া ৷ আজ সোনা জয়ের লক্ষ্যে নামবেন তিনি ৷ ভিনেশ সেমিফাইনালে উঠলে কুস্তিতে আরও একটি পদক নিশ্চিত হবে ভারতের ৷

ভিনেশ এগোলেও পদকের লড়াই থেকে ছিটকে গিয়েছেন অংশু মালিক ৷

টোকিয়ো, 5 অগস্ট : ঠিক যেমনটা আশা করা হয়েছিল শুরুটা সেভাবেই করলেন কুস্তিগীর ভিনেশ ফোগট ৷ টোকিয়ো অলিম্পিকসের মঞ্চে নেমেই জয় পেলেন ৷ বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়া ম্যাটসসনকে হারিয়ে 53 কেজি ফ্রিস্টাইল কুস্তির কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলেন ৷ 7-1 ব্যবধানে সোফিয়াকে হারিয়ে দেন ভিনেশ ৷ প্রথম রাউন্ড জিতেই কোয়ার্টার ফাইনালে পা রাখেন ৷ আর কিছুক্ষণ পরই সেমিফাইনালে ওঠার জন্য লড়বেন ভিনেশ ৷ প্রতিপক্ষ বেলারুসের ভানেসা কালাদজিনস্কায়া ৷

রিও অলিম্পিকসের ব্যর্থতা ভুলে টোকিয়োতে অলিম্পিকস পদক জয়ের স্বপ্ন নিয়ে নেমেছেন ভিনেশ ৷ গত পাঁচবছর ধরে নিজেকে তৈরি করেছেন ৷ 2018 এশিয়ান গেমসেই তার ঝলক পাওয়া গিয়েছিল ৷ এশিয়াডে সোনাজয়ী ভিনেশ অলিম্পিকসেও পদক জয়ের অন্যতম দাবিদার ৷ ইতিমধ্যেই রুপোর পদক নিশ্চিত করেছেন কুস্তিগীর রবি দাহিয়া ৷ আজ সোনা জয়ের লক্ষ্যে নামবেন তিনি ৷ ভিনেশ সেমিফাইনালে উঠলে কুস্তিতে আরও একটি পদক নিশ্চিত হবে ভারতের ৷

ভিনেশ এগোলেও পদকের লড়াই থেকে ছিটকে গিয়েছেন অংশু মালিক ৷

Last Updated : Aug 5, 2021, 8:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.