নয়াদিল্লি, 3 অগস্ট : একটি ধাপ পার করলেই 49 বছর পর অলিম্পিকস ফাইনালে পা রাখা সম্ভব হত ৷ প্রতিপক্ষ দুরন্ত বেলজিয়াম তাতে বাধা হয়ে দাঁড়ায় ৷ অলিম্পিকস ফাইনাল খেলার স্বপ্ন ধুলিস্যাৎ হয়ে গিয়েছে ৷ সোনার জেতার আশা শেষ ৷ হতাশায় ভেঙে পড়েছে ভারতীয় হকি দল ৷ টিভির পর্দায় সেই দৃশ্য দেখে ছেলেদের মনোবল বাড়ানোর চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেমিফাইনালে হারলেও মনপ্রীতদের নিয়ে দেশবাসী কতটা গর্বিত তা মনে করিয়ে দিলেন ৷
অলিম্পিকসে ভারত বনাম বেলজিয়াম পুরুষ হকি দলের লড়াই উপভোগ করতে টিভির সামনে বসে পড়েছিলেন প্রধানমন্ত্রী ৷ ভারত যখন 2-1 গোলে এগিয়ে তখন টুইট করেন তিনি ৷ লেখেন, "ভারত বনাম বেলজিয়াম হকির সেমিফাইনালের খেলা দেখছি ৷ ভারতের খেলা এবং স্কিল দেখে গর্ব অনুভব হচ্ছে ৷" কিন্তু খেলার মোড় ঘুরে যায় কিছুক্ষণের মধ্যেই ৷ 2-1 গোলের ব্যবধানে এগিয়ে থাকা ভারত ম্যাচ হেরে যায় 2-5 গোলে ৷ ম্যাচ চলাকালীন যেমন উৎসাহ বাড়িয়েছিলেন, ম্যাচের পর মনপ্রীতদের মনোবল বাড়ানোর চেষ্টা করলেন প্রধানমন্ত্রী ৷
-
Wins and losses are a part of life. Our Men’s Hockey Team at #Tokyo2020 gave their best and that is what counts. Wishing the Team the very best for the next match and their future endeavours. India is proud of our players.
— Narendra Modi (@narendramodi) August 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Wins and losses are a part of life. Our Men’s Hockey Team at #Tokyo2020 gave their best and that is what counts. Wishing the Team the very best for the next match and their future endeavours. India is proud of our players.
— Narendra Modi (@narendramodi) August 3, 2021Wins and losses are a part of life. Our Men’s Hockey Team at #Tokyo2020 gave their best and that is what counts. Wishing the Team the very best for the next match and their future endeavours. India is proud of our players.
— Narendra Modi (@narendramodi) August 3, 2021
টুইটারে তিনি লেখেন, "জেতা হারা আমাদের জীবনের অঙ্গ ৷ আমাদের পুরুষ হকি টিম তাদের সেরাটা দিয়েছে ৷ পরের ম্যাচ এবং ভবিষ্যতের জন্য শুভকামনা রইল ৷ দেশ আমাদের খেলোয়াড়দের জন্য গর্বিত ৷" পরে ভারতীয় হকি দলের অধিনায়ক মনপ্রীত সিংয়ের সঙ্গে ফোনে কথা বলেন মোদি ৷
আরও পড়ুন : Tokyo Olympics : সোনার স্বপ্ন শেষ, দারুণ লড়েও বিশ্ব চ্যাম্পিয়ন বেলজিয়ামের বিরুদ্ধে হার মনপ্রীতদের
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 1-7 ব্যবধানে হারের পর মনপ্রীত সিংরা সেমিফাইনালে পা রাখবে তা আশা করা যায়নি ৷ তাই সেমিতে ওঠার পর মনপ্রীত সিং অ্যান্ড কম্পানিকে ঘিরে দেশবাসীর প্রত্যাশা বেড়ে গিয়েছিল ৷ তবে দুর্দান্ত লড়াই করেও সেমিফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন বেলজিয়ামের বিরুদ্ধে 2-5 গোলে হারের মুখ দেখল ভারত ৷ ছেলেদের হকিতে সোনা-রুপো জয়ের স্বপ্নের শেষ এখানেই ৷ তবে ব্রোঞ্জ পদক জয়ের সুযোগ এখনও রয়েছে ভারতের সামনে ৷