ETV Bharat / sports

Tokyo Olympics : 10 মিটার এয়ার পিস্তলের প্রথম ধাপে শীর্ষে মনু-সৌরভ জুটি - shooting

পরের রাউন্ডে 19 বছরের এই দুই শুটার কোয়ালিফাই করতে পারলেই ভারতের ঘরে পদক আসবে ৷

Olympics
Olympics
author img

By

Published : Jul 27, 2021, 6:28 AM IST

Updated : Jul 27, 2021, 7:08 AM IST

টোকিয়ো, 27 জুলাই : শুটিংয়ে ভারতীয় জুটির অসাধারণ পারফরম্যান্স ৷ শীর্ষস্থানে থেকে 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড বিভাগের যোগ্যতা অর্জন পর্বের স্টেজ 2-তে পৌঁছালেন মনু ভাকের এবং সৌরভ চৌধুরী ৷ দুজনের মিলিত স্কোর 582 ৷ পরের রাউন্ডে 19 বছরের এই দুই শুটার কোয়ালিফাই করতে পারলেই ভারতের ঘরে পদক আসবে ৷ ইতিমধ্যেই পরের স্টেজ 2 -এর খেলা শুরু হয়ে গিয়েছে ৷ পদকের আশায় এই দুই টিনএজার শুটারের দিকে তাকিয়ে তামাম দেশবাসী ৷

কোয়ালিফিকেশন রাউন্ডে তিনটি সিরিজ় মিলিয়ে মনুর সংগ্রহ ছিল 286 পয়েন্ট ৷ সৌরভের সংগ্রহ 296 ৷ দুজনের সম্মিলিত স্কোর দাঁড়ায় 582 ৷ শীর্ষ স্থানে থেকে স্টেজ 2-এর যোগ্যতা অর্জন করে মনু-সৌরভ জুটি ৷ মনুরা পরের রাউন্ডে পা রাখলেও মিক্সড টিম ইভেন্ট থেকে ছিটকে গিয়েছে আরও এক ভারতীয় জুটি যশস্বীনি দেশওয়াল ও অভিষেক বর্মা ৷ দুজনে 568 পয়েন্ট নিয়ে 17তম স্থানে শেষ করেন ৷

টোকিয়ো, 27 জুলাই : শুটিংয়ে ভারতীয় জুটির অসাধারণ পারফরম্যান্স ৷ শীর্ষস্থানে থেকে 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড বিভাগের যোগ্যতা অর্জন পর্বের স্টেজ 2-তে পৌঁছালেন মনু ভাকের এবং সৌরভ চৌধুরী ৷ দুজনের মিলিত স্কোর 582 ৷ পরের রাউন্ডে 19 বছরের এই দুই শুটার কোয়ালিফাই করতে পারলেই ভারতের ঘরে পদক আসবে ৷ ইতিমধ্যেই পরের স্টেজ 2 -এর খেলা শুরু হয়ে গিয়েছে ৷ পদকের আশায় এই দুই টিনএজার শুটারের দিকে তাকিয়ে তামাম দেশবাসী ৷

কোয়ালিফিকেশন রাউন্ডে তিনটি সিরিজ় মিলিয়ে মনুর সংগ্রহ ছিল 286 পয়েন্ট ৷ সৌরভের সংগ্রহ 296 ৷ দুজনের সম্মিলিত স্কোর দাঁড়ায় 582 ৷ শীর্ষ স্থানে থেকে স্টেজ 2-এর যোগ্যতা অর্জন করে মনু-সৌরভ জুটি ৷ মনুরা পরের রাউন্ডে পা রাখলেও মিক্সড টিম ইভেন্ট থেকে ছিটকে গিয়েছে আরও এক ভারতীয় জুটি যশস্বীনি দেশওয়াল ও অভিষেক বর্মা ৷ দুজনে 568 পয়েন্ট নিয়ে 17তম স্থানে শেষ করেন ৷

Last Updated : Jul 27, 2021, 7:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.