ETV Bharat / sports

Tokyo Olympics : পরপর দু‘টি অলিম্পিকসে পদক জয়, ব্রোঞ্জ জিতেও নয়া কীর্তি সিন্ধুর - সিন্ধুর ব্রোঞ্জ জয়ের ম্যাচ

ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে সিন্ধুর প্রতিপক্ষ ছিলেন চিনের হি বিংজিয়াও ৷ প্রতিপক্ষকে স্ট্রেট গেমে 21-13, 21-15তে হারিয়ে দিলেন ভারতীয় ব্যাডমিন্টনের পোস্টার গার্ল ৷

Tokyo olympics 2020
Tokyo olympics 2020
author img

By

Published : Aug 1, 2021, 5:57 PM IST

Updated : Aug 1, 2021, 6:33 PM IST

টোকিয়ো, 1 অগস্ট : এই কীর্তি আর কোনও ভারতীয় মহিলা খেলোয়াড়ের নেই ৷ কুস্তিগীর সুশীল কুমারের পর পরপর দু‘টি অলিম্পিকসে পদক জয়ের অসামান্য নজির গড়লেন ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু ৷ নাই বা হল সোনা-রুপো ৷ টোকিয়ো অলিম্পিকসের মঞ্চে ব্রোঞ্জ জিতেই ইতিহাস গড়লেন সিন্ধু ৷ ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে সিন্ধুর প্রতিপক্ষ ছিলেন চিনের হি বিংজিয়াও ৷ প্রতিপক্ষকে স্ট্রেট গেমে 21-13, 21-15তে হারিয়ে দিলেন ভারতীয় ব্যাডমিন্টনের পোস্টার গার্ল ৷

রিও অলিম্পিকসে রুপো জয়ী শাটলারকে নিয়ে এবারও প্রত্যাশার ছিল পারদ তুঙ্গে ৷ একের পর এক জয়ে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন সিন্ধু ৷ কিন্তু চিনা তাইপের তাই জু ইংয়ের বিরুদ্ধে চাপ নিতে পারেননি ৷ তাই জু ইংয়ের বিরুদ্ধে হেরে সোনা জয়ের দৌড় থেকে ছিটকে যান ৷ সোনা জয়ের সুযোগ হাতছাড়া হলেও পদক জেতার সুযোগ ছিল সিন্ধুর সামনে ৷ আজ ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে সিন্ধুর প্রতিপক্ষ ছিলেন চিনের হি বিংজিয়াও ৷ চিনা প্রতিপক্ষকে হারিয়ে নিজের দ্বিতীয় অলিম্পিকস পদক জিতে নিলেন সিন্ধু ৷ টোকিয়ো অলিম্পিকস থেকে দেশ পেল তৃতীয় পদক ৷

পাশাপাশি এই নিয়ে ব্যাডমিন্টনে দেশের ঝুলিতে এল তৃতীয় অলিম্পিকস পদক ৷ প্রথমবার ব্যাডমিন্টনে অলিম্পিকস পদক জিতেছিলেন সাইনা নেহওয়াল ৷ এরপর রিও অলিম্পিকসে রুপো জয় ৷ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন, এশিয়ান গেমসে সোনা জয়ী সিন্ধুর পালকে যোগ হল আরও একটি পদক ৷ দ্বিতীয় ভারতীয় খেলোয়াড় হিসেবে টানা দুটো অলিম্পিকসে পদক জয়ের নজির গড়লেন ৷ তবে সিন্ধু, সুশীলের আগে দুটো অলিম্পিকস পদক জয়ের নজির রয়েছে অ্যাথলিট নরম্যান পিচার্ডের ৷ ব্রিটিশ বংশোদ্ভুত এই ভারতীয় অ্যাথলিট 1900 সালের অলিম্পিকসের 100 মিটার ও 200 মিটার হার্ডলসে পদক জেতেন ৷

আরও পড়ুন : Mary Kom : অবসরের ভাবনা নেই, 40-এও খেলতে চাই ; হারলেও মেরি জোশ হাই

পদকের রং বদলানোর প্রতিজ্ঞা নিয়ে টোকিয়ো রওনা দিয়েছিলেন সিন্ধু ৷ পদকের রং বদলালো ঠিকই ৷ কিন্তু সোনার পরিবর্তে এল ব্রোঞ্জ ৷ পদকের রং যাই হোক ৷ নতুন সদস্যের অপেক্ষায় সিন্ধুর ট্রফি ক্যাবিনেট ৷

টোকিয়ো, 1 অগস্ট : এই কীর্তি আর কোনও ভারতীয় মহিলা খেলোয়াড়ের নেই ৷ কুস্তিগীর সুশীল কুমারের পর পরপর দু‘টি অলিম্পিকসে পদক জয়ের অসামান্য নজির গড়লেন ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু ৷ নাই বা হল সোনা-রুপো ৷ টোকিয়ো অলিম্পিকসের মঞ্চে ব্রোঞ্জ জিতেই ইতিহাস গড়লেন সিন্ধু ৷ ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে সিন্ধুর প্রতিপক্ষ ছিলেন চিনের হি বিংজিয়াও ৷ প্রতিপক্ষকে স্ট্রেট গেমে 21-13, 21-15তে হারিয়ে দিলেন ভারতীয় ব্যাডমিন্টনের পোস্টার গার্ল ৷

রিও অলিম্পিকসে রুপো জয়ী শাটলারকে নিয়ে এবারও প্রত্যাশার ছিল পারদ তুঙ্গে ৷ একের পর এক জয়ে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন সিন্ধু ৷ কিন্তু চিনা তাইপের তাই জু ইংয়ের বিরুদ্ধে চাপ নিতে পারেননি ৷ তাই জু ইংয়ের বিরুদ্ধে হেরে সোনা জয়ের দৌড় থেকে ছিটকে যান ৷ সোনা জয়ের সুযোগ হাতছাড়া হলেও পদক জেতার সুযোগ ছিল সিন্ধুর সামনে ৷ আজ ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে সিন্ধুর প্রতিপক্ষ ছিলেন চিনের হি বিংজিয়াও ৷ চিনা প্রতিপক্ষকে হারিয়ে নিজের দ্বিতীয় অলিম্পিকস পদক জিতে নিলেন সিন্ধু ৷ টোকিয়ো অলিম্পিকস থেকে দেশ পেল তৃতীয় পদক ৷

পাশাপাশি এই নিয়ে ব্যাডমিন্টনে দেশের ঝুলিতে এল তৃতীয় অলিম্পিকস পদক ৷ প্রথমবার ব্যাডমিন্টনে অলিম্পিকস পদক জিতেছিলেন সাইনা নেহওয়াল ৷ এরপর রিও অলিম্পিকসে রুপো জয় ৷ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন, এশিয়ান গেমসে সোনা জয়ী সিন্ধুর পালকে যোগ হল আরও একটি পদক ৷ দ্বিতীয় ভারতীয় খেলোয়াড় হিসেবে টানা দুটো অলিম্পিকসে পদক জয়ের নজির গড়লেন ৷ তবে সিন্ধু, সুশীলের আগে দুটো অলিম্পিকস পদক জয়ের নজির রয়েছে অ্যাথলিট নরম্যান পিচার্ডের ৷ ব্রিটিশ বংশোদ্ভুত এই ভারতীয় অ্যাথলিট 1900 সালের অলিম্পিকসের 100 মিটার ও 200 মিটার হার্ডলসে পদক জেতেন ৷

আরও পড়ুন : Mary Kom : অবসরের ভাবনা নেই, 40-এও খেলতে চাই ; হারলেও মেরি জোশ হাই

পদকের রং বদলানোর প্রতিজ্ঞা নিয়ে টোকিয়ো রওনা দিয়েছিলেন সিন্ধু ৷ পদকের রং বদলালো ঠিকই ৷ কিন্তু সোনার পরিবর্তে এল ব্রোঞ্জ ৷ পদকের রং যাই হোক ৷ নতুন সদস্যের অপেক্ষায় সিন্ধুর ট্রফি ক্যাবিনেট ৷

Last Updated : Aug 1, 2021, 6:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.