ETV Bharat / sports

Tokyo Olympics 2020 : পদকের হাহাকার, লক্ষ্মীবারের লড়াইয়ে দুই কন্যা সিন্ধু ও মেরি

টোকিয়োয় পদক জয়ের অন্যতম দাবিদার পিভি সিন্ধু এবং মেরি কম ৷

tokyo olympics 2020
tokyo olympics 2020
author img

By

Published : Jul 28, 2021, 5:30 PM IST

Updated : Jul 28, 2021, 5:37 PM IST

টোকিয়ো, 28 জুলাই : আগামীকাল পদকের লক্ষ্যে আরও একধাপ এগোবেন দেশের দুই মেয়ে পিভি সিন্ধু এবং মেরি কম ৷ আজ চুয়াং নগান ই-কে হারিয়ে গ্রুপ পর্বের সবকটি ম্যাচ জিতে শেষ ষোলোয় পা রেখেছেন সিন্ধু ৷ অন্যদিকে প্রি কোয়ার্টারে পৌঁছেছেন বক্সার মেরি কমও ৷ আগামীকাল এই দুজনের দিকে চোখ থাকবে দেশবাসীর ৷

টোকিয়ো অলিম্পিকসে এখনও পর্যন্ত একটি পদক এসেছে ভারতের ঘরে ৷ ভারোত্তোলক মীরাবাঈ চানুর রুপোর পদক ছাড়া দেশের ঝুলিতে আর পদক আসেনি ৷ এখনও পর্যন্ত দেশের পুরুষ অ্যাথলিটরা চূড়ান্ত ব্যর্থ ৷ আজ ব্যাডমিন্টনের একক বিভাগ থেকে ছিটকে গিয়েছেন সাই প্রণীত ৷ তবে পদকের আশা জোগাচ্ছেন মহিলা অ্যাথলিটরা ৷ দীপিকা কুমারী, পিভি সিন্ধু, মেরি কমদের হাত ধরে পদকের আশায় দেশ ৷ ব্যাডমিন্টন, বক্সিংয়ের পাশাপাশি তিরন্দাজিতে ব্যক্তিগত বিভাগে নামছেন বাংলার অতনু দাস ৷

আজ মহিলাদের তিরন্দাজির ব্যক্তিগত বিভাগের প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন দীপিকা ৷ ব্যক্তিগত বিভাগে অতনু কেমন পারফরম্যান্স করেন সেদিকে থাকবে চোখ ৷ বক্সিংয়ে মেরি কম ছাড়া নামছেন সতীশ কুমার ৷ আগামীকাল থেকে শুরু গল্ফ প্রতিযোগিতা ৷

দেখে নিন অলিম্পিকসে ভারতের 29 জুলাইয়ের সূচি

শুটিং

সকাল 5:30 : মেয়েদের 25 মিটার পিস্তল ইভেন্ট কোয়ালিফিকেশন (মনু ভাকের)

হকি

সকাল 6:00টা : ছেলেদের পুল এ (ভারত বনাম আর্জেন্টিনা)

তিরন্দাজ

সকাল 7:31 : ছেলেদের ব্যক্তিগত এলিমিনেশন (অতনু দাস)

ব্যাডমিন্টন

সকাল 6:15 : শেষ ষোলোর ম্যাচ (পিভি সিন্ধু)

বক্সিং

সকাল 8:48 : ছেলেদের সুপার হেভিওয়েট (সতীশ কুমার)

বিকেল 3:36 : মেয়েদের ফ্লাইওয়েট (মেরি কম)

গল্ফ

বিকেল 4:00 : ছেলেদের ব্যক্তিগত বিভাগের প্রথম রাউন্ড (উদয়ন মানে)

টোকিয়ো, 28 জুলাই : আগামীকাল পদকের লক্ষ্যে আরও একধাপ এগোবেন দেশের দুই মেয়ে পিভি সিন্ধু এবং মেরি কম ৷ আজ চুয়াং নগান ই-কে হারিয়ে গ্রুপ পর্বের সবকটি ম্যাচ জিতে শেষ ষোলোয় পা রেখেছেন সিন্ধু ৷ অন্যদিকে প্রি কোয়ার্টারে পৌঁছেছেন বক্সার মেরি কমও ৷ আগামীকাল এই দুজনের দিকে চোখ থাকবে দেশবাসীর ৷

টোকিয়ো অলিম্পিকসে এখনও পর্যন্ত একটি পদক এসেছে ভারতের ঘরে ৷ ভারোত্তোলক মীরাবাঈ চানুর রুপোর পদক ছাড়া দেশের ঝুলিতে আর পদক আসেনি ৷ এখনও পর্যন্ত দেশের পুরুষ অ্যাথলিটরা চূড়ান্ত ব্যর্থ ৷ আজ ব্যাডমিন্টনের একক বিভাগ থেকে ছিটকে গিয়েছেন সাই প্রণীত ৷ তবে পদকের আশা জোগাচ্ছেন মহিলা অ্যাথলিটরা ৷ দীপিকা কুমারী, পিভি সিন্ধু, মেরি কমদের হাত ধরে পদকের আশায় দেশ ৷ ব্যাডমিন্টন, বক্সিংয়ের পাশাপাশি তিরন্দাজিতে ব্যক্তিগত বিভাগে নামছেন বাংলার অতনু দাস ৷

আজ মহিলাদের তিরন্দাজির ব্যক্তিগত বিভাগের প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন দীপিকা ৷ ব্যক্তিগত বিভাগে অতনু কেমন পারফরম্যান্স করেন সেদিকে থাকবে চোখ ৷ বক্সিংয়ে মেরি কম ছাড়া নামছেন সতীশ কুমার ৷ আগামীকাল থেকে শুরু গল্ফ প্রতিযোগিতা ৷

দেখে নিন অলিম্পিকসে ভারতের 29 জুলাইয়ের সূচি

শুটিং

সকাল 5:30 : মেয়েদের 25 মিটার পিস্তল ইভেন্ট কোয়ালিফিকেশন (মনু ভাকের)

হকি

সকাল 6:00টা : ছেলেদের পুল এ (ভারত বনাম আর্জেন্টিনা)

তিরন্দাজ

সকাল 7:31 : ছেলেদের ব্যক্তিগত এলিমিনেশন (অতনু দাস)

ব্যাডমিন্টন

সকাল 6:15 : শেষ ষোলোর ম্যাচ (পিভি সিন্ধু)

বক্সিং

সকাল 8:48 : ছেলেদের সুপার হেভিওয়েট (সতীশ কুমার)

বিকেল 3:36 : মেয়েদের ফ্লাইওয়েট (মেরি কম)

গল্ফ

বিকেল 4:00 : ছেলেদের ব্যক্তিগত বিভাগের প্রথম রাউন্ড (উদয়ন মানে)

Last Updated : Jul 28, 2021, 5:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.