টোকিয়ো, 26 জুলাই : উদ্বোধনী অনুষ্ঠান থেকে ধরলে চারদিন ধরে টোকিয়ো চলছে ক্রীড়ার মহাযজ্ঞ ৷ এরই মধ্যে দেশের ঝুলিতে এসেছে একটি পদক ৷ দেশের অ্যাথলিটরা পদক জয়ের লক্ষ্য লড়াই চালাচ্ছেন ৷ অনেকের অভিযান তাড়াতাড়ি শেষ হয়েছে ৷ কেউ আবার আশা জাগিয়েও বেশিদূর এগোতে পারেননি ৷ মঙ্গলবার অলিম্পিকসের পঞ্চম দিনে লড়াইয়ে নামছে দেশের শুটিং, ব্যাডমিন্টন, হকি, সেলিংয়ের খেলোয়াড়রা ৷ মহিলাদের বক্সিংয়ে নামবেন পদক জয়ের আরও এক দাবিদার অসমের লভলিনা বরগোঁহাই ৷
শুটিংয়ে ব্যক্তিগত বিভাগে খালি হাতে ফিরতে হয়েছে ভারতীয় শুটারদের ৷ এখন মিশ্র বিভাগের শুটিংয়ে একমাত্র ভরসা ৷ ব্যাডমিন্টনে ছেলেদের ডাবলসে আজ হারের মুখ দেখেছে এস রেনকিরেড্ডি, চিরাগ শেট্টি জুটি ৷ আগামীকাল ফের তাঁদের ম্যাচ রয়েছে ৷ গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় ব্যবধানে হেরেছিল ভারতীয় পুরুষ হকি দল ৷ গ্রুপ পর্বে আগামীকাল স্পেনের বিরুদ্ধে খেলবে মনপ্রীত সিংয়ের দল ৷
আরও পড়ুন : Tokyo Olympics : তিরন্দাজিতে অতনুদের হার, অলিম্পিকস থেকে বিদায় তিন বাঙালির
27 জুলাইয়ের সূচি -
ভোর 5:30 : 10 মিটার এয়ার পিস্তলের মিশ্র বিভাগের যোগ্যতা অর্জন পর্ব
সকাল 8:30 : ব্যাডমিন্টনে ছেলেদের ডাবলস ম্যাচ (এস রেনকিরেড্ডি, চিরাগ শেট্টি)
সকাল 6:30 : ছেলেদের হকি (ভারত বনাম স্পেন)
সকাল 8:35 : সেলিং লেসার ব়্যাডিয়্যাল
সকাল 9: 45 : 10 মিটার এয়ার রাইফেল মিশ্র বিভাগের যোগ্যতা অর্জন পর্ব
সকাল 10:57 : মহিলাদের বক্সিং (লভলিনা বরগোঁহাই)