টোকিয়ো, 29 জুলাই : টোকিয়ো অলিম্পিকসে পুরুষদের হকিতে বড় জয় ভারতের ৷ আর্জেন্টিনাকে 3-1 গোলে হারাল মনপ্রীত সিংয়ের দল ৷ একই সঙ্গে গ্রুপের এক ম্যাচ বাকি থাকতেই কোয়ার্টার ফাইনালে পৌঁছাল ভারত ৷
আজ প্রথম কোয়ার্টারে প্রতিপক্ষকে একটু দেখে নেওয়ার খেলা খেলেন দুই দেশই ৷ তবে আগের ম্যাচের জয়ের আত্মবিশ্বাস নিয়ে শুরু থেকে তুলনামূলক আক্রমণাত্মক খেলে ভারত ৷ ম্যাচের 8 মিনিটে গ্রিন কার্ড দেখেন সুমিত ৷ প্রথম কোয়ার্টার শেষ হয় গোলশূন্যভাবেই ৷
দ্বিতীয় কোয়ার্টারে দুটি শট মিস করেন ভারতীয় খেলোয়াড়রা ৷ প্রথমে হরমনপ্রীত সিং ও পরে সিমরনজিত সিং শট মিস করেন ৷ এই সময় আক্রমণ করে অর্জেন্টিনাও ৷ সেলিস নাহুলের শট আটকে দেন ভারতীয় গোলরক্ষক ৷ গোলশূন্যভাবে শেষ হয় দ্বিতীয় কোয়ার্টারও ৷
তৃতীয় কোয়ার্টারে পরপর দুটি পেনাল্টি কর্নার পায় ভারত ৷ যদিও পেনাল্টি কর্নার থেকে কোনও ফসল তুলতে পারেনি ভারতীয় খেলোয়াড়রা ৷ ম্যাচের 43 মিনিটে শর্ট পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন বরুণ কুমার ৷ তৃতীয় কোয়ার্টার শেষ হয় 1-0 গোলে ৷
আরও পড়ুন : Tokyo Olympics : টোকিয়ো অলিম্পিকসের শেষ আটে সিন্ধু
তবে ম্যাচের যাবতীয় রসদ মজুত ছিল চতুর্থ কোয়ার্টারে ৷ 48 মিনিটে গোল করে আর্জেন্টিনাকে সমতায় ফেরান কাসিলা মাইকো ৷ তবে পরপর দুই মিনিটে দুটি গোল করে আর্জেন্টিনার যাবতীয় জারিজুরি বন্ধ করেন মনপ্রীত সিংয়ের দল ৷ ভারতের হয়ে গোল গুলি করেন বিবেক সাগর ও হরমনপ্রীত সিং ৷