ETV Bharat / sports

Gurbux Singh: স্বপ্ন দেখছে দেশ, সোনার জন্য ঝাঁপাক ছেলেরা, বললেন গুরুবক্স - সোনার জন্য ঝাঁপাক ছেলেরা, বললেন গুরুবক্স

1964 সালের অলিম্পিকসের সোনা জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য গুরুবক্স সিং বলছেন, "অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 7-1 গোলে পরাজয় একটা অঘটন । তারপর পরপর চারটে ম্যাচ জয়ের কৃতিত্ব দেখিয়েছে ভারতীয় পুরুষ হকি দল ।"

s
s
author img

By

Published : Aug 1, 2021, 9:13 PM IST

Updated : Aug 2, 2021, 10:36 PM IST

কলকাতা, 1 অগাস্ট : মনপ্রীতদের অলিম্পিকস পদকের স্বপ্ন কিংবদন্তি অলিম্পিয়ান গুরুবক্স সিংয়ের চোখে । গ্রেট ব্রিটেনকে 3-1 গোলে হারিয়ে টোকিও অলিম্পিকসের সেমিফাইনালে উঠেছে ভারতের হকি দল । যে ঘটনা ঘটেছে 41 বছর পর ।

1972 সালে সেমিফাইনাল খেলার পরে 1980 সালে মস্কো অলিম্পিকসে সোনা জিতেছিল ভারত । এর পর 1984 সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকসে পঞ্চম হওয়া ছিল স্মরণাতীত কালের সেরা সাফল্য । এবার নিপ্পনের দেশে ভারতীয় হকির সাফল্য স্বপ্ন দেখাচ্ছে গোটা দেশকে । 1964 সালের অলিম্পিকসের সোনা জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য গুরুবক্স সিং বলছেন, "অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 7-1 গোলে পরাজয় একটা অঘটন । তারপর পরপর চারটে ম্যাচ জয়ের কৃতিত্ব দেখিয়েছে ভারতীয় পুরুষ হকি দল ।"

কিন্তু মঙ্গলবার যে সামনে বিশ্বের এক নম্বর দল বেলজিয়াম । গুরুবক্স বলছেন, "অ্যাস্ট্রোটার্ফের হকিতে যে কোনও সময় যা খুশি হতে পারে । তাই বেলজিয়াম বলে কুঁকড়ে যাওয়া নয়, বরং ভয়ডরহীন হকি খেলা উচিত ছেলেদের । পদকের বৃত্তে ভারতীয় ছেলেরা ঢুকে পড়েছে ৷"

আরও পড়ুন: Tokyo Olympics : হকিতে পদক জয়ের হাতছানি, চার দশক পর সেমিফাইনালে ভারত

ব্য়ক্তিগত অভিজ্ঞতা থেকে কিংবদন্তি অলিম্পিয়ানের পরামর্শ, "শেষ দুটো ম্যাচ নিংড়ে দিক ছেলেরা । সোনার জন্য ঝাঁপাক ৷" দেশের মানুষের প্রতি গুরুবক্স সিংয়ের অনুরোধ, "হকির প্রতি একটু নজর দিন ।"

কলকাতা, 1 অগাস্ট : মনপ্রীতদের অলিম্পিকস পদকের স্বপ্ন কিংবদন্তি অলিম্পিয়ান গুরুবক্স সিংয়ের চোখে । গ্রেট ব্রিটেনকে 3-1 গোলে হারিয়ে টোকিও অলিম্পিকসের সেমিফাইনালে উঠেছে ভারতের হকি দল । যে ঘটনা ঘটেছে 41 বছর পর ।

1972 সালে সেমিফাইনাল খেলার পরে 1980 সালে মস্কো অলিম্পিকসে সোনা জিতেছিল ভারত । এর পর 1984 সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকসে পঞ্চম হওয়া ছিল স্মরণাতীত কালের সেরা সাফল্য । এবার নিপ্পনের দেশে ভারতীয় হকির সাফল্য স্বপ্ন দেখাচ্ছে গোটা দেশকে । 1964 সালের অলিম্পিকসের সোনা জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য গুরুবক্স সিং বলছেন, "অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 7-1 গোলে পরাজয় একটা অঘটন । তারপর পরপর চারটে ম্যাচ জয়ের কৃতিত্ব দেখিয়েছে ভারতীয় পুরুষ হকি দল ।"

কিন্তু মঙ্গলবার যে সামনে বিশ্বের এক নম্বর দল বেলজিয়াম । গুরুবক্স বলছেন, "অ্যাস্ট্রোটার্ফের হকিতে যে কোনও সময় যা খুশি হতে পারে । তাই বেলজিয়াম বলে কুঁকড়ে যাওয়া নয়, বরং ভয়ডরহীন হকি খেলা উচিত ছেলেদের । পদকের বৃত্তে ভারতীয় ছেলেরা ঢুকে পড়েছে ৷"

আরও পড়ুন: Tokyo Olympics : হকিতে পদক জয়ের হাতছানি, চার দশক পর সেমিফাইনালে ভারত

ব্য়ক্তিগত অভিজ্ঞতা থেকে কিংবদন্তি অলিম্পিয়ানের পরামর্শ, "শেষ দুটো ম্যাচ নিংড়ে দিক ছেলেরা । সোনার জন্য ঝাঁপাক ৷" দেশের মানুষের প্রতি গুরুবক্স সিংয়ের অনুরোধ, "হকির প্রতি একটু নজর দিন ।"

Last Updated : Aug 2, 2021, 10:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.