ETV Bharat / sports

Tokyo Olympics : প্রথম ম্যাচেই দাপুটে জয়, পরের রাউন্ডে সিন্ধু - প্রথম ম্যাচেই চেনা মেজাজে ভারতীয় তারকা শাটলার

প্রথম ম্যাচেই চেনা মেজাজে ভারতীয় তারকা শাটলার ৷ প্রথম দুই সেটে ইজরায়েলি প্রতিপক্ষকে স্থিতু হওয়ার সুযোগই দিলেন না হায়দরাবাদী ব্যাডমিন্টন সুন্দরী ৷ প্রথম থেকেই আক্রমণাত্মক খেলে প্রতিপক্ষকে নাজেহাল করে দিলেন সিন্ধু ৷

পি ভি সিন্ধু
পি ভি সিন্ধু
author img

By

Published : Jul 25, 2021, 7:40 AM IST

Updated : Jul 25, 2021, 8:29 AM IST

টোকিয়ো, 25 জুলাই : রিও অলিম্পিকসে রুপো জিতেছিলেন ৷ টোকিয়ো অলিম্পিকসেও দাপটের সঙ্গে শুরু করলেন পি ভি সিন্ধু ৷ গ্রুপ জে-র প্রথম ম্যাচে স্ট্রেট সেটে হারালেন ইজরায়েলি প্রতিযোগী সেনিয়া পলিকারপোভাকে ৷ খেলার ফলাফল 21-7 ও 21-10 ৷

প্রথম ম্যাচেই চেনা মেজাজে ভারতীয় তারকা শাটলার ৷ প্রথম দুই সেটে ইজরায়েলি প্রতিপক্ষকে স্থিতু হওয়ার সুযোগই দিলেন না হায়দরাবাদী ব্যাডমিন্টন সুন্দরী ৷ প্রথম থেকেই আক্রমণাত্মক খেলে প্রতিপক্ষকে নাজেহাল করে দিলেন সিন্ধু ৷ যদিও দিনের শুরুতে ভারতের দুই শ্যুটার মনু ভাকের ও যশস্বিনী সিং দেশওয়াল হতাশ করেন ৷ মহিলাদের 10 মিটার এয়ার রাইফেলের ফাইনালে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হন তাঁরা ৷ তবে দেশের মান রাখলেন সিন্ধু ৷

আরও পড়ুন : Tokyo Olympics : পদক জয়ের দৌড় থেকে ছিটকে গেলেন মনু ভাকের ও যশস্বিনী সিং দেশওয়াল

ভারোত্তোলনে রুপো জিতে শুভ সূচনা করেছেন মীরাবাঈ চানু ৷ শনিবার অলিম্পিকসে পদক জিতে সব আলো কেড়ে নিয়েছেন মণিপুরী ভারোত্তোলক ৷ এছাড়া সুতীর্থা মুখোপাধ্যায়, মণিকা বাত্রারা টেবিল টেনিস সিঙ্গলসে জয় পেয়েছেন ৷ সব মিলিয়ে শনিবার অলিম্পিকসে ছিল ভারতীয় মেয়েদের দাপট ৷ রবিবারও শুরুটা খারাপ হলেও সিন্ধুর হাত ধরে ফিরছে ভারতের মেয়েরা ৷ আজ সকাল থেকেই সবার নজর আছে পিভি সিন্ধু, সানিয়া মির্জা ও মেরি কমের উপর ৷ সিন্ধু পরের রাউন্ডে যোগ্যতা অর্জন করেছেন ৷ এখন দেখার বাকি দুই তারকা কী করেন ৷

টোকিয়ো, 25 জুলাই : রিও অলিম্পিকসে রুপো জিতেছিলেন ৷ টোকিয়ো অলিম্পিকসেও দাপটের সঙ্গে শুরু করলেন পি ভি সিন্ধু ৷ গ্রুপ জে-র প্রথম ম্যাচে স্ট্রেট সেটে হারালেন ইজরায়েলি প্রতিযোগী সেনিয়া পলিকারপোভাকে ৷ খেলার ফলাফল 21-7 ও 21-10 ৷

প্রথম ম্যাচেই চেনা মেজাজে ভারতীয় তারকা শাটলার ৷ প্রথম দুই সেটে ইজরায়েলি প্রতিপক্ষকে স্থিতু হওয়ার সুযোগই দিলেন না হায়দরাবাদী ব্যাডমিন্টন সুন্দরী ৷ প্রথম থেকেই আক্রমণাত্মক খেলে প্রতিপক্ষকে নাজেহাল করে দিলেন সিন্ধু ৷ যদিও দিনের শুরুতে ভারতের দুই শ্যুটার মনু ভাকের ও যশস্বিনী সিং দেশওয়াল হতাশ করেন ৷ মহিলাদের 10 মিটার এয়ার রাইফেলের ফাইনালে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হন তাঁরা ৷ তবে দেশের মান রাখলেন সিন্ধু ৷

আরও পড়ুন : Tokyo Olympics : পদক জয়ের দৌড় থেকে ছিটকে গেলেন মনু ভাকের ও যশস্বিনী সিং দেশওয়াল

ভারোত্তোলনে রুপো জিতে শুভ সূচনা করেছেন মীরাবাঈ চানু ৷ শনিবার অলিম্পিকসে পদক জিতে সব আলো কেড়ে নিয়েছেন মণিপুরী ভারোত্তোলক ৷ এছাড়া সুতীর্থা মুখোপাধ্যায়, মণিকা বাত্রারা টেবিল টেনিস সিঙ্গলসে জয় পেয়েছেন ৷ সব মিলিয়ে শনিবার অলিম্পিকসে ছিল ভারতীয় মেয়েদের দাপট ৷ রবিবারও শুরুটা খারাপ হলেও সিন্ধুর হাত ধরে ফিরছে ভারতের মেয়েরা ৷ আজ সকাল থেকেই সবার নজর আছে পিভি সিন্ধু, সানিয়া মির্জা ও মেরি কমের উপর ৷ সিন্ধু পরের রাউন্ডে যোগ্যতা অর্জন করেছেন ৷ এখন দেখার বাকি দুই তারকা কী করেন ৷

Last Updated : Jul 25, 2021, 8:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.