ETV Bharat / sports

Tokyo Olympics : ভারতের দ্বিতীয় পদক নিশ্চিত, বক্সিংয়ে সেমি-ফাইনালে লভলিনা

কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপেইয়ের প্রতিযোগী নিয়েন-চিন চ্যাংকে হারালেন তিনি ৷ খেলার ফলাফল 4-1 ৷ মীরাবাঈ চানুর পর তিনি দ্বিতীয় ভারতীয় মহিলা যিনি টোকিয়ো অলিম্পিকসে পদক নিশ্চিত করলেন ৷

লভলিনা
লভলিনা
author img

By

Published : Jul 30, 2021, 9:24 AM IST

Updated : Jul 30, 2021, 12:37 PM IST

টোকিয়ো, 30 জুলাই : টোকিয়ো অলিম্পিকসের সেমিফাইনালে ভারতীয় মহিলা বক্সার লভলিনা বর্গোহায়িন ৷ মেরি কমের পর তিনি দ্বিতীয় ভারতীয় মহিলা বক্সার, যিনি অলিম্পিকসের সেমিফাইনালে পৌঁছালেন ৷ কমপক্ষে ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন তিনি ৷

কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপেইয়ের প্রতিযোগী নিয়েন-চিন চ্যাংকে হারালেন তিনি ৷ খেলার ফলাফল 4-1 ৷ মীরাবাঈ চানুর পর তিনি দ্বিতীয় ভারতীয় মহিলা যিনি টোকিয়ো অলিম্পিকসে পদক নিশ্চিত করলেন ৷

আরও পড়ুন : Tokyo Olympic : টোকিয়ো অলিম্পিকসের শেষ আটে দীপিকা

তবে ছিটকে গেলেন আরও এক ভারতীয় বক্সার ৷ 60 কেজি বিভাগে ভারতের মহিলা বক্সার রাউন্ড অফ 16 বাউটে হেরে গেলেন থাইল্যান্ডের বক্সার সুদাপর্ন সিসোনদির কাছে ৷ খেলার ফলাফল 5-0 ৷

টোকিয়ো, 30 জুলাই : টোকিয়ো অলিম্পিকসের সেমিফাইনালে ভারতীয় মহিলা বক্সার লভলিনা বর্গোহায়িন ৷ মেরি কমের পর তিনি দ্বিতীয় ভারতীয় মহিলা বক্সার, যিনি অলিম্পিকসের সেমিফাইনালে পৌঁছালেন ৷ কমপক্ষে ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন তিনি ৷

কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপেইয়ের প্রতিযোগী নিয়েন-চিন চ্যাংকে হারালেন তিনি ৷ খেলার ফলাফল 4-1 ৷ মীরাবাঈ চানুর পর তিনি দ্বিতীয় ভারতীয় মহিলা যিনি টোকিয়ো অলিম্পিকসে পদক নিশ্চিত করলেন ৷

আরও পড়ুন : Tokyo Olympic : টোকিয়ো অলিম্পিকসের শেষ আটে দীপিকা

তবে ছিটকে গেলেন আরও এক ভারতীয় বক্সার ৷ 60 কেজি বিভাগে ভারতের মহিলা বক্সার রাউন্ড অফ 16 বাউটে হেরে গেলেন থাইল্যান্ডের বক্সার সুদাপর্ন সিসোনদির কাছে ৷ খেলার ফলাফল 5-0 ৷

Last Updated : Jul 30, 2021, 12:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.