ETV Bharat / sports

Tokyo Olympics : ডিসকাস থ্রো-র ফাইনালে কমলপ্রীত, ছিটকে গেলেন সীমা - ডিসকাস থ্রো-

দুটি গ্রুপ মিলিয়ে ডিসকাস থ্রো-তে দ্বিতীয় স্থানে শেষ করলেন কমলপ্রীত ৷ নিজের তিনটি থ্রো-তে যথাক্রমে 60.29, 63.97 ও 64.00 স্কোর করেন কমলপ্রীত ৷ তৃতীয় সুযোগে 64.00 স্কোর করায় সরাসরি ফাইনালে জায়গা করে নিলেন ভারতের এই অ্যাথলিট ৷

কমলপ্রীত কাউর
কমলপ্রীত কাউর
author img

By

Published : Jul 31, 2021, 8:19 AM IST

Updated : Jul 31, 2021, 8:47 AM IST

টোকিয়ো, 31 জুলাই : মহিলাদের ডিসকাস থ্রো-র ফাইনালে যোগ্যতা অর্জন করলেন ভারতের কমলপ্রীত কাউর ৷ যোগ্যতা অর্জন করার জন্য 64 মিটার থ্রো করতে হত অথবা দুই গ্রুপে প্রথম 12-র মধ্যে থাকতে হত ৷ কমলপ্রীত ডিসকাস থ্রো করেন 64.00 মিটার ৷

দুটি গ্রুপ মিলিয়ে ডিসকাস থ্রো-তে দ্বিতীয় স্থানে শেষ করলেন কমলপ্রীত ৷ নিজের তিনটি থ্রো-তে যথাক্রমে 60.29, 63.97 ও 64.00 স্কোর করেন কমলপ্রীত ৷ তৃতীয় সুযোগে 64.00 স্কোর করায় সরাসরি ফাইনালে জায়গা করে নিলেন ভারতের এই অ্যাথলিট ৷ অন্যদিকে গ্রুপ এ-র যোগ্যতা অর্জন রাউন্ডে ষষ্ঠ স্থানে শেষ করেন ভারতীয় অ্যাথলিট সীমা পুনিয়া ৷ চলতি অলিম্পিকসে শনিবার সর্বোচ্চ 60.57 মিটার ডিসকাস থ্রো করেন তিনি ৷ তবে ফাইনালের যোগ্যতা অর্জনে ব্যর্থ হলেন সীমা পুনিয়া ৷

আরও পড়ুন : Tokyo Olympics : তিরন্দাজিতে ভারতের আশা শেষ, লড়াই করেও হার অতনুর

দুই রাউন্ড মিলিয়ে প্রথম 12 জন অ্যাথলিট পরের রাউন্ডে যেতে পারেন ৷ নিজের তিনটি সুযোগের প্রথমটিতে সীমা ব্যর্থ হন ৷ পরের দুটি সুযোগে তিনি যথাক্রমে 60.57 মিটার ও 58.93 মিটার থ্রো করেন ৷ তাঁর সর্বোচ্চ স্কোর ধরেই গ্রুপ -এ-তে ষষ্ঠ স্থানে শেষ করেন সীমা ৷ তবে দুই গ্রুপ মিলিয়ে প্রথম 12 অ্যাথলিটের মধ্যে জায়গা করতে ব্যর্থ হন তিনি ৷

টোকিয়ো, 31 জুলাই : মহিলাদের ডিসকাস থ্রো-র ফাইনালে যোগ্যতা অর্জন করলেন ভারতের কমলপ্রীত কাউর ৷ যোগ্যতা অর্জন করার জন্য 64 মিটার থ্রো করতে হত অথবা দুই গ্রুপে প্রথম 12-র মধ্যে থাকতে হত ৷ কমলপ্রীত ডিসকাস থ্রো করেন 64.00 মিটার ৷

দুটি গ্রুপ মিলিয়ে ডিসকাস থ্রো-তে দ্বিতীয় স্থানে শেষ করলেন কমলপ্রীত ৷ নিজের তিনটি থ্রো-তে যথাক্রমে 60.29, 63.97 ও 64.00 স্কোর করেন কমলপ্রীত ৷ তৃতীয় সুযোগে 64.00 স্কোর করায় সরাসরি ফাইনালে জায়গা করে নিলেন ভারতের এই অ্যাথলিট ৷ অন্যদিকে গ্রুপ এ-র যোগ্যতা অর্জন রাউন্ডে ষষ্ঠ স্থানে শেষ করেন ভারতীয় অ্যাথলিট সীমা পুনিয়া ৷ চলতি অলিম্পিকসে শনিবার সর্বোচ্চ 60.57 মিটার ডিসকাস থ্রো করেন তিনি ৷ তবে ফাইনালের যোগ্যতা অর্জনে ব্যর্থ হলেন সীমা পুনিয়া ৷

আরও পড়ুন : Tokyo Olympics : তিরন্দাজিতে ভারতের আশা শেষ, লড়াই করেও হার অতনুর

দুই রাউন্ড মিলিয়ে প্রথম 12 জন অ্যাথলিট পরের রাউন্ডে যেতে পারেন ৷ নিজের তিনটি সুযোগের প্রথমটিতে সীমা ব্যর্থ হন ৷ পরের দুটি সুযোগে তিনি যথাক্রমে 60.57 মিটার ও 58.93 মিটার থ্রো করেন ৷ তাঁর সর্বোচ্চ স্কোর ধরেই গ্রুপ -এ-তে ষষ্ঠ স্থানে শেষ করেন সীমা ৷ তবে দুই গ্রুপ মিলিয়ে প্রথম 12 অ্যাথলিটের মধ্যে জায়গা করতে ব্যর্থ হন তিনি ৷

Last Updated : Jul 31, 2021, 8:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.