ETV Bharat / sports

Tokyo Olympics : পিস্তলে সমস্যাই কি কাল হল ভাকেরের ? - ভাকেরের বন্দুকের সার্কিটে ম্যালফাংশন ধরা পড়ে

রবিবার 10 মিটার এয়ার রাইফেল ফাইনালের যোগ্যতা অর্জনকারী ম্যাচ চলছিল ৷ দ্বিতীয় সিরিজ়ের মাঝে হঠাৎই ভাকেরের বন্দুকের সার্কিটে ম্যালফাংশন ধরা পড়ে ৷ ফলে বন্দুক পরিবর্তন করতে হয় তাঁকে ৷ ফলে প্রায় পাঁচ মিনিটের মতো তাঁর সময় নষ্ট হয় ৷

Manu Bhaker
Manu Bhaker
author img

By

Published : Jul 25, 2021, 2:24 PM IST

টোকিয়ো, 25 জুলাই : ইভেন্ট চলাকালীন বন্দুকে বিভ্রাটই কি অলিম্পিকস থেকে ছিটকে দিল মনু ভাকেরকে ৷ প্রশ্নটা উঠছে ৷ কারণ রাইফেল পরিবর্তন করতে অনেকটা সময় নষ্ট হয়ে যায় ভাকেরের ৷ তবে তাঁর নাছোড়বান্দা মনোভাবের জন্য কুর্নিশ জানাচ্ছে দেশবাসী ৷

রবিবার 10 মিটার এয়ার রাইফেল ফাইনালের যোগ্যতা অর্জনকারী ম্যাচ চলছিল ৷ দ্বিতীয় সিরিজ়ের মাঝে হঠাৎই ভাকেরের বন্দুকের সার্কিটে ম্যালফাংশন ধরা পড়ে ৷ ফলে বন্দুক পরিবর্তন করতে হয় তাঁকে ৷ ফলে প্রায় পাঁচ মিনিটের মতো তাঁর সময় নষ্ট হয় ৷ একই সঙ্গে নিজের প্রথম অলিম্পিকসে ছন্দও হারান ভাকের ৷ কারণ তার আগে ভাল শুরু করেছিলেন তিনি ৷

মনুর বাবা ও ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার আধিকারিক রামকৃষ্ণ ভাকের বলেন, ‘‘মনুর পিস্তলের ইলেকট্রনিক্স ট্রিগারের সার্কিটে সমস্যা দেখা যায় ৷’’ ফলে তাঁকে বেসে ফিরতে হয় ৷ সমস্যার সমাধান করে ফের ফায়ারিং রেঞ্জে ফিরে আসেন মনু ৷ কিন্তু ততক্ষণে তাঁর অনেকটা সময় ও ছন্দ দুই নষ্ট হয়ে যায় ৷

আরও পড়ুন : Tokyo Olympics : জয়ের দোরগোড়া থেকে হার, ডবলসে প্রথম রাউন্ড থেকে বিদায় সানিয়া-রায়না জুটির

নিজের প্রথম অলিম্পিকসে বিশ্বের দুই নম্বর তারকা ভাকের শুরুটা করেছিলেন অসাধারণ ওপেনিং শটেই তিনি 98 ও পরের শট গুলিতে যথাক্রমে 95, 94 ও 95 পয়েন্ট তোলেন ৷ কিন্তু তারপরই বন্দুকের সমস্যা দেখা দেয় ৷ এরপর ফিরে আসার চেষ্টা করনে মনু ৷ তবে তা আর সম্ভব হয়নি ৷ শেষ করতে হয় 12 তম স্থানেই ৷

টোকিয়ো, 25 জুলাই : ইভেন্ট চলাকালীন বন্দুকে বিভ্রাটই কি অলিম্পিকস থেকে ছিটকে দিল মনু ভাকেরকে ৷ প্রশ্নটা উঠছে ৷ কারণ রাইফেল পরিবর্তন করতে অনেকটা সময় নষ্ট হয়ে যায় ভাকেরের ৷ তবে তাঁর নাছোড়বান্দা মনোভাবের জন্য কুর্নিশ জানাচ্ছে দেশবাসী ৷

রবিবার 10 মিটার এয়ার রাইফেল ফাইনালের যোগ্যতা অর্জনকারী ম্যাচ চলছিল ৷ দ্বিতীয় সিরিজ়ের মাঝে হঠাৎই ভাকেরের বন্দুকের সার্কিটে ম্যালফাংশন ধরা পড়ে ৷ ফলে বন্দুক পরিবর্তন করতে হয় তাঁকে ৷ ফলে প্রায় পাঁচ মিনিটের মতো তাঁর সময় নষ্ট হয় ৷ একই সঙ্গে নিজের প্রথম অলিম্পিকসে ছন্দও হারান ভাকের ৷ কারণ তার আগে ভাল শুরু করেছিলেন তিনি ৷

মনুর বাবা ও ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার আধিকারিক রামকৃষ্ণ ভাকের বলেন, ‘‘মনুর পিস্তলের ইলেকট্রনিক্স ট্রিগারের সার্কিটে সমস্যা দেখা যায় ৷’’ ফলে তাঁকে বেসে ফিরতে হয় ৷ সমস্যার সমাধান করে ফের ফায়ারিং রেঞ্জে ফিরে আসেন মনু ৷ কিন্তু ততক্ষণে তাঁর অনেকটা সময় ও ছন্দ দুই নষ্ট হয়ে যায় ৷

আরও পড়ুন : Tokyo Olympics : জয়ের দোরগোড়া থেকে হার, ডবলসে প্রথম রাউন্ড থেকে বিদায় সানিয়া-রায়না জুটির

নিজের প্রথম অলিম্পিকসে বিশ্বের দুই নম্বর তারকা ভাকের শুরুটা করেছিলেন অসাধারণ ওপেনিং শটেই তিনি 98 ও পরের শট গুলিতে যথাক্রমে 95, 94 ও 95 পয়েন্ট তোলেন ৷ কিন্তু তারপরই বন্দুকের সমস্যা দেখা দেয় ৷ এরপর ফিরে আসার চেষ্টা করনে মনু ৷ তবে তা আর সম্ভব হয়নি ৷ শেষ করতে হয় 12 তম স্থানেই ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.