টোকিয়ো, 31 জুলাই : প্রথম বাউটেই হেরে টোকিয়ো অলিম্পিকসে থেকে ছিটকে গেলেন ভারতীয় বক্সার অমিত পঙ্ঘল ৷ ফ্লাইওয়েট 52 কেজি বিভাগে অংশগ্রহণ করেন অমিত ৷ টুর্নামেন্টের প্রথম বাছাই ছিলেন এই ভারতীয় বক্সার ৷ হারলেন রিও অলিম্পিকসে রুপো জয়ী কলম্বিয়ার বক্সার ইউবারজেন মার্টিনেজের কাছে ৷ খেলার ফলাফল 4-1 ৷
প্রথম রাউন্ড জিতে দারুণ শুরুও করেছিলেন পঙ্ঘল ৷ যদিও দ্বিতীয় রাউন্ড থেকে ম্যাচের কন্ট্রোল নিয়ে নেন মার্টিনেজ ৷ এই সময় আক্রমণের থেকে বেশি রক্ষণাত্মক খেলতে দেখা যায় পঙ্ঘলকে ৷ তৃতীয় রাউন্ডেও বিচারকদের বিচারে জিতে যান মার্টিনেজ ৷
আরও পড়ুন : Tokyo Olympics : তিরন্দাজিতে ভারতের আশা শেষ, লড়াই করেও হার অতনুর
শেষ ম্যাচে রাজাব মহম্মদকে হারিয়ে এই বাউটে আসেন মার্টিনেজ ৷ পঙ্ঘলই ভারতের প্রথম পুরুষ বক্সার যিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন ৷ তাই স্বাভাবিক ভাবে তাঁর উপর প্রত্যাশার পারদ চড়েছিল ৷ তবে সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ অমিত পঙ্ঘল ৷