ETV Bharat / sports

Tokyo Olympics, INTERVIEW: মা লংয়ের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতার কথা জানালেন শরথ - অচিন্ত্য শরদ কমল

ইটিভি ভারতের সঙ্গে আড্ডায় অলিম্পিক ফেরৎ টেবিল টেনিস খেলোয়াড় শরথ কমল (Sharath Kamal Achanta) ৷ জানালেন মা লংয়ের সঙ্গে তাঁর ম্যাচের অভিজ্ঞতার কথা ৷ শুনলেন আয়ুষ্মান পান্ডে ৷

অচিন্ত্য শরথ কমল
অচিন্ত্য শরথ কমল
author img

By

Published : Jul 29, 2021, 10:53 PM IST

হায়দরাবাদ, 29 জুলাই : ইতিমধ্যে স্বর্ণপদক ঝুলিতে রয়েছে এমন তারকা বিরুদ্ধে লড়ে এসেছেন ৷ জিততে না পারলেও দেশের মানুষের মন জয় করে নিয়েছেন অচিন্ত্য শরথ কমল (Achanta Sharath Kamal) ৷ চিনের মা লং (Ma Long)-এর বিরুদ্ধে লড়াইয়ের সেই অভিজ্ঞতার কথা জানালেন ইটিভি ভারতকে ৷ বলতে গিয়ে শরথ জানালেন, এখনও পর্যন্ত এটাই তাঁর সেরা ম্যাচ ৷

এক দশকেরও বেশি সময় ধরে ভারতীয় জার্সিতে দেখা যাচ্ছে 39 বছর বয়সী শরথকে ৷ জানালেন, মণিকা বাত্রার (Manika Batra) সঙ্গে তাঁর মিক্সড ডাবলসে পদক জেতার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছিল ৷ তবে তিনি বুঝতে পেরেছিলেন যে টোকিয়ো যাওয়ার আগে তাঁকে বেশ কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে ৷ জানালেন ইটিভি ভারতকে তাঁর দেওয়া একান্ত সাক্ষাৎকারে ৷

অচিন্ত্য শরথ কমল
টোকিয়ো অলিম্পকসে মা লংয়ের বিরুদ্ধে শরথ ৷

প্রশ্ন : আপনি লংকে বেশ চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিলেন ৷ মনে হচ্ছিল জিতেই যাবেন আপনি ৷ আপনার প্ল্যান কী ছিল সেই সময় ?

শরথ : টুর্নামেন্ট শুরুর আগেই আমি বুঝতে পারছিলাম যে ম্যাচটি বেশ কঠিন হতে চলেছে ৷ দ্বিতীয় রাউন্ডে অ্যাপোলোনিয়াকে (Tiago Apolónia) হারানো... গত 15 বছরে ওর বিরুদ্ধে জিততে পারিনি... তারপর মা লংয়ের মতো একজন চ্যাম্পিয়ন ৷ আমি প্রথম থেকেই ভেবে নিয়েছিলাম এটা 50-50 চান্স ৷ অন্যদিকে কে খেলছে ভাবব না ৷ আমি আমার সেরাটা দেব ৷ প্রতিপক্ষকে বুঝিয়ে দেব যে, জিততেই এসেছি কোর্টে ৷ তোমাকে জিততে হলে আমার থেকে ভাল খেলতে হবে ৷ আমি হয়তো জিততেও পারতাম অথবা এই ম্যাচটা অন্যরকমও হতে পারত ৷ তবে দুভার্গ্যবতশ হল না ৷ তবে আমি প্রতিপক্ষের উপর চাপ তৈরি করতে পেরেছিলাম ৷ ওঁকে পুরোপুরি কোণঠাসাও করতে পেরেছিলাম ৷ কিন্তু তেমন জায়গা তৈরি হওয়ার পরও ও ফস্কে বেরিয়ে গেল ৷ তবে আমি যে লড়াইটা দিতে পেরেছি তাতে আমি খুশি ৷

প্রশ্ন : শেষ দু'টি সেটে কী হল ? তার স্কোরলাইন থেকে তো ম্যাচটিকে সত্যি বলে মনেই হয় না ।

শরথ : হ্যাঁ, শেষ দু'টি গেম দেখে মনে হবে যেন মা লং আমাকে গোটা ম্যাচেই পুরোপুরি পর্যুদস্ত করে রেখেছিল ৷ তবে খেলাটা দেখলে বোঝা যাবে প্রথম তিনটি গেমে বেশ কঠিন লড়াই ছিল ৷ চতুর্থ এবং পঞ্চম রাউন্ডে ও নিজেকে অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছিল ৷ সেখানেই ও নিজেকে চাপমুক্ত করতে পেরেছিল ৷ আর ও খুব ভাল খেলেওছে ৷ আমার চতুর্থ পয়েন্টটা পেতেই আমাকে খুব লড়তে হল ৷ আমি এত ভাল মানের ম্যাচ খুব কমই খেলেছি ৷

প্রশ্ন : মিক্সড ডাবলসে কী হল ?

শরথ : মিক্সড ডাবলসে আমরা পদক জেতার সম্ভাবনা দেখছিলাম ৷ অন্তত কোয়ার্টার ফাইনালে পৌঁছব বলে মনেও হয়েছিল ৷ আমি তো বলব, আমাদের মিক্সড ডাবলস এবং আমার সিঙ্গলসে ভাগ্য আমাদের সঙ্গে ছিল না ৷ অন্য কোনও জুটির বিরুদ্ধে নামলে মিক্সড ডাবলসে আমাদের সম্ভাবনা ছিল ৷ লিন ইউন-জু (Lin Yun-ju) খুব ভাল খেলেছে ।

প্রশ্ন : পরের অলিম্পিকসে অংশগ্রহণ করার বিষয়ে কিছু ভেবেছেন?

শরথ : ভেবেছি ৷ বিকল্পটি মাথায়ও রেখেছি । তবে এই মুহূর্তেই কোনও সিদ্ধান্ত নিচ্ছি না ৷ এক বছর পরই কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমস ৷ সেগুলির কথা ভাবছি ৷ তারপর পরবর্তী অলিম্পিকসের কথা ভাবব ।

আরও পড়ুন : Tokyo Olympics: টোকিয়ো অলিম্পিকস থেকে ছিটকে গেলেন মেরি কম

হায়দরাবাদ, 29 জুলাই : ইতিমধ্যে স্বর্ণপদক ঝুলিতে রয়েছে এমন তারকা বিরুদ্ধে লড়ে এসেছেন ৷ জিততে না পারলেও দেশের মানুষের মন জয় করে নিয়েছেন অচিন্ত্য শরথ কমল (Achanta Sharath Kamal) ৷ চিনের মা লং (Ma Long)-এর বিরুদ্ধে লড়াইয়ের সেই অভিজ্ঞতার কথা জানালেন ইটিভি ভারতকে ৷ বলতে গিয়ে শরথ জানালেন, এখনও পর্যন্ত এটাই তাঁর সেরা ম্যাচ ৷

এক দশকেরও বেশি সময় ধরে ভারতীয় জার্সিতে দেখা যাচ্ছে 39 বছর বয়সী শরথকে ৷ জানালেন, মণিকা বাত্রার (Manika Batra) সঙ্গে তাঁর মিক্সড ডাবলসে পদক জেতার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছিল ৷ তবে তিনি বুঝতে পেরেছিলেন যে টোকিয়ো যাওয়ার আগে তাঁকে বেশ কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে ৷ জানালেন ইটিভি ভারতকে তাঁর দেওয়া একান্ত সাক্ষাৎকারে ৷

অচিন্ত্য শরথ কমল
টোকিয়ো অলিম্পকসে মা লংয়ের বিরুদ্ধে শরথ ৷

প্রশ্ন : আপনি লংকে বেশ চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিলেন ৷ মনে হচ্ছিল জিতেই যাবেন আপনি ৷ আপনার প্ল্যান কী ছিল সেই সময় ?

শরথ : টুর্নামেন্ট শুরুর আগেই আমি বুঝতে পারছিলাম যে ম্যাচটি বেশ কঠিন হতে চলেছে ৷ দ্বিতীয় রাউন্ডে অ্যাপোলোনিয়াকে (Tiago Apolónia) হারানো... গত 15 বছরে ওর বিরুদ্ধে জিততে পারিনি... তারপর মা লংয়ের মতো একজন চ্যাম্পিয়ন ৷ আমি প্রথম থেকেই ভেবে নিয়েছিলাম এটা 50-50 চান্স ৷ অন্যদিকে কে খেলছে ভাবব না ৷ আমি আমার সেরাটা দেব ৷ প্রতিপক্ষকে বুঝিয়ে দেব যে, জিততেই এসেছি কোর্টে ৷ তোমাকে জিততে হলে আমার থেকে ভাল খেলতে হবে ৷ আমি হয়তো জিততেও পারতাম অথবা এই ম্যাচটা অন্যরকমও হতে পারত ৷ তবে দুভার্গ্যবতশ হল না ৷ তবে আমি প্রতিপক্ষের উপর চাপ তৈরি করতে পেরেছিলাম ৷ ওঁকে পুরোপুরি কোণঠাসাও করতে পেরেছিলাম ৷ কিন্তু তেমন জায়গা তৈরি হওয়ার পরও ও ফস্কে বেরিয়ে গেল ৷ তবে আমি যে লড়াইটা দিতে পেরেছি তাতে আমি খুশি ৷

প্রশ্ন : শেষ দু'টি সেটে কী হল ? তার স্কোরলাইন থেকে তো ম্যাচটিকে সত্যি বলে মনেই হয় না ।

শরথ : হ্যাঁ, শেষ দু'টি গেম দেখে মনে হবে যেন মা লং আমাকে গোটা ম্যাচেই পুরোপুরি পর্যুদস্ত করে রেখেছিল ৷ তবে খেলাটা দেখলে বোঝা যাবে প্রথম তিনটি গেমে বেশ কঠিন লড়াই ছিল ৷ চতুর্থ এবং পঞ্চম রাউন্ডে ও নিজেকে অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছিল ৷ সেখানেই ও নিজেকে চাপমুক্ত করতে পেরেছিল ৷ আর ও খুব ভাল খেলেওছে ৷ আমার চতুর্থ পয়েন্টটা পেতেই আমাকে খুব লড়তে হল ৷ আমি এত ভাল মানের ম্যাচ খুব কমই খেলেছি ৷

প্রশ্ন : মিক্সড ডাবলসে কী হল ?

শরথ : মিক্সড ডাবলসে আমরা পদক জেতার সম্ভাবনা দেখছিলাম ৷ অন্তত কোয়ার্টার ফাইনালে পৌঁছব বলে মনেও হয়েছিল ৷ আমি তো বলব, আমাদের মিক্সড ডাবলস এবং আমার সিঙ্গলসে ভাগ্য আমাদের সঙ্গে ছিল না ৷ অন্য কোনও জুটির বিরুদ্ধে নামলে মিক্সড ডাবলসে আমাদের সম্ভাবনা ছিল ৷ লিন ইউন-জু (Lin Yun-ju) খুব ভাল খেলেছে ।

প্রশ্ন : পরের অলিম্পিকসে অংশগ্রহণ করার বিষয়ে কিছু ভেবেছেন?

শরথ : ভেবেছি ৷ বিকল্পটি মাথায়ও রেখেছি । তবে এই মুহূর্তেই কোনও সিদ্ধান্ত নিচ্ছি না ৷ এক বছর পরই কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমস ৷ সেগুলির কথা ভাবছি ৷ তারপর পরবর্তী অলিম্পিকসের কথা ভাবব ।

আরও পড়ুন : Tokyo Olympics: টোকিয়ো অলিম্পিকস থেকে ছিটকে গেলেন মেরি কম

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.