ETV Bharat / sports

ওয়ার্ল্ড ট্য়ুর ফাইনালসের দ্বিতীয় ম্য়াচেও হার সিন্ধুর

ওয়ার্ল্ড ট্য়ুর ফাইনালসের দ্বিতীয় ম্য়াচেও হারলেন পি ভি সিন্ধু ৷ প্রতিপক্ষ থাইল্য়ান্ডের রাটচ্য়ানক ইনটাননের বিরুদ্ধে 18-21, 13-21 গেমে হারলেন তিনি ৷ অন্যদিকে, পুরুষ বিভাগে তাইওয়ানের প্রতিপক্ষের কাছে হারলেন কিদাম্বি শ্রীকান্ত ৷ তাঁর ম্যাচের ফল 21-19, 9-21, 19-21.

world-tour-finals-sindhu-suffers-second-consecutive-loss-gets-beaten-by-intanon
ওয়ার্ল্ড ট্য়ুর ফাইনালসের গ্রুপের দ্বিতীয় ম্য়াচেও হার পি ভি সিন্ধুর
author img

By

Published : Jan 28, 2021, 6:10 PM IST

ব্যাঙ্কক, 28 জানুয়ারি : করোনা পরবর্তী পরিস্থিতিতে ব্য়াডমিন্টন কোর্টে ফিরলেও, ছন্দে নেই ভারতের তারকা শাটলার পি ভি সিন্ধু ৷ ওয়ার্ল্ড ট্য়ুর ফাইনালস-র গ্রুপের দ্বিতীয় ম্য়াচেও হারলেন তিনি ৷ প্রতিপক্ষ থাইল্য়ান্ডের রাটচ্য়ানক ইনটাননের বিরুদ্ধে 18-21, 13-21 গেমে হারলেন সিন্ধু ৷ তবে, প্রথম গেমে থাইল্য়ান্ডের প্রতিপক্ষকে টক্কর দিয়েছিলেন হায়দরাবাদি শাটলার ৷ একসময় দু’জনের পয়েন্ট ছিল 18-18. সেখান থেকে রাটচ্য়ানক ইনটানন 18-21 পয়েন্ট নিয়ে প্রথম গেম জেতেন ৷

দ্বিতীয় গেমের শুরুতেও দু’জনে সমানে সমানে লড়াই চালাচ্ছিলেন ৷ তবে, কয়েকটি পয়েন্ট পেরনোর পরেই সিন্ধুর থাই প্রতিপক্ষ লিড নিতে শুরু করেন ৷ গিয়ার শিফট করে পি ভি সিন্ধুর উপর চেপে বসেন রাটচ্য়ানক ইনটানন ৷ 43 মিনিটের মধ্য়ে ম্য়াচের ফলাফল সামনে চলে আসে ৷ গ্রুপের প্রথম ম্যাচে সিন্ধু তাইওয়ানের প্রতিপক্ষ তাই তুজ়ু-ইয়ং-এর কাছে 19-21, 21-12 এবং 21-17 গেমে ম্যাচ হারেন ৷

আরও পড়ুন : "অবসর নিচ্ছি", সিন্ধুর টুইটে টুইস্ট

এর আগে দিনের শুরুতে পুরুষ বিভাগে কিদাম্বি শ্রীকান্ত লড়াই করলেও ম্যাচের ফল নিজের দিকে করতে ব্যর্থ হননি ৷ তিনি তাইওয়ানের ওয়াং তুজ়ু-ওয়েই এর কাছে হেরেছেন ৷ এটা কিদাম্বি শ্রীকান্তের গ্রুপ স্টেজের দ্বিতীয় ম্য়াচ ছিল ৷ শ্রীকান্তের ম্য়াচের ফলাফল 21-19, 9-21, 19-21.

ব্যাঙ্কক, 28 জানুয়ারি : করোনা পরবর্তী পরিস্থিতিতে ব্য়াডমিন্টন কোর্টে ফিরলেও, ছন্দে নেই ভারতের তারকা শাটলার পি ভি সিন্ধু ৷ ওয়ার্ল্ড ট্য়ুর ফাইনালস-র গ্রুপের দ্বিতীয় ম্য়াচেও হারলেন তিনি ৷ প্রতিপক্ষ থাইল্য়ান্ডের রাটচ্য়ানক ইনটাননের বিরুদ্ধে 18-21, 13-21 গেমে হারলেন সিন্ধু ৷ তবে, প্রথম গেমে থাইল্য়ান্ডের প্রতিপক্ষকে টক্কর দিয়েছিলেন হায়দরাবাদি শাটলার ৷ একসময় দু’জনের পয়েন্ট ছিল 18-18. সেখান থেকে রাটচ্য়ানক ইনটানন 18-21 পয়েন্ট নিয়ে প্রথম গেম জেতেন ৷

দ্বিতীয় গেমের শুরুতেও দু’জনে সমানে সমানে লড়াই চালাচ্ছিলেন ৷ তবে, কয়েকটি পয়েন্ট পেরনোর পরেই সিন্ধুর থাই প্রতিপক্ষ লিড নিতে শুরু করেন ৷ গিয়ার শিফট করে পি ভি সিন্ধুর উপর চেপে বসেন রাটচ্য়ানক ইনটানন ৷ 43 মিনিটের মধ্য়ে ম্য়াচের ফলাফল সামনে চলে আসে ৷ গ্রুপের প্রথম ম্যাচে সিন্ধু তাইওয়ানের প্রতিপক্ষ তাই তুজ়ু-ইয়ং-এর কাছে 19-21, 21-12 এবং 21-17 গেমে ম্যাচ হারেন ৷

আরও পড়ুন : "অবসর নিচ্ছি", সিন্ধুর টুইটে টুইস্ট

এর আগে দিনের শুরুতে পুরুষ বিভাগে কিদাম্বি শ্রীকান্ত লড়াই করলেও ম্যাচের ফল নিজের দিকে করতে ব্যর্থ হননি ৷ তিনি তাইওয়ানের ওয়াং তুজ়ু-ওয়েই এর কাছে হেরেছেন ৷ এটা কিদাম্বি শ্রীকান্তের গ্রুপ স্টেজের দ্বিতীয় ম্য়াচ ছিল ৷ শ্রীকান্তের ম্য়াচের ফলাফল 21-19, 9-21, 19-21.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.