লন্ডন, 11 জুলাই : মহিলা উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টি ৷ শনিবার কেরিয়ারের প্রথম উইম্বলডন ট্রফি জিতলেন বিশ্ব মহিলা টেনিসের এক নম্বর তারকা ৷ যিনি একই সঙ্গে ক্রিকেটও খেলেছেন ৷ শনিবার প্রতিপক্ষ চেক রিপাবলিকের কারোলিনা প্লিসকোভাকে 6-3, 6-7 (4-7), 6-3 সেটে হারিয়ে মহিলা উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছেন অ্যাশলে বার্টি ৷ অজি টেনিস তারকার হাতে চ্যাম্পিয়নের খেতাব তুলে দেন হওয়ার পর ডিউক অ্যান্ড ডাচেস অফ কেমব্রিজ কেট মিডলটন ৷
শনিবার মহিলাদের উইম্বলডন ফাইনালে মুখোমুখি হন অ্যাশলে বার্টি এবং কারোলিনা প্লিসকোভা ৷ ম্যাচের শুরু থেকেই নিজের টেনিস ব়্যাঙ্কিং-এ এক নম্বর হওয়ার প্রমাণ দিতে শুরু করেন অ্যাশলে ৷ প্রথম সেট 6-3 গেমে নিজের নামে করেন অস্ট্রেলিয়ান এই টেনিস তারকা ৷ তবে, সহজে ম্য়াচ ছেড়ে দেননি প্রতিপক্ষ কারোলিনা প্লিসকোভা ৷ দ্বিতীয় সেটে কঠিন লড়াই দেন চেক রিপাবলিকের টেনিস খেলোয়াড় ৷ টাই 6-7 গেমে টাই হয় দ্বিতীয় সেট ৷ তবে, দ্বিতীয় সেটে একটা সময় 3-1 গেমে এগিয়ে ছিলেন অ্যাশলে ৷ প্রথম গেম খোয়ানোর পর, পরের তিনটি গেম জিতে কামব্যাক করেন তিনি ৷ তবে, কারোলিনা প্লিসকোভা সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় সেট টাই করেন ৷ এর পর টাইব্রেকার রাউন্ডে অ্যাশলে বার্টিকে আরও চাপে ফেলে দেন প্লিসকোভা ৷ টাইব্রেকারে 4-7 গেমে কার্যত উড়িয়ে দেন বিশ্বের এক নম্বরকে ৷
-
The Boy from Oz was watching and celebrating The Girl from Oz...@RealHughJackman x @ashbarty #Wimbledon pic.twitter.com/y9wlopcCz9
— Wimbledon (@Wimbledon) July 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The Boy from Oz was watching and celebrating The Girl from Oz...@RealHughJackman x @ashbarty #Wimbledon pic.twitter.com/y9wlopcCz9
— Wimbledon (@Wimbledon) July 11, 2021The Boy from Oz was watching and celebrating The Girl from Oz...@RealHughJackman x @ashbarty #Wimbledon pic.twitter.com/y9wlopcCz9
— Wimbledon (@Wimbledon) July 11, 2021
দ্বিতীয় রাউন্ডে প্লিসকোভার দাপট দেখে, তৃতীয় তথা ফাইনাল সেটের খেলা জমে উঠবে বলেই আশা করেছিলেন সেন্টার কোর্টে উপস্থিত দর্শকরা ৷ তবে, তৃতীয় রাউন্ডে চেক রিপাবলিকান প্রতিপক্ষকে মাথা তুলতে দেননি অ্যাশলে বার্টি ৷ 6-3 গেমে তৃতীয় সেট নিজের নামে করার পাশাপাশি কেরিয়ারের প্রথম উইম্বলডন খেতাব জিতে নেন তিনি ৷ এর আগে 2019 সালে ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হন অ্যাশলে বার্টি ৷ আর এবার উইম্বলডন খেতাব জেতার পর কেরিয়ারে দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী হলেন এই অজি ৷
-
An incredibly special moment.#Wimbledon pic.twitter.com/6zw69ZvmhV
— Wimbledon (@Wimbledon) July 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">An incredibly special moment.#Wimbledon pic.twitter.com/6zw69ZvmhV
— Wimbledon (@Wimbledon) July 11, 2021An incredibly special moment.#Wimbledon pic.twitter.com/6zw69ZvmhV
— Wimbledon (@Wimbledon) July 11, 2021
আরও পড়ুন : Wimbledon Open 2021 : প্রথম বাছাই অ্যাশলে বার্টিকে হারিয়ে ইতিহাসে নাম তুলতে পারবেন ক্যারোলিনা প্লিসস্কোভা ?
বিশ্ব মহিলা টেনিসের এক নম্বর তারকার আরও একটি বড় প্রতিভা আছে ৷ তিনি ক্রিকেটার ৷ বাইশ গজেও ব্যাট হাতে তাঁকে দেখা গিয়েছে ৷ 2015 সালে অস্ট্রেলিয়ার টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগ মহিলাদের বিগ ব্যাশে লিগে ব্রিসবেন হিটের হয়ে খেলেছেন অ্যাশলে বার্টি ৷ 2014 সালে টেনিস থেকে কিছুদিনের জন্য বিশ্রাম নিয়েছিলেন ৷ এর পর 2015 সালে বিগ ব্যাশে অংশ নেন তিনি ৷ তার পর 2016 সালে ফের টেনিস কোর্টে ফিরে আসেন এবং শনিবার কেরিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতে নিলেন ৷ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ তাঁকে শুভেচ্ছা জানিয়েছে টুইট করেছেন ৷
আরও পড়ুন : Wimbledon Open 2021: জিতলেন জকোভিচ, ফাইনালে ফেডেরার, নাদালকে ছোঁয়ার হাতছানি
অন্যদিকে, 2012 সাল অর্থাৎ, 9 বছর পর মহিলাদের উইম্বলডন ফাইনালের ম্যাচ তৃতীয় সেট পর্যন্ত গেল ৷ 2012 সালে শেষবার মার্কিন টেনিস তারকা তথা বিশ্বের প্রাক্তন এক নম্বর সেরিনা উইলিয়ামস বনাম অ্যাগনিয়েস্কা রাদওয়ানস্কার মধ্যে খেলা উইম্বলডন ফাইনালের ম্যাচ তৃতীয় রাউন্ডে গিয়েছিল ৷