ETV Bharat / sports

ফেডেরার, নাদালকে ছাড়াই শুরু US ওপেন - ড্যানি মেদভেদেভ

আর্থার অ্যাশ স্টেডিয়ামে নিজের চতুর্থ ওপেনের জন্য বসিনিয়া ও হার্জেগোভেনিয়ার ড্যামিয়ার জ়ুমহুরের বিরুদ্ধে টুর্নামেন্ট শুরু করবেন নোভাক জকোভিচ ৷ তবে 1999 সালের পর এই প্রথম US ওপেনে নেই রজার ফেডেরার ও রাফায়েল নাদালকে ৷

US open
সেরেনা উইলিয়ামস ও নোভাক জোকভিচ
author img

By

Published : Aug 31, 2020, 10:46 PM IST

ওয়াশিংটন, 31 অগাস্ট : কোরোনা পরিস্থিতির পরবর্তী সময়ে টেনিস ভক্তদের জন্য সুখবর ৷ শুরু হয়েছে US ওপেন ৷ আজ থেকে নিউইয়র্কে দর্শকশূন্য বাবলে টুর্নামেন্ট শুরু হয় ৷

সিনসিনাটি মাস্টার্স টাইটেল জেতার পর নিজের 18তম গ্রান্ড স্ল্যামের লক্ষ্য নিয়ে মাঠে নামছেন নোভাক জকোভিচ ৷ আর্থার অ্যাশ স্টেডিয়ামে নিজের চতুর্থ ওপেনের জন্য বসিনিয়া ও হার্জেগোভেনিয়ার ড্যামিয়ার জ়ুমহুরের বিরুদ্ধে টুর্নামেন্ট শুরু করবেন তিনি ৷ তবে 1999 সালের পর এই প্রথম US ওপেনে দেখা যাবে না রজার ফেডেরার ও রাফায়েল নাদালকে ৷

নোভাক জকোভিচ US ওপেনে প্রথম বাছাই খেলোয়াড় ৷ দ্বিতীয় বাছাই অস্ট্রিয়ান ডোমিনিক থিয়েম ও তৃতীয় বাছাই 2019 US ওপেন রানার্স রাশিয়ার ড্যানি মেদভেদেভ ৷

এবারের US ওপেনে ভারতের নম্বর ওয়ান সিঙ্গল খেলোয়াড় সুমিত নাগল অংশগ্রহণ করেছেন ৷ প্রথম রাউন্ডে তাঁর প্রতিদ্বন্দ্বী অ্যামেরিকার ব্রাডলি লামহ ৷ প্রথম রাউন্ড অতিক্রম করতে পারলে দ্বিতীয় রাউন্ডে ডোমিনিক থিয়েমের মুখোমুখি হতে পারেন তিনি ৷ নাগলের এটি দ্বিতীয় স্ট্রেট US ওপেন ড্র ৷ গত বছর কোয়ালিফায়ার রাউন্ড ও ফেডেরারের বিরুদ্ধে অবিস্মরণীয় ম্যাচ খেলার পর তিনি US ওপেন খেলবেন ৷

পুরুষদের ডবলে ভারতের দুই জন প্রতিযোগী আছেন ৷ রোহন বোপান্না খেলবেন ডেনিস শাপোভালভকে সঙ্গী করে ৷ অন্যদিকে দিভিজ শরণ নিকোলা কাসিককে সঙ্গী করে কোর্টে নামবেন ৷

অন্যদিকে মহিলাদের প্রতিযোগিতায় নিজের 24 তম গ্রান্ড স্ল্যামের লক্ষ্য নিয়ে কোর্টে নামবেন সেরেনা উইলিয়ামস ৷ US ওপেন জয় করতে পারলে মার্গারেট কোর্টের সর্বকালের রেকর্ড স্পর্শ করবেন তিনি ৷

ওয়াশিংটন, 31 অগাস্ট : কোরোনা পরিস্থিতির পরবর্তী সময়ে টেনিস ভক্তদের জন্য সুখবর ৷ শুরু হয়েছে US ওপেন ৷ আজ থেকে নিউইয়র্কে দর্শকশূন্য বাবলে টুর্নামেন্ট শুরু হয় ৷

সিনসিনাটি মাস্টার্স টাইটেল জেতার পর নিজের 18তম গ্রান্ড স্ল্যামের লক্ষ্য নিয়ে মাঠে নামছেন নোভাক জকোভিচ ৷ আর্থার অ্যাশ স্টেডিয়ামে নিজের চতুর্থ ওপেনের জন্য বসিনিয়া ও হার্জেগোভেনিয়ার ড্যামিয়ার জ়ুমহুরের বিরুদ্ধে টুর্নামেন্ট শুরু করবেন তিনি ৷ তবে 1999 সালের পর এই প্রথম US ওপেনে দেখা যাবে না রজার ফেডেরার ও রাফায়েল নাদালকে ৷

নোভাক জকোভিচ US ওপেনে প্রথম বাছাই খেলোয়াড় ৷ দ্বিতীয় বাছাই অস্ট্রিয়ান ডোমিনিক থিয়েম ও তৃতীয় বাছাই 2019 US ওপেন রানার্স রাশিয়ার ড্যানি মেদভেদেভ ৷

এবারের US ওপেনে ভারতের নম্বর ওয়ান সিঙ্গল খেলোয়াড় সুমিত নাগল অংশগ্রহণ করেছেন ৷ প্রথম রাউন্ডে তাঁর প্রতিদ্বন্দ্বী অ্যামেরিকার ব্রাডলি লামহ ৷ প্রথম রাউন্ড অতিক্রম করতে পারলে দ্বিতীয় রাউন্ডে ডোমিনিক থিয়েমের মুখোমুখি হতে পারেন তিনি ৷ নাগলের এটি দ্বিতীয় স্ট্রেট US ওপেন ড্র ৷ গত বছর কোয়ালিফায়ার রাউন্ড ও ফেডেরারের বিরুদ্ধে অবিস্মরণীয় ম্যাচ খেলার পর তিনি US ওপেন খেলবেন ৷

পুরুষদের ডবলে ভারতের দুই জন প্রতিযোগী আছেন ৷ রোহন বোপান্না খেলবেন ডেনিস শাপোভালভকে সঙ্গী করে ৷ অন্যদিকে দিভিজ শরণ নিকোলা কাসিককে সঙ্গী করে কোর্টে নামবেন ৷

অন্যদিকে মহিলাদের প্রতিযোগিতায় নিজের 24 তম গ্রান্ড স্ল্যামের লক্ষ্য নিয়ে কোর্টে নামবেন সেরেনা উইলিয়ামস ৷ US ওপেন জয় করতে পারলে মার্গারেট কোর্টের সর্বকালের রেকর্ড স্পর্শ করবেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.