ETV Bharat / sports

অস্ট্রেলিয়ান ওপেনে অঘটন, গতবারের চ্যাম্পিয়নকে হারালেন 15 বছরের কোকো - COCO GUFF BEAT OSAKA

ফের অঘটন অস্ট্রেলিয়ান ওপেনে ৷ গতবারের চ্যাম্পিয়নকে হারালেন 15 বছরের অ্যামেরিকান টেনিস তারকা ৷ ভেনাসের পর ওসাকাকে হারিয়ে চমক দিলেন কোকো গাফ ৷

image
কোকো গাফ
author img

By

Published : Jan 24, 2020, 9:05 PM IST

মেলবোর্ন, 24 জানুয়ারি : শুক্রবার ছিল অস্ট্রেলিয়া ওপেনে অঘটনের দিন ৷ সকালেই ওয়াং চিয়াংয়ের কাছে হেরে অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নেন সেরেনা উইলিয়াম ৷ এরপর বিশ্বের তিন নম্বর তারকা নাওমি ওসাকাকে হারিয়ে চমক দেন অ্যামেরিকান টেনিস তারকা কোকো গাফ ৷

গতবারের অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হন ওসাকা ৷ শুক্রবার ওসাকাকে স্ট্রেট সেটে হারান 15 বছরের মার্কিন টেনিস তারকা ৷ খেলার ফলাফল 6-3, 6-4 ৷ গতবারের চ্যাম্পিয়নকে খেলা ধরতেই দেননি কোকো ৷ নিজের দুটি মেজর টাইটেল US ওপেন ও অস্ট্রেলিয়ান ওপেন কোনওটাই ধরে রাখতে পারলেন না ওসাকা ৷

15 বছরের গাফ অস্ট্রেলিয়ান ওপেন শুরু করেন 7 বারের গ্রান্ড স্ল্যাম জয়ী ভেনাস উইলিয়ামকে হারিয়ে ৷ ভেনাসকে স্ট্রেট সেট 7-6, 6-3 হারান কোকো গাফ ৷ দ্বিতীয় রাউন্ডে হারান রোমানিয়া টেনিস তারকা সোরানা ক্রিস্টিয়াকে ৷

মেলবোর্ন, 24 জানুয়ারি : শুক্রবার ছিল অস্ট্রেলিয়া ওপেনে অঘটনের দিন ৷ সকালেই ওয়াং চিয়াংয়ের কাছে হেরে অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নেন সেরেনা উইলিয়াম ৷ এরপর বিশ্বের তিন নম্বর তারকা নাওমি ওসাকাকে হারিয়ে চমক দেন অ্যামেরিকান টেনিস তারকা কোকো গাফ ৷

গতবারের অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হন ওসাকা ৷ শুক্রবার ওসাকাকে স্ট্রেট সেটে হারান 15 বছরের মার্কিন টেনিস তারকা ৷ খেলার ফলাফল 6-3, 6-4 ৷ গতবারের চ্যাম্পিয়নকে খেলা ধরতেই দেননি কোকো ৷ নিজের দুটি মেজর টাইটেল US ওপেন ও অস্ট্রেলিয়ান ওপেন কোনওটাই ধরে রাখতে পারলেন না ওসাকা ৷

15 বছরের গাফ অস্ট্রেলিয়ান ওপেন শুরু করেন 7 বারের গ্রান্ড স্ল্যাম জয়ী ভেনাস উইলিয়ামকে হারিয়ে ৷ ভেনাসকে স্ট্রেট সেট 7-6, 6-3 হারান কোকো গাফ ৷ দ্বিতীয় রাউন্ডে হারান রোমানিয়া টেনিস তারকা সোরানা ক্রিস্টিয়াকে ৷

New Delhi, Jan 24 (ANI): Chief Justice of India, SA Bobde attended '79th Foundation Day of Income Tax Appellate Tribunal' (ITAT) in Delhi on Jan 24. Speaking at the event, CJI said, "In 2008, the UN's Development Program picked up Indian Income Tax Appellate Tribunal as a case study of success story from developing world and projected it as a role model at UNDP event in New York for other developing nations."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.