লন্ডন, 16 নভেম্বর : 1 নম্বর থেকে বছর শেষ করছেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ ৷ যা তাঁর কাছে খুবই গর্বের বলে মনে করছেন সার্বিয়ান এই তারকা ৷ তবে, শুধুমাত্র এক নম্বরে থেকে বছর শেষ করা নয় ৷ পরপর ছ’বছর বিশ্ব টেনিসে এক নম্বর স্থান ধরে রেখেছেন নোভাক ৷ তাঁর ছোটোবেলার অনুপ্রেরণা সাম্প্রাসের একমাত্র এই রেকর্ড রয়েছে ৷ 1993 থেকে 1998 সাল পর্যন্ত বিশ্ব টেনিসে এক নম্বরে সাম্প্রাস ছিলেন তাঁকে এবছর ছুঁয়ে ফেললেন জকোভিচ ৷
-
Even though I’m standing by myself here, this trophy equally belongs to all of my family, #TeamDjokovic, #NoleFam, and people who always believed in me and tirelessly supported me on this wonderful journey. I am very happy to celebrate another big milestone here in London. pic.twitter.com/GtL4dPZft5
— Novak Djokovic (@DjokerNole) November 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Even though I’m standing by myself here, this trophy equally belongs to all of my family, #TeamDjokovic, #NoleFam, and people who always believed in me and tirelessly supported me on this wonderful journey. I am very happy to celebrate another big milestone here in London. pic.twitter.com/GtL4dPZft5
— Novak Djokovic (@DjokerNole) November 16, 2020Even though I’m standing by myself here, this trophy equally belongs to all of my family, #TeamDjokovic, #NoleFam, and people who always believed in me and tirelessly supported me on this wonderful journey. I am very happy to celebrate another big milestone here in London. pic.twitter.com/GtL4dPZft5
— Novak Djokovic (@DjokerNole) November 16, 2020
সোমবার থেকে লন্ডনে ATP ফাইনাল টুর্নামেন্টে খেলতে নামছেন নোভাক জকোভিচ ৷ তাঁর আগে এক সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি খুবই গর্বিত লাগাতার ছ’বছর এক নম্বর স্থান ধরে রাখতে পেরে ৷ তবে, কোরোনা মহামারির মধ্য়ে এই আনন্দটা তিনি উপভোগ করতে পারছেন না বলে জানান ৷ নোভাক বলেন, বিশ্ব জুড়ে যেসব মানুষ এই কঠিন পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করছেন তাঁদের জন্য় তাঁর চিন্তা হয় ৷ সোমবার ATP ফাইনাল টুর্নামেন্টের প্রথম ম্য়াচে নামছেন নোভাক ৷ যেখানে তাঁর প্রতিপক্ষ দিয়েগো স্কোয়ার্টজ়ম্য়ান ৷ এবছর ষষ্ঠবারের জন্য় ATP ফাইনাল জেতার লক্ষ্য়ে মাঠে নামবেন টেনিস কোর্টের সুপারম্য়ান ৷