কলকাতা, 30 অগাস্ট : রাজ্য টেবিল টেনিস প্রতিযোগিতায় পুরুষ বিভাগের খেতাব জিতলেন আকাশ পাল । বৃহস্পতিবার রাজ্য TT-র শেষ দিনে 17 বছরের আকাশ প্রতিযোগিতার শীর্ষ বাছাই অর্জুন ঘোষকে সেমিফাইনালে পরাজিত করেন ৷ পরে ফাইনালে অনির্বাণ ঘোষকে পরাজিত করে রাজ্য সেরার খেতাব জিতে নেন তিনি । ম্যাচের ফল 11-7, 11-9, 11-9, 11-4 । শুধু রাজ্য সেরা হওয়াই নয় 17 বছর বয়সে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার নজির বাংলার টেবিল টেনিসে প্রথম বার ।
মহিলা বিভাগে বাজিমাত করলেন প্রাপ্তি সেন । জয়ন্ত পুশিলালের ছাত্রী প্রাপ্তি টেবিল টেনিসে দেশের অন্যতম সেরা প্রতিভা । জাতীয় স্তরে 9 নম্বর র্যাঙ্কিংয়ে থাকা প্রাপ্তি উত্তর 24 পরগনার মৌমিতা দত্তকে 11-7, 13-11, 14-12, 11-9 পয়েন্টে পরাজিত করেন । মহিলা বিভাগে এবার একের পর এক অঘটন ঘটেছে । কৃত্তিকা সিন্হা রায় সেমিফাইনালে প্রাপ্তির কাছে পরাজিত হয়েছেন । মৌসুমী পাল কোয়ার্টার ফাইনালে কৌশানী নাথের কাছে হেরে গিয়েছেন । অন্যদিকে ঐহিকা মুখার্জি মেয়েদের দলগত বিভাগের ফাইনালে খেলার সময় চোট পেয়ে ছিটকে গিয়েছেন চলতি বছরে ।
রাজ্য TT-র জুনিয়র ছেলে ও মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন অনিকেত সেন ও পয়মন্তী বৈশ্য । বেলঘরিয়া আথলেটিক্স ক্লাবের কোচ শুভজিৎ সাহার ছাত্র অনিকেত ফাইনালে আবির রায়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন । সাব-জুনিয়র বিভাগে ছেলেদের মধ্যে এক নম্বর খেলোয়াড় উত্তর 24 পরগনার বেলঘরিয়া আথলেটিক্স ক্লাবের শুভজিৎ সাহার অপর ছাত্র বোধিসত্ত্ব চৌধুরি খেতাব জিততে ব্যর্থ হয়েছেন এ বার । ফাইনালে দক্ষিণ কলকাতার সৌমিল মুখার্জির কাছে পরাজিত হন তিনি । এই বিভাগের মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন উত্তর 24 পরগনার পৃথকী চক্রবর্তী ।
যুব স্তরের পুরুষ ও মহিলা বিভাগে খেতাব আকাশ পাল ও মৌমিতা দত্তর । আকাশ এই বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় এবারের রাজ্য TT-তে দ্বিমুকুট জয়ের কৃতিত্ব দেখালেন । ক্যাডেট বয়েজ ও গার্লস বিভাগে খেতাব প্রত্যুষ মণ্ডল ও নন্দিনী সাহার । নার্সারি বিভাগে খেতাব সৃজন দেব মান্না ও আরুষি নন্দীর ।
রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সফল খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন । ছিলেন প্রাক্তন ফুটবলার সুকুমার সমাজপতি । তবে এবারের রাজ্য চ্যাম্পিয়নশিপ অব্যবস্থায় ভরা । ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বদলে কেন রামগড় প্রগতি সংঘে আয়োজন করা হয়েছিল তার সঠিক উত্তর মেলেনি । সমস্যা মিটিয়ে BSTT গঠন হওয়ার পরে এটাই ছিল প্রথম রাজ্য মিট । আয়োজক হিসেবে অব্যবস্থার দায় রাজ্য টেবিল টেনিস সংস্থার সচিব শর্মি সেনগুপ্ত এড়াতে পারেন না, বিরোধী সংস্থার তরফে প্রশ্ন উঠেছে এমনটাই । অপ্রতুল জায়গায় মাত্র দশটি বোর্ডে রাজ্য চ্যাম্পিয়নশিপ আয়োজন করায় হেনস্থা হতে হয়েছে খেলোয়াড়দের । বৃষ্টির জলে ম্যাট ভিজে যাওয়ায় অসুবিধায় পড়েছেন তাঁরা । ঐহিকার চোটের কারণও ভিজে ম্যাট । শীর্ষ কর্তা স্বপন ব্যানার্জি যদিও এই অব্যবস্থা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি । প্রতিযোগিতা আয়োজনের প্রতিটি পদক্ষেপে ভুল রয়েছে বলে অভিযোগ করেছেন রাজ্য সংস্থার বিরোধী পক্ষ ।