ETV Bharat / sports

ভূপতির প্রতি 'অবিচার' নিয়ে সরব জয়দীপ - India to play devis cup tie in Pakistan

পাকিস্তানে গিয়ে ডেভিস কাপের এশিয়া-ওশেনিয়া গ্রুপের টাই খেলবে ভারতীয় দল । পাকিস্তানে গিয়ে এই টাই খেলতে অরাজি থাকার কথা জানিয়েছিলেন নন প্লেয়িং ক্যাপ্টেন মহেশ ভূপতি ও কয়েক জন সিনিয়র খেলোয়াড় । 14 নভেম্বর বৃহস্পতিবার AITA যে আট সদস্যের দল ঘোষণা করেছে তা থেকে নন প্লেয়িং ক্যাপ্টেন মহেশ ভূপতিকে সরিয়ে দেওয়া হয়েছে । নন প্লেয়িং ক্যাপ্টেন করা হয়েছে রোহিত রাজপালকে ।

দেখুন
author img

By

Published : Nov 16, 2019, 11:18 AM IST

Updated : Nov 16, 2019, 12:44 PM IST

কলকাতা , 16 নভেম্বর : ডেভিস কাপের দল নির্বাচন ও নন প্লেয়িং ক্যাপ্টেন মহেশ ভূপতির অপসারণ নিয়ে AITA-র কড়া সমালোচনা করলেন জয়দীপ মুখার্জি । যেভাবে ভারতীয় টেনিস কর্তারা পাকিস্তানের বিরুদ্ধে ডেভিস কাপের ম্যাচের দল নির্বাচনে পদক্ষেপ নিয়েছেন, তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন ডেভিস কাপার ।

পাকিস্তানে গিয়ে 29 ও 30 নভেম্বর এশিয়া-ওশেনিয়া গ্রুপের টাই খেলবে ভারতীয় দল । পাকিস্তানে গিয়ে এই টাই খেলতে অরাজি থাকার কথা জানিয়েছিলেন নন প্লেয়িং ক্যাপ্টেন মহেশ ভূপতি ও কয়েক জন সিনিয়র খেলোয়াড় । যা অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন মোটেই ভালো ভাবে দেখেনি ।

14 নভেম্বর বৃহস্পতিবার AITA যে আট সদস্যের দল ঘোষণা করেছে তা থেকে নন প্লেয়িং ক্যাপ্টেন মহেশ ভূপতিকে সরিয়ে দেওয়া হয়েছে । নন প্লেয়িং ক্যাপ্টেন করা হয়েছে রোহিত রাজপালকে । রিজ়ার্ভ সহ আট জনের দলে ফিরিয়ে আনা হয়েছে লিয়েন্ডার পেজ়কে । শুধু তাই নয়, তাঁকে রাখা হয়েছে মূল পাঁচজনের দলে । মহেশ ভূপতির অপসারণে ক্ষুব্ধ প্রাক্তন ডেভিস কাপার জয়দীপ মুখার্জি ।

চতুর্থ প্রেমজিৎলাল আমন্ত্রণী টেনিস প্রতিযোগিতার সাংবাদিক সম্মেলনে 77 বছর বয়সি প্রাক্তন টেনিস তারকা বলেন, সরানোর আগে মহেশের সঙ্গে কথা বলা উচিত ছিল টেনিস কর্তাদের । যেভাবে মহেশকে সরানো হল তা খারাপ সিদ্ধান্ত ছাড়া অন্য কিছু নয় বলে মনে করেন তিনি ।

একই সঙ্গে তিনি যোগ করেন, ইন্ডিয়ান টেনিস অ্যাসোসিয়েশন লিয়েন্ডার পেজ় ও মহেশ ভূপতির বিষয়টা সঠিক ভাবে সামলাতে পারেনি । খেলোয়াড়দের নিরাপত্তা সবার আগে । তবে AITA যা ঠিক মনে করেছে তারা সেটাই করেছে বলে মনে করেন তিনি । এই পদক্ষেপ ঠিক না ভুল তা সময় প্রমাণ করবে বলে মন্তব্য করেন জয়দীপ মুখার্জি ।

5 ডিসেম্বর থেকে প্রেমজিৎলাল আমন্ত্রনী টেনিস প্রতিযোগিতা শুরু হবে । চারটি দলের রাউন্ড রবিন টুর্নামেন্ট শেষ হবে 8 ডিসেম্বর । 5 লাখ 70 হাজার টাকা পুরস্কার মূল্যের এই প্রতিযোগিতায় অন্যতম আকর্ষণ সোমদেব দেববর্মনের অংশগ্রহণ । তিনি প্রথমবার এই প্রতিযোগিতায় খেলতে আসছেন । সানিয়া মির্জ়া এই প্রতিযোগিতার অংশগ্রহণকারী দলের মেন্টর হিসেবে থাকবেন । এদিকে ভারত বনাম বাংলাদেশ ঐতিহাসিক দিন-রাতের টেস্টে (22-26 নভেম্বর) অতিথি হিসেবে থাকবেন সানিয়া ।

কলকাতা , 16 নভেম্বর : ডেভিস কাপের দল নির্বাচন ও নন প্লেয়িং ক্যাপ্টেন মহেশ ভূপতির অপসারণ নিয়ে AITA-র কড়া সমালোচনা করলেন জয়দীপ মুখার্জি । যেভাবে ভারতীয় টেনিস কর্তারা পাকিস্তানের বিরুদ্ধে ডেভিস কাপের ম্যাচের দল নির্বাচনে পদক্ষেপ নিয়েছেন, তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন ডেভিস কাপার ।

পাকিস্তানে গিয়ে 29 ও 30 নভেম্বর এশিয়া-ওশেনিয়া গ্রুপের টাই খেলবে ভারতীয় দল । পাকিস্তানে গিয়ে এই টাই খেলতে অরাজি থাকার কথা জানিয়েছিলেন নন প্লেয়িং ক্যাপ্টেন মহেশ ভূপতি ও কয়েক জন সিনিয়র খেলোয়াড় । যা অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন মোটেই ভালো ভাবে দেখেনি ।

14 নভেম্বর বৃহস্পতিবার AITA যে আট সদস্যের দল ঘোষণা করেছে তা থেকে নন প্লেয়িং ক্যাপ্টেন মহেশ ভূপতিকে সরিয়ে দেওয়া হয়েছে । নন প্লেয়িং ক্যাপ্টেন করা হয়েছে রোহিত রাজপালকে । রিজ়ার্ভ সহ আট জনের দলে ফিরিয়ে আনা হয়েছে লিয়েন্ডার পেজ়কে । শুধু তাই নয়, তাঁকে রাখা হয়েছে মূল পাঁচজনের দলে । মহেশ ভূপতির অপসারণে ক্ষুব্ধ প্রাক্তন ডেভিস কাপার জয়দীপ মুখার্জি ।

চতুর্থ প্রেমজিৎলাল আমন্ত্রণী টেনিস প্রতিযোগিতার সাংবাদিক সম্মেলনে 77 বছর বয়সি প্রাক্তন টেনিস তারকা বলেন, সরানোর আগে মহেশের সঙ্গে কথা বলা উচিত ছিল টেনিস কর্তাদের । যেভাবে মহেশকে সরানো হল তা খারাপ সিদ্ধান্ত ছাড়া অন্য কিছু নয় বলে মনে করেন তিনি ।

একই সঙ্গে তিনি যোগ করেন, ইন্ডিয়ান টেনিস অ্যাসোসিয়েশন লিয়েন্ডার পেজ় ও মহেশ ভূপতির বিষয়টা সঠিক ভাবে সামলাতে পারেনি । খেলোয়াড়দের নিরাপত্তা সবার আগে । তবে AITA যা ঠিক মনে করেছে তারা সেটাই করেছে বলে মনে করেন তিনি । এই পদক্ষেপ ঠিক না ভুল তা সময় প্রমাণ করবে বলে মন্তব্য করেন জয়দীপ মুখার্জি ।

5 ডিসেম্বর থেকে প্রেমজিৎলাল আমন্ত্রনী টেনিস প্রতিযোগিতা শুরু হবে । চারটি দলের রাউন্ড রবিন টুর্নামেন্ট শেষ হবে 8 ডিসেম্বর । 5 লাখ 70 হাজার টাকা পুরস্কার মূল্যের এই প্রতিযোগিতায় অন্যতম আকর্ষণ সোমদেব দেববর্মনের অংশগ্রহণ । তিনি প্রথমবার এই প্রতিযোগিতায় খেলতে আসছেন । সানিয়া মির্জ়া এই প্রতিযোগিতার অংশগ্রহণকারী দলের মেন্টর হিসেবে থাকবেন । এদিকে ভারত বনাম বাংলাদেশ ঐতিহাসিক দিন-রাতের টেস্টে (22-26 নভেম্বর) অতিথি হিসেবে থাকবেন সানিয়া ।

Intro:ডেভিস কাপের দল নির্বাচন ও নন প্লেয়িং ক্যাপ্টেন মহেশ ভূপতির সঙ্গে ব্যবহার নিয়ে কড়া সমালোচনা করলেন জয়দীপ মুখার্জি। যেভাবে ভারতীয় টেনিস কর্তারা পাকিস্তানের বিরুদ্ধে ডেভিস কাপের ম্যাচের দল নির্বাচনে পদক্ষেপ নিয়েছেন তার বিরুদ্ধে প্রাক্তন ডেভিস কাপার। এশিয়া ওশেনিয়া গ্রুপে পাকিস্তানের বিরুদ্ধে 29ও 30নভেম্বর খেলবে ভারতীয় দল। ইতিমধ্যে পাকিস্তানে গিয়ে এই টাই খেলতে অরাজি থাকার কথা জানিয়েছিলেন নন প্লেয়িং ক্যাপ্টেন মহেশ ভূপতি ও কয়েক জন সিনিয়র খেলোয়াড়। যা অল ইন্ডিয়া টেনিস আসোসিয়েশন মোটেই ভালো চোখে নেয়নি। গত বৃহস্পতিবার তারা যে আট সদস্যের দল ঘোষণা করেছে তা থেকে নন প্লেয়িং ক্যাপ্টেন মহেশ ভূপতিকে সরিয়ে দেওয়া হয়েছে।আট জনের দলের ফিরিয়ে আনা হয়েছে লিয়েন্ডার পেজকে। মহেশ ভূপতির অপসারণে ক্ষুব্ধ প্রাক্তন ডেভিস কাপার জয়দীপ মুখার্জি। চতুর্থ প্রেমজিৎলাল আমন্ত্রনী টেনিস প্রতিযোগিতার সাংবাদিক সম্মেলনে 77বছর বয়সী প্রাক্তন টেনিস তারকা বলেন সরানোর সিদ্ধান্ত নিতে হলে ভূপতিকে আগে বললে ভালো হত। যেভাবে মহেশ ভূপতিকে সরানো হল তা খারাপ সিদ্ধান্ত ছাড়া অন্য কিছু নয় বলে মনে করেন। একই সঙ্গে তিনি যোগ করেন ইন্ডিয়ান টেনিস আসোসিয়েশন লিয়েন্ডার পেজ ও মহেশ ভূপতির বিষয়ে টি সঠিক ভাবে সামলাতে ব্যর্থ। খেলোয়াড়দের নিরাপত্তা সবার আগে। তবে আইটিএ যা ঠিক মনে করেছে তাই করেছে বলে মনে করেন। এই পদক্ষেপ ঠিক না ভুল তা সময় প্রমাণ করবে। 5ডিসেম্বর থেকে প্রেমজিৎলাল আমন্ত্রনী টেনিস প্রতিযোগিতা শুরু হবে। চারটি দলের রাউন্ড রবিন টুর্নামেন্ট শেষ হবে আট ডিসেম্বর। পাচ লক্ষ সত্তর হাজার টাকা পুরস্কার মূল্যের এই প্রতিযোগিতায় অন্যতম আকর্ষণ সোমদেব দেববর্মনের অংশগ্রহণ। তিনি প্রথমবার এই প্রতিযোগিতায় খেলতে আসছেন।সানিয়া মির্জা এই প্রতিযোগিতার অংশগ্রহণ কারী দলের মেন্টর হিসেবে থাকবেন।


Body:জয়দীপ


Conclusion:
Last Updated : Nov 16, 2019, 12:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.