ETV Bharat / sports

খেতাবের সেঞ্চুরি রজার ফেডেরারের

জীবনের ১০০তম খেতাব জিতলেন রজার ফেডেরার। দুবাই চ্যাম্পিয়নশিপের ফাইনালের ফল রজারের পক্ষে ৬-৪, ৬-৪।

রজার ফেডেরার
author img

By

Published : Mar 3, 2019, 9:34 AM IST

দুবাই, ৩ মার্চ : ২০টি গ্র্যান্ডস্ল্যামের মালিক তিনি। চলতি বছরে অস্ট্রেলিয়ান ওপেনে কুড়ি বছরের স্তেফানোস সিৎসিপাসের কাছে হেরে গেছিলেন। আর সেই সিৎসিপাসকে হারিয়েই জীবনের ১০০তম খেতাব জিতলেন রজার ফেডেরার। দুবাই চ্যাম্পিয়নশিপের ফাইনালের ফল রজারের পক্ষে ৬-৪, ৬-৪।

প্রথম আর ১০০তম খেতাবের মাঝে কেটেছে প্রায় ১৯ বছর। তার মধ্যে তিনি হয়েছেন টেনিস ইতিহাসের সর্বকালের শ্রেষ্ঠদের একজন। পুরুষদের সিঙ্গলসে তাঁর থেকে বেশি খেতাব আছে একমাত্র অ্যামেরিকান কিংবদন্তি জিমি কোনর্সের। ১০৯টি। অবশ্য ওপেন এরাতে গ্র্যান্ডস্ল্যামের নিরিখে তাঁর কাছাকাছি একমাত্র নাদাল। তাঁর আছে ১৭টি।

৩৭ বছরের সুইস মহাতারকার অবসর নিয়েও কৌতূহল সবার। ১০০তম খেতাব জিতে উঠে তিনি বলেন, "একশোতম খেতাব জেতাটা আমার কাছে একেবারে স্বপ্নের মতো। দেখা যাক আরও কত দিন খেলাটা চালিয়ে যেতে পারি। এখন এমন একটা সময় প্রত্যেকটা রেকর্ডই ভাঙতে পারে। শুধু আমার রেকর্ড নয়। আমি খুশি এখনও ফিটনেস ধরে রেখে খেলে যেতে পারছি।"

দুবাই, ৩ মার্চ : ২০টি গ্র্যান্ডস্ল্যামের মালিক তিনি। চলতি বছরে অস্ট্রেলিয়ান ওপেনে কুড়ি বছরের স্তেফানোস সিৎসিপাসের কাছে হেরে গেছিলেন। আর সেই সিৎসিপাসকে হারিয়েই জীবনের ১০০তম খেতাব জিতলেন রজার ফেডেরার। দুবাই চ্যাম্পিয়নশিপের ফাইনালের ফল রজারের পক্ষে ৬-৪, ৬-৪।

প্রথম আর ১০০তম খেতাবের মাঝে কেটেছে প্রায় ১৯ বছর। তার মধ্যে তিনি হয়েছেন টেনিস ইতিহাসের সর্বকালের শ্রেষ্ঠদের একজন। পুরুষদের সিঙ্গলসে তাঁর থেকে বেশি খেতাব আছে একমাত্র অ্যামেরিকান কিংবদন্তি জিমি কোনর্সের। ১০৯টি। অবশ্য ওপেন এরাতে গ্র্যান্ডস্ল্যামের নিরিখে তাঁর কাছাকাছি একমাত্র নাদাল। তাঁর আছে ১৭টি।

৩৭ বছরের সুইস মহাতারকার অবসর নিয়েও কৌতূহল সবার। ১০০তম খেতাব জিতে উঠে তিনি বলেন, "একশোতম খেতাব জেতাটা আমার কাছে একেবারে স্বপ্নের মতো। দেখা যাক আরও কত দিন খেলাটা চালিয়ে যেতে পারি। এখন এমন একটা সময় প্রত্যেকটা রেকর্ডই ভাঙতে পারে। শুধু আমার রেকর্ড নয়। আমি খুশি এখনও ফিটনেস ধরে রেখে খেলে যেতে পারছি।"


Chandauli (Uttar Pradesh), Mar 02 (ANI): Union Home Minister Rajnath Singh on Saturday termed the Organisation of Islamic Cooperation's (OIC) invite to India a ''diplomatic victory'' as it has never happened in the past. Rajnath added that the entire world was united against terrorism. ''Entire world stands together against terrorism. No representative of India used to be invited to Organisation of Islamic Cooperation (OIC) but India's image has become such, that OIC invited India for the first time. It is a diplomatic victory,'' Singh said at a public meeting in Uttar Pradesh's Chandauli.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.