ETV Bharat / sports

টোকিও অলিম্পিকস ও উইম্বলডন থেকে নাম প্রত্যাহার নাদালের - Wimbledon update

টোকিও অলিম্পিকস থেকে নাম প্রত্যাহার করে নিলেন রাফায়েল নাদাল ৷ আজ টুইট করে এ কথা জানিয়েছেন স্প্যানিশ এই টেনিস তারকা ৷ সেই সঙ্গে উইম্বলডন থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি ৷ নিজের শারীরিক সমস্যার কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন নাদাল ৷ তবে, এই সিদ্ধান্ত নেওয়া তাঁর পক্ষে সহজ ছিল না বলে জানিয়েছেন ক্লে কোর্টের সম্রাট ৷

Rafael Nadal has withdrawn his name from Tokyo Olympics and Wimbledon
টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিলেন রাফায়েল নাদাল
author img

By

Published : Jun 17, 2021, 5:59 PM IST

Updated : Jun 17, 2021, 6:26 PM IST

নয়াদিল্লি, 17 জুন : টোকিও অলিম্পিকস থেকে নাম প্রত্যাহার করে নিলেন রাফায়েল নাদাল ৷ আজ টুইট করে এ কথা জানিয়েছেন স্প্যানিশ এই টেনিস তারকা ৷ সেই সঙ্গে উইম্বলডন থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি ৷ নিজের শারীরিক সমস্যার কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন নাদাল ৷ তবে, এই সিদ্ধান্ত নেওয়া তাঁর পক্ষে সহজ ছিল না বলে জানিয়েছেন ক্লে কোর্টের সম্রাট ৷

আজ ভারতীয় সময় বিকেল 5টা নাগাদ একাধিক টুইট করেন রাফায়েল নাদাল ৷ যেখানে তিনি ঘোষণা করেন, টোকিও অলিম্পিকে তিনি অংশ নেবেন না ৷ সেই সঙ্গে এও জানান, উইম্বলডনেও অংশ নেবেন না তিনি ৷ কারণ, তাঁর চিকিৎসক এবং ফিটনেস দলের সঙ্গে আলোচনা করে তিনি বুঝতে পেরেছেন, দু’টি টুর্নামেন্টের ধকল তাঁর শরীর নিতে পারবে না ৷ এ নিয়ে টুইটারে নাদাল লেখেন, ‘‘আমি সিদ্ধান্ত নিয়েছি এ বছরের উইম্বলডন চ্যাম্পিয়নশিপ এবং টোকিও অলিম্পিকস গেমে অংশ নেব না ৷ এই সিদ্ধান্ত নেওয়া আমার পক্ষে সহজ ছিল না ৷ কিন্তু, আমার শরীরে কথা ভেবে এবং আমার দলের সঙ্গে কথা বলে আমি বুঝতে পেরেছি, এটাই সঠিক সিদ্ধান্ত ৷’’

  • Hi all, I have decided not to participate at this year’s Championships at Wimbledon and the Olympic Games in Tokyo. It’s never an easy decision to take but after listening to my body and discuss it with my team I understand that it is the right decision

    — Rafa Nadal (@RafaelNadal) June 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • The goal is to prolong my career and continue to do what makes me happy, that is to compete at the highest level and keep fighting for those professional and personal goals at he maximum level of competition.

    — Rafa Nadal (@RafaelNadal) June 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন :'একনিষ্ঠ' সমর্থক, ম্যাচ শেষে খুদে অনুরাগীকে র‍্যাকেট উপহার জকোভিচের

পরবর্তী সময়ে আরও একটি টুইট করেন স্প্যানিশ তারকা ৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘আমার কেরিয়ারকে দীর্ঘায়িত করতে এবং নিজেকে খুশি রাখার জন্য এই সিদ্ধান্ত নিয়েছি ৷ সেই সঙ্গে উচ্চস্তরে সেরা খেলোয়াড়দের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এবং ব্যক্তিগত লক্ষ্যকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছি’’ ৷ প্রসঙ্গত, ফ্রেঞ্চ ওপেন এবং উইম্বলডন ওপেনের মাঝে যে সময় রয়েছে, তা তাঁর শরীরের বিশ্রামের জন্য পর্যাপ্ত নয় বলেই মনে করছেন রাফায়েল নাদাল ৷ তাই বাধ্য হয়েই এত বড় একটা সিদ্ধান্ত তাঁকে নিতে হয়েছে ৷

  • The fact that there has only been 2 weeks between RG and Wimbledon, didn’t make it easier on my body to recuperate after the always demanding clay court season. They have been two months of great effort and the decision I take is focused looking at the mid and long term.

    — Rafa Nadal (@RafaelNadal) June 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Rafael Nadal : "জীবন গতিশীল, এটা কেবল টেনিস"; ফ্রেঞ্চ ওপেনে হারে প্রতিক্রিয়া নাদালের

নয়াদিল্লি, 17 জুন : টোকিও অলিম্পিকস থেকে নাম প্রত্যাহার করে নিলেন রাফায়েল নাদাল ৷ আজ টুইট করে এ কথা জানিয়েছেন স্প্যানিশ এই টেনিস তারকা ৷ সেই সঙ্গে উইম্বলডন থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি ৷ নিজের শারীরিক সমস্যার কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন নাদাল ৷ তবে, এই সিদ্ধান্ত নেওয়া তাঁর পক্ষে সহজ ছিল না বলে জানিয়েছেন ক্লে কোর্টের সম্রাট ৷

আজ ভারতীয় সময় বিকেল 5টা নাগাদ একাধিক টুইট করেন রাফায়েল নাদাল ৷ যেখানে তিনি ঘোষণা করেন, টোকিও অলিম্পিকে তিনি অংশ নেবেন না ৷ সেই সঙ্গে এও জানান, উইম্বলডনেও অংশ নেবেন না তিনি ৷ কারণ, তাঁর চিকিৎসক এবং ফিটনেস দলের সঙ্গে আলোচনা করে তিনি বুঝতে পেরেছেন, দু’টি টুর্নামেন্টের ধকল তাঁর শরীর নিতে পারবে না ৷ এ নিয়ে টুইটারে নাদাল লেখেন, ‘‘আমি সিদ্ধান্ত নিয়েছি এ বছরের উইম্বলডন চ্যাম্পিয়নশিপ এবং টোকিও অলিম্পিকস গেমে অংশ নেব না ৷ এই সিদ্ধান্ত নেওয়া আমার পক্ষে সহজ ছিল না ৷ কিন্তু, আমার শরীরে কথা ভেবে এবং আমার দলের সঙ্গে কথা বলে আমি বুঝতে পেরেছি, এটাই সঠিক সিদ্ধান্ত ৷’’

  • Hi all, I have decided not to participate at this year’s Championships at Wimbledon and the Olympic Games in Tokyo. It’s never an easy decision to take but after listening to my body and discuss it with my team I understand that it is the right decision

    — Rafa Nadal (@RafaelNadal) June 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • The goal is to prolong my career and continue to do what makes me happy, that is to compete at the highest level and keep fighting for those professional and personal goals at he maximum level of competition.

    — Rafa Nadal (@RafaelNadal) June 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন :'একনিষ্ঠ' সমর্থক, ম্যাচ শেষে খুদে অনুরাগীকে র‍্যাকেট উপহার জকোভিচের

পরবর্তী সময়ে আরও একটি টুইট করেন স্প্যানিশ তারকা ৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘আমার কেরিয়ারকে দীর্ঘায়িত করতে এবং নিজেকে খুশি রাখার জন্য এই সিদ্ধান্ত নিয়েছি ৷ সেই সঙ্গে উচ্চস্তরে সেরা খেলোয়াড়দের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এবং ব্যক্তিগত লক্ষ্যকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছি’’ ৷ প্রসঙ্গত, ফ্রেঞ্চ ওপেন এবং উইম্বলডন ওপেনের মাঝে যে সময় রয়েছে, তা তাঁর শরীরের বিশ্রামের জন্য পর্যাপ্ত নয় বলেই মনে করছেন রাফায়েল নাদাল ৷ তাই বাধ্য হয়েই এত বড় একটা সিদ্ধান্ত তাঁকে নিতে হয়েছে ৷

  • The fact that there has only been 2 weeks between RG and Wimbledon, didn’t make it easier on my body to recuperate after the always demanding clay court season. They have been two months of great effort and the decision I take is focused looking at the mid and long term.

    — Rafa Nadal (@RafaelNadal) June 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Rafael Nadal : "জীবন গতিশীল, এটা কেবল টেনিস"; ফ্রেঞ্চ ওপেনে হারে প্রতিক্রিয়া নাদালের

Last Updated : Jun 17, 2021, 6:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.