ETV Bharat / sports

"টুর্নামেন্ট আয়োজন করে ভুল করেছি", ক্ষমা চাইলেন জোকোভিচ - আদ্রিয়া ট্যুর ইভেন্ট

কোরোনা পরিস্থিতির মধ্যে প্রদর্শনী টেনিস টুর্নামেন্ট আয়োজন করে ভুল করেছিলেন ৷ ক্ষমা চাইলেন টেনিস তারকা নোভাক জোকোভিচ ৷

ক্ষমা চাইলেন জোকোভিচ
ক্ষমা চাইলেন জোকোভিচ
author img

By

Published : Jun 24, 2020, 2:22 PM IST

বেলগ্রেদ, 24 জুন : নেওয়া হয়নি কোনওরকম সতর্কতা ৷ টুর্নামেন্ট চলাকালীন বেসবল, পার্টি, ডান্স ফ্লোরে উদ্দাম নাচ সবই চলেছে ৷ এমনিতেই বেলগ্রেদে প্রদর্শনী টেনিস টুর্নামেন্ট আয়োজন ও টুর্নামেন্টে অংশ নেওয়া খেলোয়াড়রা কোরোনায় আক্রান্ত হওয়ায় সমালোচনার মুখে পড়েন নোভাক জোকোভিচ ৷ তার উপর পার্টি, নাচের ছবি ও ভিডিয়ো প্রকাশ্যে আসায় 17টি গ্র্যান্ড স্ল্যাম বিজয়ীর দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠছে ৷

গোটা বিশ্ব যখন কোরোনার সঙ্গে যুঝছে তখন ওই টেনিস টুর্নামেন্ট আদ্রিয়া টুর ইভেন্ট আয়োজন করার দুঃসাহসিকতা দেখিয়েছিলেন নোভাক জোকোভিচ ৷ তার ফলও ভালো হয়নি ৷ মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন টুর্নামেন্টে অংশ নেওয়া গ্রিগর দিমিত্রভ, বোর্না চরিচ ৷ সস্ত্রীক জোকোভিচও কোরোনায় আক্রান্ত ৷ ভুল বুঝতে পেরে টুইটারে ক্ষমাও চেয়েছেন জোকার ৷ স্বীকার করে নিয়েছেন যে টুর্নামেন্ট আয়োজনে মস্ত বড় ভুল করে ফেলেছেন আয়োজকরা ৷ 33 বছরের জোকোভিচ লিখেছেন, "আমি দুঃখিত যে এই টুর্নামেন্টের কারণে অনেকের ক্ষতি হয়ে গেছে ৷ আমরা ভেবেছিলাম স্বাস্থ্যবিধি মেনে টুর্নামেন্ট আয়োজন করলে ভয় থাকবে না ৷ কিন্তু আমাদের ভাবনা ভুল ছিল ৷" যদিও ইভেন্ট চলাকালীন বিভিন্ন ছবি ও ভিডিয়ো প্রকাশ্যে আসায় সমালোচনার মুখে পড়েছেন সার্বিয়ান টেনিস তারকা ৷

ক্ষমা চাইলেন জোকোভিচ
ক্ষমা চাইলেন জোকোভিচ

কোরোনা আতঙ্কে এখনও শুরু হয়নি আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্ট ৷ অথচ তার আগেই প্রদর্শনী টুর্নামেন্ট আয়োজন করেছিলেন বিশ্বের একনম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ ৷ রোজ চার হাজার দর্শকের উপস্থিতিতে চলছিল আদ্রিয়া টুর ইভেন্ট নামে ওই টুর্নামেন্ট ৷ কিন্তু একের পর এক খেলোয়াড় কোরোনায় আক্রান্ত হতেই ছন্দ কাটে ৷

বেলগ্রেদ, 24 জুন : নেওয়া হয়নি কোনওরকম সতর্কতা ৷ টুর্নামেন্ট চলাকালীন বেসবল, পার্টি, ডান্স ফ্লোরে উদ্দাম নাচ সবই চলেছে ৷ এমনিতেই বেলগ্রেদে প্রদর্শনী টেনিস টুর্নামেন্ট আয়োজন ও টুর্নামেন্টে অংশ নেওয়া খেলোয়াড়রা কোরোনায় আক্রান্ত হওয়ায় সমালোচনার মুখে পড়েন নোভাক জোকোভিচ ৷ তার উপর পার্টি, নাচের ছবি ও ভিডিয়ো প্রকাশ্যে আসায় 17টি গ্র্যান্ড স্ল্যাম বিজয়ীর দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠছে ৷

গোটা বিশ্ব যখন কোরোনার সঙ্গে যুঝছে তখন ওই টেনিস টুর্নামেন্ট আদ্রিয়া টুর ইভেন্ট আয়োজন করার দুঃসাহসিকতা দেখিয়েছিলেন নোভাক জোকোভিচ ৷ তার ফলও ভালো হয়নি ৷ মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন টুর্নামেন্টে অংশ নেওয়া গ্রিগর দিমিত্রভ, বোর্না চরিচ ৷ সস্ত্রীক জোকোভিচও কোরোনায় আক্রান্ত ৷ ভুল বুঝতে পেরে টুইটারে ক্ষমাও চেয়েছেন জোকার ৷ স্বীকার করে নিয়েছেন যে টুর্নামেন্ট আয়োজনে মস্ত বড় ভুল করে ফেলেছেন আয়োজকরা ৷ 33 বছরের জোকোভিচ লিখেছেন, "আমি দুঃখিত যে এই টুর্নামেন্টের কারণে অনেকের ক্ষতি হয়ে গেছে ৷ আমরা ভেবেছিলাম স্বাস্থ্যবিধি মেনে টুর্নামেন্ট আয়োজন করলে ভয় থাকবে না ৷ কিন্তু আমাদের ভাবনা ভুল ছিল ৷" যদিও ইভেন্ট চলাকালীন বিভিন্ন ছবি ও ভিডিয়ো প্রকাশ্যে আসায় সমালোচনার মুখে পড়েছেন সার্বিয়ান টেনিস তারকা ৷

ক্ষমা চাইলেন জোকোভিচ
ক্ষমা চাইলেন জোকোভিচ

কোরোনা আতঙ্কে এখনও শুরু হয়নি আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্ট ৷ অথচ তার আগেই প্রদর্শনী টুর্নামেন্ট আয়োজন করেছিলেন বিশ্বের একনম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ ৷ রোজ চার হাজার দর্শকের উপস্থিতিতে চলছিল আদ্রিয়া টুর ইভেন্ট নামে ওই টুর্নামেন্ট ৷ কিন্তু একের পর এক খেলোয়াড় কোরোনায় আক্রান্ত হতেই ছন্দ কাটে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.