ETV Bharat / sports

13 তম ফ্রেঞ্চ ওপেন জিতে ফেডেরারকে ছুঁলেন নাদাল - NADAL TIES FEDERER WITH 20TH MAJOR

13 টা ফ্রেঞ্চ ওপেন জয়ের পাশাপাশি ক্লাসিক ফেডেরারের 20 টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডে ভাগ বসালেন কিং অফ ক্লে নাদাল ।

nadal
nadal
author img

By

Published : Oct 11, 2020, 11:00 PM IST

প্যারিস , 11 অক্টোবর : নোভাক জকোভিচকে স্ট্রেট সেটে হারিয়ে ফ্রেঞ্চ ওপেন জিতলেন রাফায়েল নাদাল । 13 টা ফ্রেঞ্চ ওপেন জয়ের পাশাপাশি ক্লাসিক ফেডেরারের 20 টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডে ভাগ বসালেন কিং অফ ক্লে নাদাল ।

6-0, 6-2 , 7-5 এ জেতা ম্যাচে প্রতিটা মুহূর্তে নাদাল মনে করিয়ে গেলেন কেন তিনি লাল সুরকির রাজা । দ্যা ওয়ালের সামনে একবারের জন্যও প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না অধুনা নম্বর ওয়ান নোভাক জকোভিচ । প্রথম সেটে জকোভিচকে উড়িয়ে দেওয়ার পরই বোঝা যাচ্ছিল ম্যাচের ফলাফল ।

দ্বিতীয় সেটে জকোভিচ মাটি ধরলেন 2-6-এ । কিং অফ ক্লের কোনও জবাব যেন খুঁজে পাচ্ছিলেন না জোকার । অন্য দিকে সময় যত এগিয়েছে ততই যেন ম্যাচের নিয়ন্ত্রণ নিজের দখলে নিয়ে নিয়েছেন নাদাল ।

তৃতীয় সেটে একটু লড়াইয়ের আভাস পাওয়া গিয়েছিল । তবে জকোভিচের সেই লড়াই নাদালের 13 তম ফ্রেঞ্চ ওপেন জয় আটকাতে পারেনি , অপেক্ষা খানিকটা বাড়িয়েছে মাত্র । 7-5 এ সেটটা জিতে ফেডেরারের সঙ্গে শ্রেষ্টত্বের লড়াইটা আরও একটু উসকে দিলেন নাদাল ।

প্যারিস , 11 অক্টোবর : নোভাক জকোভিচকে স্ট্রেট সেটে হারিয়ে ফ্রেঞ্চ ওপেন জিতলেন রাফায়েল নাদাল । 13 টা ফ্রেঞ্চ ওপেন জয়ের পাশাপাশি ক্লাসিক ফেডেরারের 20 টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডে ভাগ বসালেন কিং অফ ক্লে নাদাল ।

6-0, 6-2 , 7-5 এ জেতা ম্যাচে প্রতিটা মুহূর্তে নাদাল মনে করিয়ে গেলেন কেন তিনি লাল সুরকির রাজা । দ্যা ওয়ালের সামনে একবারের জন্যও প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না অধুনা নম্বর ওয়ান নোভাক জকোভিচ । প্রথম সেটে জকোভিচকে উড়িয়ে দেওয়ার পরই বোঝা যাচ্ছিল ম্যাচের ফলাফল ।

দ্বিতীয় সেটে জকোভিচ মাটি ধরলেন 2-6-এ । কিং অফ ক্লের কোনও জবাব যেন খুঁজে পাচ্ছিলেন না জোকার । অন্য দিকে সময় যত এগিয়েছে ততই যেন ম্যাচের নিয়ন্ত্রণ নিজের দখলে নিয়ে নিয়েছেন নাদাল ।

তৃতীয় সেটে একটু লড়াইয়ের আভাস পাওয়া গিয়েছিল । তবে জকোভিচের সেই লড়াই নাদালের 13 তম ফ্রেঞ্চ ওপেন জয় আটকাতে পারেনি , অপেক্ষা খানিকটা বাড়িয়েছে মাত্র । 7-5 এ সেটটা জিতে ফেডেরারের সঙ্গে শ্রেষ্টত্বের লড়াইটা আরও একটু উসকে দিলেন নাদাল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.