রাশিয়া, 26 ফেব্রুয়ারি : মারিয়া শারাপোভা ৷ বিশ্ব টেনিসে শারাপোভা এমন একজন ব্যক্তিত্ব, যিনি সবসময় প্রচারের আলোয় ছিলেন ৷ পাঁচবার গ্র্যান্ড স্ল্যাম জয় থেকে ডোপিং ৷ সবকিছুতেই নাম জড়িয়েছে টেনিস সুন্দরীর ৷ বুধবার চিরদিনের মতো টেনিস ব্যাট তুলে নেওয়ার সিদ্ধান্ত নিলেন মারিয়া ৷
বিশ্বের সবথেকে চর্চিত টেনিস তারকাদের তালিকায় তিনি রয়েছেন সবার উপরের দিকে ৷ প্রাক্তন এক নম্বর তারকা টেনিস কেরিয়ারের শুরু থেকে ছিলেন লাইমলাইটে ৷ তিনি খ্যাতির চূড়ায় পৌঁছান মাত্র 17 বছর বয়সে ৷ 2004 সালে তৃতীয় কনিষ্ঠতম টেনিস তারকা হিসাবে উইম্বলডন জয় করেন তিনি ৷ 2005 সালে বিশ্বের এক নম্বর টেনিস তারকা হন মারিয়া ৷ 2006 সালে জেতেন ইউএস ওপেন ৷
কিন্তু 2007 সাল থেকেই চোটে জর্জরিত হয়ে পড়েন তিনি ৷ 2008 সালে কাঁধের চোটে ছিটকে যান অস্ট্রেলিয়ান ওপেন থেকে ৷ তারপর US ওপেন ও বেজিং অলিম্পিকেও অংশ নিতে পারেননি তিনি ৷
2012 সালে ফের ফিরে আসেন মারিয়া শারাপোভা ৷ জেতেন ফ্রেঞ্চ ওপেন ৷ অলিম্পিকেও রূপো পান তিনি ৷ 2014 সালে ফের ফ্রেঞ্চ ওপেন জয় করেন মারিয়া ৷ 2016 সালে অস্ট্রেলিয়া ওপেনের সময় ডোপিংয়ের দায়ে ধরা পড়েন ৷ টেনিস থেকে নির্বাসিত হন 15 মাসের জন্য ৷
অবসর নিতে গিয়ে মারিয়া বলেন,‘‘ টেনিস আমাকে জীবন দিয়েছে ৷ আমার সাফল্যের চাবিকাঠি হল আমি কখনও পিছনের দিকে বা সামনের দিকে তাকাইনি ৷ আমি আমার জীবন টেনিসের জন্য উৎসর্গ করেছি ৷ টেনিস আমাকে জীবন দিয়েছে ৷’’