প্যারিস, 8 সেপ্টেম্বর : নিউ ইয়র্কে চলতি যুক্তরাষ্ট্র ওপেনের ম্যাচ খেলা হচ্ছে ফাঁকা স্টেডিয়ামে । তবে 27 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা ফরাসি ওপেনে এই ছবি দেখা যাবে না । কোরোনা আতঙ্কের মাঝেই রোলা গাঁরোয় দর্শকদের প্রবেশের অনুমতি মিলেছে । সোমবার একথা নিশ্চিত করেছে ফরাসি ওপেনের আয়োজকরা ।
এই বিষয়ে ফরাসি টেনিস ফেডারেশন জানিয়েছে, টুর্নামেন্টের যোগ্যতা পর্বের ম্যাচগুলো হবে দর্শকশূন্য গ্যালারিতে । মূল পর্বের ম্যাচগুলো থেকে দর্শক প্রবেশ করতে পারবে । দর্শক সংখ্যাও বেঁধে দেওয়া হয়েছে । 30 একরের রোলা গাঁরোর তিনটি কোর্টে দর্শকদের বসানো হবে । সেন্টার কোর্ট ও দ্বিতীয় কোর্টে 5 হাজার জন একসঙ্গে বসে খেলা দেখতে পারবে । অন্যদিকে তৃতীয় কোর্টে দেড় হাজার জন বসতে পারবে ।
নির্দেশিকায় গ্যালারির দর্শকাসনের প্রতিটি সারিতে একটি আসন ছেড়ে বসার কথা বলা হয়েছে । সুরক্ষার কথা মাথায় রেখে দর্শকদের মাস্ক পরা বাধ্যতামূলক । পাশাপাশি 11 বছরের নিচে কারও প্রবেশ নিষিদ্ধ ।
সাধারণত মে- জুন মাসে শুরু হয় ফরাসি ওপেন । তবে কোরোনা সংক্রমণের জেরে তা পিছিয়ে শুরু হচ্ছে 27 সেপ্টেম্বর থেকে । চলবে 11 অক্টোবর পর্যন্ত । নোভাক জোকোভিচ, রাফায়েল নাদাল, সিমোনা হালেপ, অ্যাশলে বার্টিদের মতো টেনিস বিশ্বের প্রথম সারির তারকারা অংশ নেবেন সেখানে ।