প্যারিস, 2 অক্টোবর : ফ্রেঞ্চ ওপেনের অবিসংবাদিত রাজা তিনি ৷ 13-তম ফ্রেঞ্চ ওপেন জয়ের লক্ষ্যে নামার আগে একটু অস্বস্তিতে ছিলেন ৷ নতুন বল ও এই সময়ের ক্লে কোর্ট নিয়ে তাঁর মনে দ্বিধা ছিল ৷ কিন্তু ক্লে কোর্টে নামলে তাঁর ব়্যাকেট যে অপ্রতিরোধ্য হয়ে ওঠে তা আরও একবার দেখিয়ে দিলেন রাফায়েল নাদাল ৷
তৃতীয় রাউন্ডে প্রতিপক্ষ স্টেফানো ট্রাভাগলিয়াকে একপ্রকার উড়িয়ে দিলেন ৷ নাদালের পক্ষে ফল 6-1, 6-4, 6-0 ৷ তৃতীয় রাউন্ডের ম্যাচ জিততে নাদাল নিলেন 95 মিনিট । চতুর্থ রাউন্ডে নাদালের প্রতিপক্ষ 20 বছেরর সেবাস্তিয়ান কোরডা ৷
আজ তৃতীয় রাউন্ডে প্রথম সেটে নাদালের কাছে দাঁড়াতেই পারেনি স্টেফানো ৷ 6-1 ব্যবধানে প্রথম সেট জিতে নেন নাদাল ৷ দ্বিতীয় সেটে অবশ্য খানিকটা ঘুরে দাঁড়ান নাদালের প্রতিপক্ষ ৷ দ্বিতীয় সেটে 4টি গেম জেতেন স্টেফানো । তবে লড়াই বেশিক্ষণ স্থায়ী হয়নি । দ্বিতীয় সেটও নিজের দখলে নেন স্প্যানিশ তারকা ৷ পরপর দুটি সেট জেতার পর নাদালের ব়্যাকেটে যেন ঝড় ওঠে ৷ আর সেই ঝড়েই নাদাল তৃতীয় সেট জিতলেন 6-0 তে ৷
চতুর্থ রাউন্ডে নাদালের প্রতিপক্ষ অ্যামেরিকান সেবাস্তিয়ান কোরডা আবার স্প্যানিশ তারকার বড় ভক্ত ৷ 12 বারের ফ্রেঞ্চ ওপেন জয়ীর সম্পর্কে কোরডার মতামত, নাদাল একজন অবিশ্বাস্য টেনিস খেলোয়াড় ৷ শুধু এখানেই শেষ নয় ৷ কোরডা আরও জানান, স্প্যানিশ টেনিস তারকাকে সম্মান জানিয়েই নিজের পোষ্য বিড়ালের নাম রেখেছেন রাফা ৷
এদিকে, ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে পৌঁছালেন বিশ্বের একনম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ ৷ তিনি স্ট্রেট সেটে হারালেন লিথুয়ানিয়ান রিকার্ডাস বেরানকিসকে ৷ বৃহস্পতিবার সার্বিয়ান তারকা 1 ঘণ্টা 23 মিনিটের লড়াইয়ে বেরানকিসকে হারালেন 6-1, 6-2, 6-2 সেটে ৷